Better Life with Steem|| The Diary Game|| 10th March 2025
![]() |
---|
নমস্কার বন্ধুরা,
ক্রিপ্টো মার্কেট নিয়ে অনেক দুশ্চিন্তা হচ্ছে, কারণ বেশ কয়েকদিন ধরেই মার্কেট যেন জলের বৈশিষ্ট্য ধারণ করেছে শুধু নিচের দিকে যাচ্ছে আর যাচ্ছে। ইদানিং Finance Open করতেই ইচ্ছে করে না। সাধারণত, আমি ট্রেড করি না তবে এটা আমার স্বপ্ন ছিল যে ক্রিপ্টো সেক্টর থেকেই উপার্জন করে আমি steem buy করবো।
স্বপ্ন দেখার পাশাপাশি আমি এটাকে বাস্তবে রূপ দিতে দিন রাত পরিশ্রম করেছি বিগত ৬/৭ মাস। অবশেষে ভালো সময়টা আসতেই শুরু করেছে। আমি সুযোগে কিছু steem buy করে power up ও করেছি। তবে এটা বুঝতে পারিনি যে steem price এতোটা low হবে। এখন ক্রয় করলে steem এর পরিমাণটা অনেক বেশিই হতো।
মূলত আমার লেখার বিষয়বস্তু দিনলিপি, তবে সাথে যোগ করলাম আমার এই মুহূর্তের বাস্তব অনুভূতি। আমার বাড়িতে আজকে সকলেই ব্যস্ত, কারণ আমার বোন ও আমাদের পুচকু এসেছে। যাইহোক, আমি এখন আমার মূল লেখাতে ফিরে যাচ্ছি।
আমি বিগত রাতে ঘুমাতে গিয়েছিলাম অন্যান্য রাতের মতো শেষ দিকে। যখন রাত চারটা তখন মনে পড়ছিল বোন আসবে কিন্তু তাঁকে এগিয়ে নিয়ে আসার কথা কেন কিছু বললো না। তবে ঐ রাতে তো কল করে ঘুম নষ্ট করা ঠিক হবে না। তাই পাঁচটার দিকে আমি ঘুমানোর আগেই মা'কে ডেকে বললাম যেন খুব সকালে একবার ডেকে দেয়।
![]() |
---|
মা ও বাবা সকালে রীতিমতো আমার সাথে যুদ্ধ করে ডেকে তুললো, আমি মোবাইলে কথা বলে আবার ঘুমিয়ে পড়লাম। এরপর ঘুম থেকে উঠেই দেখি পুচকু চলে এসেছে। এবার আমার কাছে এসেই মুচকি হাসি। এখনো কথা সব বলতে পারে না, তাই ওর আধো আধো কথা শুনতে ভারি মিষ্টি লাগে। মোবাইলে আগে থেকেই চুক্তি হয়েছিল তাঁকে কাজু বাদাম এনে দিতে হবে। আমি ঘুম থেকে উঠেছিলাম সকাল এগারোটার দিকে। তাই ব্রাশ করে ঐ সময়ে সাথে সাথে কিছু খেতেই ইচ্ছে করছিল না। তাছাড়া, বিকেলে কিছু কাজ আছে যেটা শেষ করে একটু বিশ্রাম ও নিতে হবে।
![]() |
---|
আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাজারে যাওয়ার জন্য। ঐ সময়ে কোনো গাড়ি পাওয়া ও মুশকিল। সৌভাগ্যবশত একটা অটো পেলাম, অনতিবিলম্বে অটোতে বসলাম। যেহেতু, এলাকার ছেলে তাই ভাড়া নিয়ে কোনো সমস্যাই নেই।
![]() |
---|
এই বাজারটা আমাদের উপজেলার মধ্যে সব থেকে বড়। এখানে প্রায় প্রয়োজনীয় সব কিছুই মোটামুটি পাওয়া যায়। একদমই ভরদুপুর, তাই লোকজন ও একটু কম মনে হচ্ছিল। তাছাড়া, রমজান এবং রোদ্দুরের প্রখরতা ও লোকজন কম থাকার একটা কারণ। রমজান মাসের শুরু থেকেই ইদের কেনাকাটা শুরু হয় কিন্তু এই বছর যেন কোনো কাপড়ের দোকানে ক্রেতাই নেই।
![]() |
---|
বাজারে যাওয়াটা ছিল মূলত পুচকুর জন্য কিছু ফল ও অন্যান্য শুকনো খাবার ক্রয় করা। প্রথমেই ফলের দোকানে গিয়েছিলাম। এই দোকাটা একটু দূরত্বে তবে এখানেই ফ্রেশ ফল পাওয়া যায়। বিশেষ করে কালো আঙ্গুর যেটা সচরাচর অন্যান্য ফলের দোকানে কম দেখা যায়।
বাজারের তালিকাঃ-
ক্রমিক নং | নাম | পরিমাণ | বি ডি মূল্য | স্টিম মূল্য | ছবি |
---|---|---|---|---|---|
০১. | আঙ্গুর | ১কেজি | ৪৫০.০০৳ | 32.14 | ![]() |
০২. | পেয়ারা | ১কেজি | ৭০.০০৳ | 05.00 | ![]() |
০৩. | মালটা | ১কেজি | ২৮০.০০৳ | 20.00 | ![]() |
০৪. | কাজু বাদাম | একশত গ্রাম | ২২০.০০৳ | 15.71 | ![]() |
০৫. | বিস্কুট | এক বক্স | ১১০.০০৳ | 07.86 | ![]() |
০৭. | বেল | একটি | ৯০.০০৳ | 06.42 | ![]() |
০৮. | গাওয়া ঘি | ১০০.০০গ্রাম | ১১০.০০৳ | 07.86 | ![]() |
মোট | উপরোল্লেখিত | ঐ | ১৩৩০.০০৳ | 95.00 | ![]() |
বর্তমানে দ্রব্য মূল্য উর্ধ্বমূখী, তবে আমি যেগুলো ক্রয় করেছি এগুলোর মূল্য এই রকমই বৃদ্ধি কিন্তু কম।
![]() |
---|
ফেরার পথে ব্রিজের কাছে একটা চায়ের দোকানে বসেছিলাম। কফি খাচ্ছিলাম আর গতকালকের ক্রিকেট ম্যাচ নিয়ে কথা বলেছিলাম। ইতিমধ্যে অনেক বিলম্ব তাই দ্রুত বেরিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে।
![]() |
---|
বাড়িতে ফিরেই স্নান সেরে একটু ল্যাপটপ নিয়ে কাজে বসেছিলাম। কিছু গুরুত্বপূর্ণ transaction করার ছিল। বিকেল চারটা অবধি কাজ করতে করতেই চোখ লেগে আসছিল। তারপর ঘুমোতে গিয়েছিলাম।
এভাবেই আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময় অতিবাহিত করেছিলাম। আমার লেখাটি এখানেই সমাপ্ত করছি।