Better Life with Steem || The Diary Game || August 12, 2025steemCreated with Sketch.

in Incredible India13 days ago

thumb.png

বন্ধুরা চলে এলাম আপনাদের কাছে আমার গতকাল সারাদিন অর্থাৎ ১২ই আগস্টের কার্যাবলী নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।

“সকাল”

1.jpg

আজকে সকালে ঘুম থেকে উঠতে আমার বেশ দেরী হয়ে গেলো। আমার যখন ঘুম ভাংলো ঘড়ির দিকে তাকিয়ে দেখি যে সকাল ১০টা বেজে গেছে। আমি বুঝলাম যে আজও আমার রান্না করা হবে না, বউদির হোটেল থেকে খাবার কিনে খেতে হবে। যাইহোক, বিছানা ছেড়ে উঠে আমি প্রথমে ফ্রেশ হয়ে নিলাম। তারপর এক কাপ চা করে খবরের কাগজ পড়তে বসলাম। খবরের কাগজ পড়া হয়ে গেলে আমি বাজারে গিয়ে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আনলাম।

“দুপুর”

2.jpg

দুপুর ১টার পরে আমি গাঙ্গুলীবাগানে বউদির হোটেল থেকে একটা ফিশ থালি নিয়ে আসলাম। একটু পরে কাজের মাসী এসে আমায় সুসংবাদ দিল যে আগামীকাল আর পরশু মানে বুধ আর বৃহস্পতিবার ও ছুটি নেবে। এদিকে আমি আবার শুক্র আর শনিবার বাড়ী থাকবো না। আমি ঠিক করেছি যে শুক্রবার ১৫ই আগস্ট আমি শ্বশুরবাড়ীতে যাবো। তার মানে মাসী আবার আমার বাড়ীতে কাজ করতে আসবে সামনের রবিবার।

3.jpg

যাইহোক, মাসী কাজ করে চলে যাওয়ার পর আমি স্নান করে নিয়ে লাঞ্চ করতে বসলাম। আজকে আমার লাঞ্চের মেনু ছিল ভাত, মুসুর ডাল, আলুর চোখা, আলু ও সয়াবিনের তরকারী এবং কাতলা মাছের ঝোল। লাঞ্চের পর আমি ঘরে পেতে রাখা টক দই খেলাম। তারপর আমি ঘন্টাখানেকের জন্য ঘুমাতে চলে গেলাম।

“বিকেল ও সন্ধ্যে”

4.jpg

বিকেলবেলায় ঘুম থেকে উঠে হাঁটতে বের হবার সময় আমি লক্ষ্য করলাম যে তিন সপ্তাহ আগে পাশের বাড়ীতে যে ছাদ মেরামতি করেছিল তার রাবিশ তারা এখনও রাস্তার পাশ থেকে সরায়নি। এই রাবিশগুলো এরপর ড্রেন দিয়ে ঢুকে ড্রেনের মুখ আটকে দেবে আর বৃষ্টির জল বের হতে না পেরে রাস্তায় জমে যাবে। মানুষ যদি নিজে থেকে সচেতন না হয় তবে শুধুমাত্র পৌরসভাকে দোষ দিয়ে কোনো লাভ নেই।

5.jpg

6.jpg

বেশ কিছুক্ষণ হাঁটার পর সন্ধ্যে হয়ে আসলে আমি বাড়ী ফেরার পথ ধরলাম। বাড়ী ফিরে সন্ধ্যে দিয়ে নিয়ে এক কাপ চা করে আমি অনলাইনে কাজ করতে বসলাম। আজকে কাজের বেশ চাপ আছে, তাই স্টিমিটের জন্য কোনো পোস্ট লেখা হবে না।

“রাত”

রাত ৮টার পরে আমি আমার স্ত্রীকে ফোন করলাম। ও তখনও শিয়ালদহ স্টেশনে বসে আছে। ওর কাছ থেকে আমি জানতে পারলাম যে ও একটুর জন্য আগের ট্রেনটা মিস করেছে। পরের ট্রেন ৮টা ৩০ মিনিটে। স্ত্রীর সাথে কথা হয়ে যাওয়ার পর আমি আবার অনলাইনে কাজ করতে থাকলাম।

অনলাইনে কাজ শেষ হয়ে যাওয়ার পর আমি Mandala Murders ওয়েব সিরিজ দেখা শুরু করলাম। দুটো এপিসোড দেখার পর দিদি আসলে আমি ওর সাথে আধঘন্টা গল্প করলাম। দিদি বাড়ী ফিরে গেলে আমি আবার ওয়েব সিরিজটা দেখা শুরু করলাম। সব এপিসোডগুলো দেখা শেষ হলো রাত ২টোর সময়। এরপর আমি ডিনার করে নিয়ে ঘুমাতে চলে গেলাম।

তো বন্ধুরা এই ছিল আমার ১২ই আগস্টের দিনলিপি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।