Better Life with Steem || The Diary Game || August 08, 2025steemCreated with Sketch.

in Incredible India17 days ago

cover.png

বন্ধুরা চলে এলাম আপনাদের কাছে আমার গতকাল সারাদিন অর্থাৎ ৮ই আগস্টের কার্যাবলী নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।

“সকাল”

1.jpg

আজ সকাল ৭টার সময় আমি ঘুম থেকে উঠলাম। একটু পরে ময়লা সংগ্রাহক দাদা এলে আমি ওকে ১০০ টাকা দিয়ে বললাম যে আজকে আমি নতুন কমোড লাগাবো, তুমি আগামীকাল সকালে এসে পুরনো কমোডটা নিয়ে যাবে। ও চলে গেলে আমি ফ্রেশ হয়ে নিয়ে এক কাপ চা করে খবরের কাগজ পড়তে বসলাম। খবরের কাগজ পড়া হয়ে যাওয়ার পর আমি ব্রেকফাস্টে ওয়াই ওয়াই নুডলস বানিয়ে খেলাম।

তারপর প্লাম্বার আমার ফ্ল্যাটে আসলে আমি ওকে নিয়ে দোকান থেকে নতুন কমোড, সিস্টারন আর কিছু পার্টস কিনে আনলাম। এরপর প্লাম্বার কাজ করা শুরু করলো। ও প্রথমে পুরনো কমোড আর সিস্টারন খুলে ফেললো। তারপর প্লাম্বার নতুন কমোড আর সিস্টারন ইন্সটল করা শুরু করলো আর আমি তদারকী করতে লাগলাম।

১ ঘন্টার মতো সময় লাগলো নতুন কমোড লাগাতে। এরপর আমি প্লাম্বারকে দিয়ে আমার ভাড়াটিয়ার ঘরে কিছু কাজ করালাম। ও চলে গেলে আমি এক কাপ চা করে নিয়ে ল্যাপটপ অন করে অনলাইনে কাজ করতে বসলাম। আজকে আমার রান্না করার কোনো চাপ নেই। গতকালের রান্না করা বাচা মাছ আর কাঁচা আমের চাটনি আছে। তা দিয়ে আমার আজকে আর কালকে দুবেলা হয়ে যাবে। শুধু ভাত রান্না করলেই হবে।

“দুপুর”

2.jpg

3.jpg

4.jpg

দুপুর ১টা নাগাদ আমি ইন্ডাক্সনে ভাত বসিয়ে দিলাম। তারপর মাসী এসে কাজ করে দিয়ে চলে গেলে আমি স্নান করে নিয়ে লাঞ্চ করলাম। আধঘন্টা পর মিন্ত্রা থেকে আমায় ৪টে মাইক্রোওয়েভ সেফ বোরোসিলিকেটের কন্টেনার ডেলিভার করে গেলো। খুব সুন্দর দেখতে হয়েছে কন্টেনারগুলি। এগুলোতে আমি যেমন ফ্রিজে খাবার রাখতে পারবো, তেমনি ফ্রিজ থেকে সরাসরি বার করে মাইক্রোওয়েভে খাবার গরমও করতে পারবো। এয়ারটাইট কভার থাকাটা তো প্লাস পয়েন্ট। যাইহোক, এরপর আমি ঘন্টাখানেকের জন্য ঘুমাতে চলে গেলাম।

“বিকেল ও সন্ধ্যে”

5.jpg

6.jpg

বিকেলবেলায় ঘুম থেকে উঠে আজ আর আমি চা খেলাম না। আমি পোশাক পরিবর্তন করে হাঁটতে বের হলাম। ৩০-৪০ মিনিট হাঁটার পর আমি বাড়ীতে ফিরে সন্ধ্যে দিলাম। বাড়ী ফেরার সময় আমি ৪টে শিঙাড়া কিনে এনেছিলাম। আমি শিঙাড়া আর চা খেয়ে নিয়ে স্টিমিটের জন্য ডেইলি ডায়েরী গেম লিখতে বসলাম।

“রাত”

ডেইলি ডায়েরী গেম লেখা শেষ হয়ে গেলে আমি স্টিমিটে পোস্ট করে দিলাম। তারপর আমি বেশ কিছু পোস্টে আপভোট দিয়ে আমার স্ত্রীর সাথে মোবাইলে কথা বললাম। ওর আগামীকাল রাখীবন্ধনের জন্য অফিস ছুটি আছে আর রবিবার তো উইকলি অফ থাকেই। আমার মেয়ের কাছে এখন ওর মার থাকাটা বড্ড জরুরী হয়ে পড়েছে।

এরপর কিছু ইউটিউব ভিডিও দেখার পর আমার দিদি আসলে আমি জানতে পারলাম যে ওর শ্বাশুড়ীর আগামীকাল বুকে পেসমেকার বসবে। দিদি বাড়ী ফিরে গেলে আমি ডিনার করে নিয়ে ঘুমাতে চলে গেলাম।

তো বন্ধুরা এই ছিল আমার ৮ই আগস্টের দিনলিপি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।

Sort:  
 15 days ago 

Thank you for your humble support.

Loading...