You are viewing a single comment's thread from:

RE: প্রথমবার নেল এক্সটেনশন|| খারাপ অভিজ্ঞতা

in Incredible India4 months ago

সত্যি কথা বলতে তোর কাছ থেকে সামনাসামনি নেগেটিভ রিভিউ পেয়ে আমার খুবই খারাপ লেগেছিল কারণ তুই কাউকে না পেয়ে আমার কাছে প্রথম নেল আর্টিস্ট এর খোঁজ করেছিলিস আর আমি ঐ বোনটির খোঁজ দিয়েছিলাম।

তবে সত্যি কথা বলতে গেলে আমার ক্ষেত্রে যেহেতু এরকম কোনো প্রবলেম হয়নি। তাই আমি ঠিক বুঝতে পারিনি যে তোর সাথে এতটা খারাপ এক্সপেরিয়েন্স হবে। আর যেহেতু আমার নেল এক্সটেনশন করে লিখতে খুব অসুবিধা হচ্ছিল তাই আমি দুই- তিন সপ্তাহ পরে নিজেই তুলে ফেলেছিলাম তাই হয়তো এই সমস্যাটার আমাকে সম্মুখীন হতে হয়নি।

আর সেই সাথে তোর নখ দেখে আমিও বুঝেছিলাম উপরের জেলটা অনেকটা পুরু করে লাগিয়েছে। যার ফলে নখের ওপরটা ফোলা ফোলা লাগছিল। আর সারাদিন না দিতেই নখ উঠতে শুরু করলে সত্যিই সেটা খারাপ লাগারই কথা কারণ ৬৫০ টাকা নেহাতই কম নয়‌। আর শুধু তো টাকা নয় তার সাথে সাথে অনেকটা সময়ও তোকে ব্যয় করতে হয়েছে। আর এত কিছুর পরেও যদি এরকম খারাপ অভিজ্ঞতা হয় তাহলে যে কারোরই খারাপ লাগবে।

যাইহোক, পরবর্তীতে আমিও কাউকে আর ওই বোনটিকে সাজেস্ট করবো না‌। আর পরবর্তীতে তুইও চেনাজানা কারোর কাছ থেকেই করাবি যার কাজ তুই দেখেছিস। তাহলে কাজটা আরও মন মতো হবে।