Better Life with Steem||The Diary Game|| 02th August 2025

in Incredible India25 days ago
1000005115.jpg

Hello Steemians,
একটু ব্যস্ততার জন্য ধারাবাহিক ভাবে লেখা উপস্থাপন করতে সমস্যাই হচ্ছে। তবে চেষ্টা অব্যাহত রয়েছে দেখা যাক কি হয়? যাইহোক, কিছু বিষয়ের কারণে খুব বিরক্ত ও লাগছে। সেগুলো না ই বললাম। এমনিতেই এখন বাংলাদেশ সময় রাত দশটা, ইতিমধ্যে বিলম্বই হয়েছে লেখা শুরু করতে।

1000005073.jpg

আজ সকালে পাঁচটার দিকেই উঠেছিলাম। তারপর ব্রাশ হাতে নিয়েই রাস্তায় বেরিয়ে হাঁটাহাঁটি করছিলাম। তখন আমার এক বন্ধুর মা এবং পাড়ার এক বৌদি দেখলাম আমার দিকেই দ্রুত গতিতে আসছিল। আমাকে কদাচিৎ এতো সকালে রাস্তায় দেখা যায়। যাইহোক, ওনারা আমাকে বললো কি ব্যাপার? এতো সকালে রাস্তায় কেন? আমি বললাম এমনিতেই, তবে সারারাত না ঘুমানোর কারণে চোখ জ্বলছিল। যাইহোক, কথা বলতে যদিও ইচ্ছে করছিল না তবুও হাসি মুখেই বলেছিলাম।

1000005087.jpg

বাড়িতে ফিরেই একটু ছাদে গিয়েছিলাম। ছাদে উঠেই ফুল গাছের টবের নিকট গিয়েছিলাম। সকাল সকাল ফুল দেখে ঘুমের ভাবটা কিছুটা কমেছিল। কারণ তখন আমার মনোযোগ ঐ রঙ্গিন ফুলের দিকেই ছিল।

1000005103.jpg

একটু খুদা খুদা পাচ্ছিল, তাই ছাদ থেকে নেমে একটা সিদ্ধ ডিম খেয়ে আমি মোবাইল হাতে নিয়ে বসেছিলাম। প্রায় ২/৩ ঘণ্টা ধরে Twitter এ কাজ করছিলাম। কারণ আমার এখন মূল্য লক্ষ্য গুলোর মধ্যে একটা এই Twitter grow করা এবং সেখান থেকে monthly একটা উপার্জন বের করা। ইতিমধ্যে আমি ২৬০০+ follower এবং এক মিলিয়ন views ও পেয়ে গিয়েছি।

প্রায় দুপুর একটার দিকে আমি ও পুচকু স্নান সেরে নিয়েছিলাম। যদিও পুচকু স্নান শেষ করেই ঘুমায় কিন্তু আজ ঘুমের কোনো চিন্হই দেখছিলাম না। আমি পাখা ছেড়েই কিছু সময় কম্পিউটারে কাজ করলাম। বাকিরা স্নান করবে, তাই আমি কম্পিউটার বন্ধ করে পুচকুর কাছে গিয়েছিলাম।

1000005101.jpg

আমি আর কি দুষ্টুমি করবো! পুচকুই আমার সাথে বেশি দুষ্টুমি করছিল। আমি সুযোগ বুঝে পুচকুর সাথে দুষ্টুমি করছিলাম। ইতিমধ্যে বোন স্নান করে চলে এসেছিল। আমাদের এই অবস্থা দেখে বোন কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম। এক কথায় পুচকু বিপদে পড়ে চুপ করে ছিল। শুধু সময়ের অপেক্ষা কখন যেন আমার সাথেই এটার revenge নিতে পারে।

সকালে শুধুমাত্র ডিম খেয়েছিলাম তাই ভীষণ খিদে পেয়েছিল। মা স্নান করে আসা মাত্রই আমি দুপুরের খাবার খেয়েছিলাম। ইতিমধ্যে পুচকু খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তাই আমি দুপুরের খাবার শেষ করেই আমার বিছানায় গিয়েছিলাম ঘুমানোর উদ্দেশ্যে।

1000005078.jpg
1000005079.jpg

সন্ধ্যায় আবারো গিয়েছিলাম ছাদে পাকা ড্রাগণ ফল তোলার জন্য। সত্যি বলতে বাজার থেকে চড়াও মূল্যে কেনা ড্রাগণ ফল আর ছাদ বাগানের ড্রাগন ফল দুটোর স্বাদে কোনো সাদৃশ্যই নেই। যদি নিজেদের গাছের ড্রাগণ ফল না খেতাম তাহলে বুঝতেই পারতাম না আসল ড্রাগণ ফলের স্বাদ কেমন?

বাজার থেকে চড়াও মূল্যে কেনা ফল গুলো সম্পূর্ণই রাসায়নিক সার ও ওষুধে জর্জরিত। যে কারণে এটাকে সবসময়ই আমি বিষের সাথেই তুলনা করি। আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকা ফাঁকা জায়গা এবং যদি সেইটা ও না থাকে তাহলে বাড়ির ছাদে কিছু কিছু ফল ও সবজি গাছ লাগানো। যাতে ব্যবসা না হলেও পরিবার অন্তত বিষমুক্ত কিছু সবজি ও ফলমূল খাওয়ার সুযোগ পাবে।

1000005113.jpg

এই যে সন্ধ্যা হতে না হতেই পুচকু আবার আমার কোলে উঠে বসেছে। পুচকুকে এখন গান দেখাতে হবে। এবার আর কোনো অজুহাত চলবে না, তাই আমার সব কাজ বাদ দিয়ে গান চালু করেছিলাম। এভাবেই প্রায় ত্রিশ মিনিটের মতো গান দেখা ও শোনার পালা চলেছিল। তারপর আমি কিছু সময় কাজ করেছিলেন। যখন সব কাজ শেষ হলো, একদমই মাথা ঠান্ডা করে এক কাপ কফি হাতে নিয়েই পোস্ট লেখার জন্য বসলাম।

এভাবেই আজকের দিনটা অতিবাহিত করেছি। আমার আজকের লেখাটি এখানেই সমাপ্ত করছি।

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

Loading...