Better Life with Steem||The Diary Game|| 15th August 2025
![]() |
---|
Hello Steemians,
ইদানিং নিজেকে একটু অলসও মনে হচ্ছে। আজ সন্ধ্যা থেকেও তেমন বিশেষ কিছু কাজ করিনি কিন্তু পোস্ট লেখার জন্য ইচ্ছে করেই বসিনি। একটা প্রকল্প নিয়ে অনেক বেশি চিন্তা করছি। কারণ দীর্ঘ প্রায় ৬ থেকে ৭ মাস ধরে একাধিক অ্যাকাউন্ট এবং যেখানে প্রচুর কাজ করেছি।
বর্তমান মার্কেটের অবস্থা একদমই এলোমেলো, তবে সবচাইতে বেশি ঝুঁকিতে রয়েছে রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখা মানুষগুলো। কারণ হঠাৎ মার্কেট উঁচুতে আবার খুব নিচুতে যাতায়াত করছে তবে মানুষের মস্তিষ্কের যে চিন্তা ধারা এটার বাইরেই চলছে। যে কারণে অধিকাংশ ছোটখাটো ট্রেডাররা তাদের ফান্ড হারিয়ে ফেলছে।
সকাল সকাল নিজের কাজ শেষ করে মোবাইল হাতে নিয়ে বসে ছিলাম। তবে কোনো কাজেই মন বসছিল না। কিন্তু নিজেকে সক্রিয় রাখতেই হবে যে কারণে মোবাইলটা হাতে নিয়ে একটা কনটেন্ট পোস্ট করেছিলাম। তারপর একটু engage করে ঘুমোনোর চেষ্টা করছিলাম। ওহ! ভীষণ গরম তাই পাখার বাতাসেও ভালো লাগছিল না।
![]() |
---|
![]() |
---|
দুপুর ১২ টা নাগাদ রাস্তার দিকে বেরোচ্ছিলাম তখন দেখলাম কাকাতো ভাই স্নান করছিল। গ্রামের শিশুরা কেউ কেউ এখনো মোবাইলের মত স্মার্ট ডিভাইস থেকে অনেক পিছিয়ে রয়েছে বটে। যদিও facebook বা youtube এ ভিডিও স্কুল করতে করতে অনেক শিশুদের ভিডিও সামনে চলে আসে, তবে আমার এই কাকাতো ভাইয়েরা ছবি তুলতেই নারাজ।
যে কারণেই হয়তো সকাল এবং সন্ধ্যায় তাদেরকে বই নিয়ে বসতে দেখা যায়। উন্নত প্রযুক্তির আবিষ্কার স্মার্ট ফোন কেন শিশুদের অনেক বেশি আসক্তিতে ফেলে দিয়েছে। এটা খারাপ প্রভাব ইতিমধ্যে চোখে পড়তে শুরু করেছে, এমনকি আমার তো মনে হয় ভবিষ্যতে এটার খুব খারাপ প্রভাব আমাদের সামনে দৃশ্যমান হবে।
![]() |
---|
রাস্তায় পৌঁছে দেখলাম সবাই আড্ডা দিচ্ছে, তবে ভালো কথার বাড়ির পাশ দিয়ে ও যাচ্ছে না। সম্পর্কে দাদু ও নাতি নাতনি যে কারণে কথার ধরনই অন্যরকম মনে হচ্ছিল। যাইহোক, আমি কাছাকাছি পৌছেই কয়েকটা ছবি তুললাম। তারপর সবার সাথে আড্ডায় যোগ দিলাম। গ্রাম অঞ্চলের মানুষের একটা সমস্যা রয়েছে কাজের থেকেও সমালোচনা প্রিয় যেন বেশি।
অনেক সময় এটা আমার কাছে বিরক্তি করে লাগে যে নিজেদের কাজ বাদ দিয়েও অন্যকে নিয়ে এরা সমালোচনা করে। হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান না ঠিক তেমনি শহরে যেমন যাক একটা খারাপ জিনিস অনুরূপভাবে গ্রামের এই সমালোচনা টা অনেক খারাপ। এই দুইটা ভিন্ন জিনিস যদি শহর এবং গ্রামে না থাকতো তাহলে দুই জায়গার পরিবেশ আরো বেশি উন্নত হতো।
সম্পর্কে আমাদের পাড়ার এক বোনের বিবাহ হয়েছে তবে একটু অন্যভাবে। যেখানে আমার অংশগ্রহণ আছে বলা যায়। কারণ প্রায় এক থেকে দেড় বছর ধরে খুলনার স্থানীয় এক বন্ধু আমার বোনকে পছন্দ করে এবং বোনের পরিবারের লোকজনও সেখানে সম্মতি জানিয়েছে। অথচ বোন মড়াগড়ি শুরু করে দিয়েছিল, অন্যদিকে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হওয়ার কারণে বেশ ব্যয়বহুল পড়াশোনার বিষয়টা। আমার দুঃসম্পর্কের ওই কাকুর অর্থনৈতিক অবস্থা তেমন একটা ভালো না যে কারণে পরিবার থেকেও বিবাহ দেয়ার জন্য আগ্রহী ছিল। কারণ পাত্র-পক্ষের পরিবার ও অনেক ভালো যেখানে আমাদের বোনের পড়াশোনার ক্ষেত্রেও তেমন একটা নেতিবাচক প্রভাব পড়বে না।
![]() |
---|
পাড়ার যে ছেলেদের অবস্থা খুব খারাপ তাদের মধ্যে এই একজন। মাস তিনেক আগেই একটা বিষ খেয়েছিল, তবে এই সকল দুঃসাহসিক কাজের জন্য দায়ী তাঁর পরিবারই। কারণ যখন তাদের সন্তানকে বেশি কাছাকাছি ও বন্ধুর মতো হওয়ার দরকার ছিল সেইটা না করে ভালো ও মন্দ উভয় মেনে নিয়েছে। খারাপ অভ্যেসের ছেলেদের সাথে মিশলে যা হয় আর কি?
এইবার মাধ্যমিক পাশ করেছে তবে একদমই আশানুরূপ ফলাফল হয়নি। যাইহোক, কিছু সময় অতিবাহিত করেই বাড়িতে ফিরে এসেছিলাম। স্নান সেরে দুপুরের খাবার খেয়েই আজ ঘুমিয়ে পড়েছিলাম।
![]() |
---|
সন্ধ্যার আগে আগেই মা ঘুম থেকে ডেকে বললো যেন বাইরে থেকে একটু ঘুরে আসি। আমি ঘুম থেকে উঠে নিজেকে পরিস্কার করেই বাজারের দিকে গিয়েছিলাম। আমার রাতের খাবার শেষ, তাই বাজারে পৌঁছে কিছু খাবার কিনেই বাড়িতে ফিরে এসেছিলাম।
এভাবেই আজকের দিনটা অতিবাহিত করেছি। আমার আজকের লেখাটি এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকুন, সুস্থ্য থাকুন।