সিনেমা দেখে ফেরার পথে নতুন রেস্টুরেন্ট এ খাওয়া-দাওয়া
নমস্কার বন্ধুরা। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে চলে এসেছি আপনাদের সাথে আরো একটি নতুন গল্প শেয়ার করার জন্য। আশা রাখছি আপনাদের সকলের ভালো লাগবে।
আগের সপ্তাহে আমি, আমার হবু বর ও ওর অফিসের কিছু বন্ধু ও বন্ধুদের গার্লফ্রেন্ডরা সকলে মিলে চলে গিয়েছিলাম আমাদের কৃষ্ণনগরের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে। কয়েকদিন আগেই একটা নতুন সিনেমা রিলিজ করেছে। সেই সিনেমাটা দেখতেই আমরা চলে গিয়েছিলাম। কি সিনেমা দেখেছিলাম এবং সিনেমাটা কেমন লেগেছিল সেই সমস্ত কিছু আমি আপনাদের অন্য আরেকটি পোস্টে শেয়ার করব। কারণ সেই দিনের সমস্ত ফটো এখনো পর্যন্ত আমি কালেক্ট করতে পারিনি। সিনেমা দেখে ফেরার পথে আমরা যে নতুন রেস্টুরেন্ট এক্সপ্লোর করেছি সেই ঘটনায় আজকে আমি শেয়ার করব।
সেইদিন সিনেমা দেখে বেরোনোর পর আমরা শপিং মলে গিয়েছিলাম পুজোর কিছু শপিং করতে। সেই গল্পও আমি অন্য একটি পোস্টে শেয়ার করব। শপিং করার পর সকলকে বিদায় জানিয়ে আমরা বাড়ির দিকে রওনা হয়েছিলাম। তবে সচরাচর আমরা যে পথ চেয়ে বাড়ি ফিরি সেই রাস্তা দিয়ে না গিয়ে আমরা অন্য একটি রাস্তা দিয়ে যাব বলে ঠিক করেছিলাম। সেই রাস্তাটাই আমরা আগে কখনো যায়নি। যাওয়ার পথে হঠাৎই আমাদের মনে হল বাইরে থেকে মানে কোন রেস্টুরেন্টে গিয়ে যদি কিছু খাওয়া যায় তাহলে মন্দ হয় না কারণ সিনেমা দেখে, শপিং করে বেশ খিদে পেয়ে গিয়েছিল।
তবে যে রাস্তা ধরে আমরা যাচ্ছিলাম সেই রাস্তায় আদেও কোন রেস্টুরেন্ট আছে কিনা আমাদের জানা ছিল না। আর আমাদের পরিচিত রেস্টুরেন্টে যেতে হলে আমাদের আবার ঘুরে অনেকটা যেতে হতো। তাই আমরা ঠিক করেছিলাম, যে পথটি আমরা যাচ্ছি সেই পথে যদি কোন রেস্টুরেন্ট থাকে তবে আমরা সেখানেই খেয়ে নেব। আর যদি কোনো রেস্টুরেন্ট না থাকে তাহলে বাড়ির আশেপাশে কোনো ফাস্টফুডে দোকান থেকে বাড়িতে খাবার কিনে নিয়ে যাব। এইসব ভাববে ভাবতেই আমরা একটা নতুন রেস্টুরেন্ট খুঁজে পেয়েছিলাম। খুব একটা চাকচিক্য ছিল না। তবে লোকজনের ভালোই ভিড় ছিল।
তাই আমরাও চলে গেলাম। সৌভাগ্যক্রমে অপেক্ষা করতে হয়নি আমরা সিট পেয়ে গিয়েছিলাম। তারপর মেনু কার্ড থেকে কয়েকটা খাবার অর্ডার করে দিয়েছিলাম। প্রথমেই আমাদের দিয়ে গিয়েছিল ভেটকি ফ্রাই। সাইজ টা অনেক বড়ো ছিল। কেমন খেতে হবে সেটা ভাবতে ভাবতেই আমরা দুজনে অল্প করে খেয়েছিলাম। মুখে দিতেই পুরো প্রেমে পড়ে গিয়েছি। অসাধারণ খেতে ছিল। আমাদের দুজনেরই খুব পছন্দ হয়েছিল। তার সাথে সাথে আবার কয়েকটা ফ্রেঞ্চ ফ্রাই ও ওরা দিয়েছিল।
ভেটকি ফ্রাই |
---|
আমাদের অর্ডার করা প্রথম আইটেমটি খেতে খেতেই চলে এলো আমাদের মেইন কোর্সের চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানির সাথে আমার চিকেন চাপটা অতটা ভালো লাগেনা তাই অতিরিক্ত আর কিছু অর্ডার দেওয়া হয়নি। বিরিয়ানির গন্ধটাতেই আমরা বুঝে গিয়েছিলাম এখানকার খাবার গুলো অসাধারণ খেতে। মুখে দিতেই এক্সপেক্টেশন ও রিয়েলিটি মিলে গেল। অসাধারণ স্বাদ ছিল। আমি বিরিয়ানি খেতে অসম্ভব ভালোবাসি এইরকম বলবো না। তবে স্বাদ ভালো হলে আমার খেতে বেশ ভালোই লাগে। অন্যদিকে শুভায়ন বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। তাই ওর এখানকার খাবার আমার থেকেও বেশি ভালো লেগেছিল।
চিকেন বিরিয়ানি |
---|
সবশেষে আমরা নিয়ে নিয়েছিলাম আইসক্রিম। আমি আগে আইসক্রিম খেতে খুব একটা ভালবাসতাম না। তবে শুভায়ন এর সাথে মিশতে মিশতে এখন আইসক্রিম খেতে বেশ ভালো লাগে কারণ ও আইসক্রিম খেতে খুব পছন্দ করে। আমরা দুই ধরনের আইসক্রিম নিয়েছিলাম একটা ভ্যানিলা ফ্লেভারের আরেকটা চকলেট ফ্লেভারের। দুটো আইসক্রিম এই বেশ ভালো লেগেছিল।
তবে দুঃখের বিষয় হল রেস্টুরেন্টের নাম আমার কিংবা শুভায়ন এর কারোরই মনে নেই। আর আমরা কেউই ছবি তুলে রাখিনি। আর খাবার গুলোর দাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না তবে অন্যান্য রেস্টুরেন্টে যেরকম থাকে সেরকমই ছিল।
এই ভাবেই আমরা সেই দিনটা কাটিয়েছিলাম। আজ তাহলে এখানেই শেষ করছি।আগামীকাল আবার অন্য কোনো লেখা নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
Hello @pinki.chak, thank you for your contribution to our account.
0.00 SBD,
0.02 STEEM,
0.02 SP
Thank you so much.
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟