হঠাৎ ব্যস্ততাময় কিছু মুহূর্ত।
![]() |
---|
Hello Steemians,
আবারো গ্যাপ লেখাতে, যাইহোক তবে সময় বের করে পোস্ট লেখার জন্য বসেই পড়লাম। তবে ইদানিং ঘুমের অবস্থা একদমই নিয়মবহির্ভূত, কারণ কিছুদিন হলো দুপুর বারোটায় ঘুম ভাঙ্গছে। এখন আমি আপনাদের সাথে বৃহস্পতিবারের কিছুটা ব্যস্ততাময় মূহুর্ত শেয়ার করতে চলে এসেছি।
![]() |
---|
বিবাহ পরবর্তী একটা পর্ব বাঁধা ভাঙ্গা, অর্থাৎ বিয়ের পরে যখন ছেলে এবং মেয়ের বাড়ি থেকে আসা যাওয়া করা হয় ঐটাকেই বলা হয় বাঁধা ভাঙ্গা। আমার ছোট কাকুর মেয়ের বিয়ে হয়েছে প্রায় মাস ছয়, তবে সঠিক সময়টা আমার মনে নেই। ওর শশুর বাড়ির লোকজন এই শুক্রবার আমাদের বাড়িতে আসার সিদ্ধান্ত নিয়েছিল। তাছাড়া আমার ঐ বোনের শাশুড়ি দীর্ঘদিন যাবৎ গলায় ক্যান্সারে আক্রান্ত যে কারণে এই সময়েও আমরা আর বারণ করিনি।
যাইহোক, আগে থেকেই কথা বলা ছিল, তাই আমরা কয় ভাই-বোন মিলে রাজা হাঁস ধরতে গিয়েছিলাম। আমাদের দাবী ছিল আমরাই হাঁস দেখে পছন্দ করবো তারপর ধরে নিয়ে আসবো। রাজা হাঁস খুব বুদ্ধিমান এবং এরা দলবদ্ধভাবে থাকতে যেমন পছন্দ করে, তেমনি আবার মালিকের কথা শোনে। আমরা দু'টো হাঁস ধরে নিয়ে চলে এসেছিলাম।
![]() |
---|
যখন আমরা দুটো হাঁস হাতে ধরে নিয়ে বাড়ির দিকে ফিরছিলাম, পথিমধ্যেই দেখলাম আমাদের পাড়ার সাংঘাতিক সেই চোর মহাশয়া বসে রয়েছে। প্রকৃতপক্ষে এই কুকুরটি আমাদের পাড়ার কারো পোষ্য না বরং কোথা থেকে যেন উড়ে এসে জুড়ে বসেছে। তবে গোটা পাড়ায় সে আতঙ্ক ছড়িয়ে রেখেছে। এমন কোনো পরিবার নেই যারা হাঁস মুরগি পালন করে তাদের বাড়ি থেকে ২-৪ টা চুরি করে খায়নি।
আবার রাস্তা থেকে লোকজন যাওয়া আসার সময় বিনা কারণে ধাওয়া শুরু করে বিশেষ করে যদি শিশুদের দেখে। অন্যদিকে পাড়ার কিছু দুষ্ট প্রকৃতির ছেলে রয়েছে যারা ইচ্ছে করেই এই কুকুরটার সাথে দুষ্টুমি করে আর এই কুকুরটি তখন তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। যাইহোক, আমরা পাশ কাটিয়ে সাবধানতার সাথে কুকুরটিকে পার করে বাড়ির দিকে চলে এসেছিলাম।
![]() |
---|
বাড়িতে ফিরেই সকলে মিলে হাঁস কাটাকাটির কাজে লেগে পড়েছিলাম। ওহ! দীর্ঘ সময় পর হাঁসের মাংস প্রস্তুত এবং তারপর ফলমূলগুলো চেক করছিলাম। এরপর কিছুক্ষণ পর মাছ কাটাকাটির পর্ব শুরু হওয়ার কথা, আমি ঘরের পিছন দরজা দিয়ে বাড়িতে পৌঁছেছিলাম। খানিকক্ষণ আমার পিসিতে বসে কাজ করে যখন বুঝতে পারলাম যে মাছ কাটা হয়তো হয়ে গিয়েছে তখন আবার কাকুর ঘরে গেলাম।
![]() |
---|
![]() |
---|
আমার কাকাতো ভাই মাছ এবং মাংস কাটাতে একাই একশো। এ বাবা! এতো সময় ধরে বসে মাংস ও মাছ কাটার পরেও কোনো ক্লান্তি নেই তাঁর শরীরে। ভীষণ খুশি মাছ গুলো কাটা সম্পন্ন হওয়ার পর। আমি মোবাইলটা সাথে নিতে ভুলেই গিয়েছিলাম কিন্তু ভাইয়ের খুশির জন্য আবারো বাড়িতে ফিরে মোবাইলটা হাতে নিয়ে সেখানে যেতেই হলো।
রূপম যখন ছোট ছিল তখন কাকুদের ঘরের ও আমাদের ঘরের সব মাংস আমিই কাটতাম। কিন্তু এখন রূপম সেই দায়িত্ব নিয়েছে, মাঝেমধ্যে তো আমাদের ঘরের মাংস ও রূপমই কেটে দেয়।
এরপর তো বাড়ির সকলে মিলে মাঝ রাত অবধি কাজ করছিল। মোটামুটি, সকলের সাথে ভালো কিছু সময় অতিবাহিত করেছিলাম।
আমার আজকের লেখাটি এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকুন, সুস্থ্য থাকুন।
@tipu curate
;) Holisss...
--
This is a manual curation from the @tipU Curation Project.
Upvoted 👌 (Mana: 3/7) Get profit votes with @tipU :)
Your post has been supported by SC-05. We support quality posts, quality comments anywhere, and any tags
Thank you so much 🙏