আজকের বিকেল।

in Incredible India3 days ago (edited)
1000005012.jpg

Hello Steemians,
আপনাদের আজকের বিকেলটা কেমন ছিল? আমার আজকের বিকেলটা দূর্দান্ত ছিল। সেই দূর্দান্ত বিকেলে মূহুর্ত গুলোই এখন আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। পুচকুর সাথে সেই সন্ধ্যার পর থেকে দুষ্টুমি করতে করতে এখনই সময় পেলাম পোস্ট লেখার জন্য।

1000004995.jpg
1000004994.jpg

প্রকৃতপক্ষে, বাইরের মানুষেরা শুধুমাত্র জীবনধারার পরিবর্তন গুলো লক্ষ্য করেন। অথচ পেছনে যে কঠোর পরিশ্রম করা হয় এটা কিন্তু মানুষ কল্পনা ও করতে পারে না। সত্যি বলতে আমি নিজেও এটা খেয়াল করিনি। তাহলে অন্যদের দোষটাই বা কোথায়। বিকেল চারটার দিকে ফ্রেশ হয়ে রেডি হলাম একটু ঘুরতে যাওয়ার জন্য।

তখনই যেন হাতের তালুটটা খসখসে লাগছিল। আসলে কম্পিউটারে কাজ করার সময় মাউসের ব্যবহার কম করা হয় না যে কারণে হাতের ৩টে আঙ্গুলে ফোসকা উঠে সেইটা আবার শক্ত ও হয়ে গিয়েছে। যাইহোক, এটা চোখে পড়ে ভালোই হলো কারণ পরবর্তী মাসে আবার ঢাকায় যাবো তখন ভাবতেছি একটা ভালো মানের মাউস নিয়ে আসতে হবে।

1000004998.jpg
1000004999.jpg

বের হবো তখনই দেখলাম পাল্লা দিয়ে আমসত্ত খাওয়া চলছে। আমিও সবার দেখাদেখি ফ্রিজ থেকে আমসত্তের কৌটা বের করে দুই টুকরো নিলাম। বোনের টা পুচকু ইতিমধ্যে নিয়ে নিয়েছে। মজার বিষয় হলো পুচকু ও এখানে চালাকি করছে, কারণ বোন যখন আমার থেকে এক টুকরো নিলো ঐটা দেখেই পুচকু তাঁর হাতে থাকা আমসত্ত সবটুকু মুখে ঢুকিয়ে নিয়ে বোনের টা নিয়ে টানাটানি শুরু করেছিল।

তবে অন্যদিকে আবার এক হাত দিয়ে মুখে আমসত্ত চেপে রাখতে হচ্ছে না হলে পড়ে যেতে পারে। এটা দেখে হাসতে হাসতে তো আমার অবস্থা একদমই খারাপ। পুচকুর জন্য কিছু খাবার ও ফল আনতে হবে তাই দ্রুত বেরিয়ে পড়লাম।

1000005001.jpg

রাস্তায় বেরিয়ে দেখলাম বাজারের দিকের রাস্তায় একদল ছেলে হট্টগোল করছিলি। দূর থেকে ঐভাবে কিছু আন্দাজ করতে পারিনি, কাছে যেতেই মনে হলো এলাকার বাইরের একটা ছেলের সাথেই এই হট্টগোল। তবে একদম কাছাকাছি যাওয়ার আগেই দেখলাম সবাই আবার সোরগোল করছে। যেটা দেখলাম একটা ১৫/১৬ বছরের ছেলের হাতে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। ঐ ছেলেটা পাগল প্রকৃতির। সত্যি বলতে আমাদের পাড়ার ছেলেরা ঐ পাগল ছেলেটার শিকল কাঁটার জন্যই এতো সোরগোল। শিকল খোলা মাত্রই ঐ ছেলেটা বিলম্ব না করে নিজের মতো আমাদের দক্ষিণ পাড়ার দিকে হাঁটতে শুরু করেছিল।

এটা থেকে স্পষ্ট যে স্ব-চোক্ষে কোনো কিছু দেখা আর দূর থেকে দেখার মধ্যে অনেক পার্থক্য।

1000005002.jpg

আকাশে কোথাও মেঘের চিন্হ মাত্র ছিল না কিন্তু হঠাৎ যেন কোথা থেকে সাদা মেঘের আগমন ঘটলো। আমি আজ এক বন্ধুর বাড়ির দিকে যাবো, আবহাওয়া খারাপ হোক বা ভালো। প্রয়োজনীয় কাজ সেরেই, বাবার কাছে জিনিস পত্র দিয়েই অটোতে করে রওনা হলাম।

1000005005.jpg
1000005007.jpg

বন্ধুর সাথে কি আর দেখা করবো, কি দারুন হাওয়া মনটা যেন শান্ত হয়ে গিয়েছিল। পরিচিত অনেকের সাথেই মত বিনিময় করলাম। তবে দক্ষিণ পশ্চিম কোণের সূর্যাস্তের সাথে থোকা থোকা মেঘের দৃশ্যটা দূর্দান্ত লাগছিল। আমি দোকানে কফির কথা বলেই কয়েকটা ছবি তুললাম।

অনেক দিন বাদে নিরিবিলি একটা পরিবেশ উপভোগ করলাম। সত্যি বলতে সাধারণত পি সি স্ক্রিন দেখতে দেখতে যেন বিরক্ত হয়ে রয়েছি। এইরকম একটা শান্ত পরিবেশ মাঝেমধ্যেই উপভোগ করা দরকার।

আজকের লেখাটি এখানেই সমাপ্ত করছি।‌ সকলে ভালো থাকুন, সুস্থ্য থাকুন।

Sort:  
Loading...