Better Life with Steem|| The Diary Game|| 21th June 2024
![]() |
---|
Hello Friends,
রাতে ঘুম হয়নি তবুও সকাল সকাল ঘুম ভেঙ্গেছিল। গতকাল থেকে বজ্রপাতের জন্য তিনটে ট্রান্সফরমার একদমই অকেজো যে কারণে বিদ্যুতের লোকজন মনে হয় সারারাতই লাইনে কাজ করেছিল।
মোবাইলটাও বন্ধ, অন্যদিকে নেটওয়ার্ক ও ছিল না। আবহাওয়া এতোটাই খারাপ ছিল যে ঘর থেকেই বেরোনো ছিল কষ্টকর। সৌভাগ্যবশত আমি চার্জে বসিয়েই শুয়েছিলাম যে কারণে সকালে বিদ্যুৎ না থাকলেও মোবাইলে চার্জ হয়েছিল।
Morning |
---|
![]() |
---|
আমার আজকের সকালটা শুরু হয়েছিল বাংলাদেশ সময় সকাল নয়টা থেকে। ঘুম থেকে উঠেই ডিসকর্ড বার্তা চেক করে আমি প্রাতকৃত্য শেষ করেই বাড়ি থেকে বেরিয়েছিলাম। যদিও আমি সাধারণত সকালে কিছু না খেয়ে কদাচিৎ বাড়ির বাইরে যাই তবে আজ না খেয়েই বেরিয়েছিলাম।
দোকানে পৌঁছে আমি বিকাশে কিছু টাকা নিয়েছিলাম, কারণ এম বি প্যাকেজ নিতে হবে। এই কাজের মধ্যেই এক বড় ভাইকে পাঠিয়েছিলাম পরাটা ক্রয়ের জন্য। কাজ শেষ করেই রীতিমতো খিদে পেয়েছিল।
খিদে পেটে খাবার সামনে রেখে বসে থাকা তো একদমই সঠিক না। আমার দেখাদেখি সবাই যে যার প্যাকেট হাতে নিতে শুরু করেছিল। এই মুহূর্তগুলো হয়তো পরবর্তীতে আর ফিরে আসবে না। যাইহোক, সকলে স্বতঃস্ফুর্তভাবেই একটা স্মৃতি ধরে রাখার জন্য মোবাইল ক্যামেরাবন্দি হয়েছিলাম।
![]() |
---|
খাওয়া দাওয়া শেষ এবং পেট ঠান্ডা, তারপর একটু বাদেই আমি এম বি রিচার্জ করেছিলাম। এই প্যাকেজটা ছিল আটশত নিরানব্বই টাকার। তবে বিকাশ থেকে সরাসরি পেমেন্টের কারণে দুইশত টাকা ক্যাশ ব্যাক এসেছিল।
আমি সর্বদাই এম বির জন্য মান্থলি প্যাকেজ ক্রয় করি। এই মাসে ইতিমধ্যে একটা প্যাকেজ নিয়েছি কিন্তু সেটা কেন জানি মনে হচ্ছে কম পড়তে পারে তাই আজ আবার অগ্রীম নিয়ে নিলাম। নচেৎ নেটওয়ার্কের কাজে বিগ্ন ঘটতে পারে।
Noon |
---|
![]() |
---|
আবহাওয়ার কথা চিন্তা করেই আমরা দোকানে বসে দল ভাগাভাগি করেছিলাম ফুটবল খেলার জন্য। যেহেতু, ইদের ছুটি প্রায় শেষের দিকে কিছুদিন বাদেই যে যার কর্মস্থলে ফিরে যাবে।
দীর্ঘদিন হলো ফুটবলে পা দেওয়া হয়নি। সাধারণত বিশ্বকাপ চলাকালীন সময়ে আমাদের গ্রামে কিছু ফুটবল প্রেমীদের পাশাপাশি ফুটবল খেলোয়াড়দের দেখা যায়। আবার কেউ কেউ তো মহা পণ্ডিত, মনে হয় মাঠে নামিয়ে দিরে ম্যারাডোনা ও হার মানবে। আবার এক শ্রেণি জুয়া খেলার অদম্য নেশায় মেতে ওঠে।
অবশেষে ফুটবল খেলা cancel এবং সিদ্ধান্ত হলো ক্রিকেট খেলা হবে। আমি সুযোগে একটু বাড়িতে গিয়েছিলাম। তবে বাড়ি যেতেই মা বলল খাওয়ার জন্য বাবা বিকেলে মাছ ধরতে বলেছে।
![]() |
---|
মোটামুটি উভয় দল প্রস্তুত ইতিমধ্যে টস ও হয়ে গেছে। আমাদের দল টসে জিতে ব্যাটিং শুরু করেছিল। আমি তৃতীয় আম্পায়ার কিন্তু মাত্র ছয় ওভারের খেলা তাই মিনিট পঞ্চাশের মধ্যে আমাদের ব্যাটসম্যানরা সকলেই আউট।
সৌভাগ্যবশত আমাদের দুর্ধর্ষ বোলিং পাঁচ ওভারের মধ্যেই বিপরীত দলকে কোণঠাসা করে জয় ছিনিয়ে নিয়ে এসেছিল। তারপর আমিও বাড়িতে ফিরে এসেছিলাম। একটু বিশ্রাম নিয়ে স্নান করে দুপুরের খাবার শেষ করেছিলাম।
Afternoon |
---|
![]() |
---|
ইতিমধ্যে আমি কয়েকবার কমিউনিটিতে নতুন পোস্ট আছে কি না সেটা চেক করেছিলাম। কোনো পোস্ট না দেখে মা'কে সাথে নিয়েই পুকুরে গিয়েছিলাম কারণ মোবাইলটা নিয়ে জলের কাছে যাওয়া একদমই ঠিক হবে না।
খাবার খেতে অনেক মাছ জলের ওপরে ভেসে ভেসে খাবার খাচ্ছিল। মোটামুটি মিনিট দশেকের মধ্যেই কয়েকটি সাদা মাছ ধরে নিয়ে বাড়িতে ফিরে এসেছিলাম।
এরপর আমি বাড়িতে ফিরে আবারো স্নান সেরে মোবাইল হাতে নিয়ে একটি নতুন পোস্ট ভেরিফাই করেছিলাম। তারপরই পোস্ট লেখা শুরু করেছিলাম। এভাবেই আমি আজকের দিনটি অতিবাহিত করেছি।
END |
---|
আমার কাছে মনে হয় ঢাকার তুলনায় ঢাকার বাইরে জেলাগুলিতে বৃষ্টিপাত অনেক বেশি হয়। আর আজকে সেটর প্রমাণও পেয়েছি সিরাজগঞ্জের দিকে যেয়ে।
ঢাকাতে প্রতিদিনই মনে হয় এই বুঝি বৃষ্টি নামলো বৃষ্টির কোন চিহ্নই নেই। এমবি কিনে রাখা সিদ্ধান্ত নিয়ে একটা বুদ্ধিমানের মতো কাজ করেছেন।
আপনার এই মাছ ধরতে যাওয়ার বিষয়টা আমার কাছে খুব মজার লাগে। আমার ছোটবেলায় খুব ইচ্ছে ছিল আমি মাছ ধরবো যত সেটা কখনো করা হয়ে ওঠে নাই।
ভালো লাগলো আপনার লেখা পড়ে। ভালো থাকবেন সব সময়।
।
আবহাওয়া খারাপ থাকলে এবং সেই সাথে যদি বজ্রপাত হয় তাহলে বিদ্যুতের সমস্যা তো হবেই। সেই সাথে আপনাদের ওদিকে আবার ট্রান্সফর্মার জ্বলে গেছে।
আপনি একদম পুরো এক মাসের এমবির প্যাকেজ কিনে থাকেন। আমারও তাই মনে হয়, একটু একটু করে এমবি না কিনে পুরো এক মাসের প্যাকেজ কেনাই বেশি ভালো।
ঈদের ছুটিতে অনেকেই বাসায় আছে সেই জন্য আপনারা ফুটবল খেলার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ ছুটি শেষ হলে আবারোও সবাই নিজ কর্মস্থলে ফিরে যাবে।
সারাদিনের কার্যক্রম শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন।