You are viewing a single comment's thread from:

RE: আজীবনের জন্য শিকড়ের টান আলগা হয়ে গেলো

in Incredible India2 years ago

আসলে দিদি বাস্তবতাকে সব সময় মুখ বুজে স্বীকার করে নিতে হয়,মানুষ যখন খারাপ পরিস্থিতিতে থাকে।আপনার পরিস্থিতিটাও সেই রকম।

এতদিন বাবার অসুস্ত শরীর নিয়ে চিন্তা আর এখন আপনার টাম্মার পরলোক গমন সত্যিই হৃদয় বিদারক একটা করুণ কাহিনী।

এই অবস্থায় আপনাকে স্বান্তনা দেবার মতো কোনো ভাষা আমার জানা নেই।তারপরেও আমার এ ক্ষুদ্র মস্তিষ্কে যেটুকু জ্ঞান আছে সেখান থেকে বলছি ভেঙে পড়বেন না প্লিজ।আপনারা একটিবার হলেও আপনাদের বাবার কথা ভাবুন।

লোকটি সুস্থ হবার আগেই তার মা পরলোক গমন করলেন,মায়ের শেষ সময়টুকুতে পাশে থাকতে পারেননি, দুটি ভালে মন্দ কথা বলতে পারেনি নিজের জন্মধাত্রী মায়ের সাথে।তাহলে ভাবুন আপনার বাবার ভেতরে কি প্রবল ঝড় বয়ে যাচ্ছে।

মহান সৃষ্টিকর্তার কাছে একটাই দোয়া,আপনার ঠাম্মা যেনো ওপারে ভালো থাকে।আপনাদের পরিবারের সবার জীবন যাপনও যেন খুব শীঘ্রই সাধারণ হয়ে ওঠে।

Sort:  
 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে আমার লেখা পড়ে এতো সুন্দর মন্তব্য করার জন্য।