Better Life with Steem|| The Diary Game|| 06th July 2025

in Incredible India4 days ago (edited)
1000004506.jpg

Hello Steemians,
যদিও প্রচুর বৃষ্টি কিন্তু শৈশবের সেই বর্ষণমূখর দিনের অনুভূতি নেই। আবহাওয়া যেন ৩৬০° তে ঘুরে উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছে। এতো বৃষ্টি কিন্তু শীত শীত কোনো পরিবেশ নেই। বৃষ্টি হলে যেন তাপমাত্রা আরো বৃদ্ধি পাচ্ছে।

যাইহোক, এ কারণেই বিগত রাতে ঘুম হয়নি। চারটায় ঘুমানোর উদ্দেশ্যে বিছানায় গিয়েছিলাম কিন্তু বিদ্যুৎ বিভ্রাট, তাই ঘুম আর হয়নি। বিদ্যুৎ সংযোগ পেলাম সকাল ছয়টার দিকে তখনই যেন চোখে আর ঘুমই আসছিল না।

1000004475.jpg
1000004476.jpg
1000004477.jpg

ব্রাশ হাতে নিয়েই বাড়ির সামনের পুকুর পাড়ে গিয়েছিলাম। বৃষ্টিস্নাত ঘাসগুলো দেখতে ভালোই লাগছিল। মনে হচ্ছিল শরতের শিশিরের মতো ঘাসের উপর মুক্তার মতো জলের বিন্দু কণা জ্বল জ্বল করছে। সকাল সকালই মোবাইটা হাতে নিয়ে কয়েকটা ছবি তুললাম।

তবে সকাল সকালই মাথাটা গরম হচ্ছিল, একটু শান্তিতে রাস্তায় দাঁড়িয়ে থাকার ও উপায় নেই। সকাল সকাল মুরগির খামারের দুর্গন্ধের জন্য বমির উপক্রম হয়েছিল। যদিও মুরগির খামারের জন্য অনেকেই নিজের কর্মসংস্থানের করে নিয়েছে। আবার উদ্যোক্তা হয়ে অন্যদের ও কাজের সুযোগ সৃষ্টি।

শুধু এইটা না বরং মাংসের চাহিদা পূরণ ও মাছ চাষের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু আমরা শুধু উপকৃত হচ্ছিনা, পাশাপাশি আমাদের অনেক ক্ষতি ও হচ্ছে। আমার তো মনে হয় বর্তমানে বায়ুদূষণ বা পরিবেশ দূষণের একটি গুরুত্বপূর্ণ কারণই হলো এই মুরগির খামার।

পাশাপাশি স্বাস্থ্যের জন্য ও এই মুরগির মাংস বর্তমান ক্ষতিকর। একটা দেশি মুরগি বাড়িতে পালন করলে সেইটা ডিম দিতে ছয় মাসের মতো সময় লাগে যখন ঐ মুরগির ওজন এক থেকে দেড় কেজি হয়। অথচ একটা ব্রয়লার মুরগি মাত্র আটাশ দিনে ২কেজির ও বেশি হতে দেখা যায়। অতিরিক্ত রাসায়নিক ওষুধ ও ভিটামিসহ অনেক কিছুই ঐ খামারের মুরগিতে প্রয়োগ করা হয় যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর।

1000004478.jpg

অনেকটা দূরেই সকাল সকাল এক ঝাঁক প্যাঁচা ঝগড়া করার মতো শব্দে কিচিরমিচির করছিল। যদিও অনেক চেষ্টা করলাম কিন্তু লাভ হলো না। এরা প্রচণ্ড চঞ্চল, এক সেকেন্ডে ছবি তোলার সময়টাও তাঁরা স্থির থাকে না। অবশেষে জুম করে একটা প্যাঁচার ছবি তুলতে সক্ষম হয়েছিলাম।

1000004480.jpg

এগুলোকে গ্রামের সকলেই চিনবেন এবং বর্তমান ইন্টারনেটের সুবাদে হয়তো বাকিরা ও অবগত। এটা আমাদের গ্রামে বর্ষা ঋতুতে দেখা যায়। এগুলো শামুকেরই একটা প্রজাতি। আমি ব্রাশ করার সময় হাঁটতে হাঁটতে মন্দিরের কাছে গিয়েছিলাম। সেখানে পরিত্যক্ত কলপাড়ে এই শামুক গুলো এক কাকিমা রেখেছিল।

জিজ্ঞেস করলে বললো বাড়িতে নাকি চিনা হাঁসের বাচ্চা রয়েছে ওদের খাওয়ার জন্য শামুক কুঁড়াতে এসেছে।

1000004482.jpg

এই শামুক কিন্তু মিষ্টি জলেই পাওয়া যায়। এই যে টোপাপানাওয়ালা পুকুর এখান থেকেই ঐ কাকিমা শামুক গুলো সংগ্রহ করেছেন। হঠাৎ যেন ঘুম ঘুম অনুভূতি হচ্ছিল, তাই আর বিলম্ব না করেই বাড়িতে ফিরে এসেছিলাম। বাড়িতে ফিরেই হাত-মুখ পরিস্কার করে সকালের ওষুধ খেয়েই ঘুমিয়ে পড়েছিলাম। বোন এখন আমাদের বাড়িতে, অন্য কেউ ডাকাডাকি না করলেও তাকে ঠেকানো মুশকিল। দুপুর বারোটায় আমার বিছানায় এসে সে রীতিমতো গায়ের ওপরেই হাঁটাহাঁটি শুরু করেছি।

WiFi তো চব্বিশ ঘন্টাই অন থাকে তাই মোবাইল হাতে নিয়ে ডিসকর্ডে দেখলাম অনেক কথোপকথন, আমিও সেখানে যুক্ত হয়েছিলাম। এরপর খাবার খেয়েই স্নানের প্রস্তুতি নিচ্ছিলাম। অ্যালার্জি ও গরমে ঘেমে যে ঠাণ্ডা সেইটা যেন পিছু ছাড়ছে না। তাই ইদানিং একটু আগেই স্নান সেরে নিচ্ছি।

1000004494.jpg

UPS এর সাথে যুক্ত ব্যাটারিতে আজই বিকেলে প্রথম চার্জ দিলাম। এর পূর্বে আমি নিজে কখনো ১২ভোল্টের ব্যাটারি ব্যবহার করিনি। ঘরের দরজাতে তালাই লাগিয়ে দিয়েছিলাম কারণ আমাদের পুচকু বেড়াতে এসেছে, কোনো গ্যারান্টি নেই কখন কি করে। এই ধরনের কাজের ক্ষেত্রে পরিবারের সকলের নিরাপত্তার কথাটা আগেই মাথায় নিতে হবে।

1000004499.jpg

কম্পিউটারে বসেছিলাম কিছু কাজ করার জন্য। গোধূলি লগ্নে ঘরের সামনে গিয়েছিলাম। মুরগিরা শুকনো জায়গায় থাকতে পছন্দ করে, তাই বৃষ্টির জল যে পায়ে না লাগে সেই ভয়ে এরা গাছের ডাল বা যা সামনে পায় এটার ওপরেই থাকে। তবে আমার যন্ত্রনায় সেখানে ও দাঁড়াতে পারলো না।

যাইহোক, এরপরই হাত-পা পরিস্কার করেই ঘরে ফিরে এলাম। এভাবেই আমি আমার আজকের দিনটা অতিবাহিত করেছি।

Sort:  
Loading...

Hello @piya3! 👋

Congratulations! This post has been upvoted through @steemcurator05. We support quality posts, good comments anywhere, and any tags.



Curated by: mohammadfaisal

 3 days ago 

I appreciate your presence and support 😊