You are viewing a single comment's thread from:
RE: Incredible India monthly contest December #2|My gifts from Santa.
মানুষ এই আধুনিক যুগে এক পণ্যে পরিণত হয়েছে। তাই কোনো মানুষকে মূল্যায়ন করার সময় তার মন না আগে দেখা হয় তার ব্যাংক ব্যালেন্স কত। এমন কি নতুন সম্পর্ক স্থাপনের সময়ও দেখেছি যে মানুষটা কেমন সেই ব্যাপারে খোঁজ না নিয়ে তার টাকা পয়সার সম্বন্ধে খোঁজ নেওয়া হচ্ছে। আর আমি বোকা মানুষ, শৈশবে আমাদের শিক্ষা দেওয়া হয়েছিল যে বয়স হয়ে গেলে বাবা-মাকে দেখতে হয়। সেই দেখতে গিয়ে আমি আজ সব দিক থেকে রিক্ত এবং পরিত্যক্ত। কিন্তু তা নিয়ে আমার বিন্দুমাত্র আক্ষেপ নেই। আমার চিন্তা হয় ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে, তারা কি আদৌ মানুষ হিসেবে গড়ে উঠবে নাকি সারাটা জীবন শপিংমলের পণ্যের মতোই থেকে যাবে যার বাইরে চাকচিক্য কিন্তু ভেতরটা ফাঁপা।
Your comment has been successfully curated by @sduttaskitchen at 5%.