Better Life with Steem || The Diary Game || August 13, 2025

বন্ধুরা চলে এলাম আপনাদের কাছে আমার গতকাল সারাদিন অর্থাৎ ১৩ই আগস্টের কার্যাবলী নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।


আজকে খুব সকালে আমার ঘুম ভেঙে গেলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখি তখন ৬টাও বাজেনি। বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে নিয়ে এক কাপ চা খেতে খেতে আমি আজকের খবরের কাগজটা পড়ে নিলাম। আমার ফ্ল্যাটে রোজ সকাল ৬টার মধ্যে নিউজ পেপার দিয়ে যায়। খবরের কাগজ পড়া হয়ে গেলে আমি একটু প্রাতঃভ্রমণে বের হলাম। সকালবেলায় হাঁটতে আমার বেশ ভালোই লাগছিল।
বাড়ী ফেরার সময় আমি ১টা পাঁউরুটি কিনে নিলাম। বাড়ী ফিরে পাঁউরুটি ও ডিম দিয়ে আমি ডিম টোস্ট বানিয়ে ব্রেকফাস্ট করলাম। এরপর এক কাপ চা খেয়ে নিয়ে ল্যাপটপ অন করে আমি অনলাইনে কাজ করতে বসলাম।




দুপুর ১টা নাগাদ আমি ভাতের সাথে মুসুর ডাল সেদ্ধ বসিয়ে দিলাম। অন্যদিকে গ্যাস ওভেনে বেগুন ভাজা করে নিলাম। এগুলোই আজকে আমার লাঞ্চ আর ডিনারের মেনু। একটু পরে বোরোসিল থেকে আমাকে ৪টে মাইক্রোওয়েভ সেফ সেরামিকের বাটি ডেলিভার করে গেলো। দেখলাম ওরা খুব যত্ন নিয়ে প্যাকেজিং করেছে।
এরপর আমি স্নান করে নিয়ে লাঞ্চ করে নিলাম। আজ আর কাজের মাসীর জন্য অপেক্ষা করতে হলো না কারণ মাসী আজকে আর আগামীকাল ছুটি নিয়েছে। তারপর আমি কয়েকঘন্টার জন্য ঘুমাতে চলে গেলাম।


বিকেলবেলায় ঘুম থেকে উঠে এক কাপ চা খেয়ে নিয়ে আমি হাঁটতে বের হলাম। এদিক ওদিক কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর সন্ধ্যে হয়ে এলে আমি বাড়ী ফিরে আসলাম। এরপর সন্ধ্যে দিয়ে নিয়ে এক কাপ চা করে আমি স্টিমিটের জন্য ডেইলি ডায়েরী গেম লিখতে বসলাম।
ডেইলি ডায়েরী গেম লেখা শেষ হলে আমি স্টিমিটে পোস্ট করে দিলাম। তারপর আমি রাস্তায় গিয়ে ২০ টাকার ফুচকা কিনে খেলাম। বেশ কিছুদিন ধরে আমার ফুচকা খেতে খুব ইচ্ছে করছিল। বাড়ী ফিরে আমি আমার স্ত্রীর সাথে ফোনে কিছুক্ষণ কথা বললাম। আমি বললাম যে ১৫ই আগস্ট শুক্রবার আমি মেয়েকে দেখতে যেতে পারি। ও বললো যে ঠিক আছে চলে আসো।
স্ত্রীর সাথে কথা হয়ে যাওয়ার পর আমি খউফ ওয়েব সিরিজ দেখা শুরু করলাম। বিশাল বড়ো ওয়েব সিরিজ, সব এপিসোড মিলিয়ে ৬ ঘন্টার ওপর সময় লাগবে। একদিনে পুরোটা দেখা সম্ভব হবে না। দুটো এপিসোড দেখার পর দিদি আসলে আমি ওর সাথে কিছুক্ষণ কথা বললাম।
দিদির শ্বাশুড়ীকে পেসমেকার বসানোর পর আজকে বাড়ীতে নিয়ে এসেছে। ওনার জন্য একজন আয়া ঠিক করা হয়েছে যিনি টাইম টু টাইম ওনাকে খেতে দেবেন। যাইহোক, দিদি বাড়ী চলে গেলে আমি খাবার মাইক্রোওয়েভে গরম করে নিয়ে ডিনার করে নিলাম।
তারপর আমি আবার ওয়েব সিরিজটা দেখা শুরু করলাম। আরও দুটো এপিসোড দেখার পর ঘুম পেয়ে গেলে আমি ঘুমাতে চলে গেলাম।
তো বন্ধুরা এই ছিল আমার ১৩ই আগস্টের দিনলিপি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।

X share: https://x.com/PijushMitra/status/1956028319960281237