You are viewing a single comment's thread from:

RE: The Curation application April -2025 on behalf of the Team Professional

in Incredible India14 days ago (edited)

শ্রদ্ধেয়া অ্যাডমিন @sduttaskitchen দিদির প্রতি রইল অসংখ্য ভালবাসা ও শুভকামনা ।আপনি আবারো কিউরেটর এর জন্য আবেদন করেছেন ।স্টিমিট প্ল্যাটফর্মে কিউরেশনের ক্ষেত্রে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা আপনি সুন্দরভাবে এই পোস্টে উল্লেখ করেছেন। একজন দক্ষ কিউরেটর হওয়ার সমস্ত গুণাবলী আপনার রয়েছে।

আপনি সেই ২০২০সাল থেকে ষ্টিমিট প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছেন। আপনাদের মত দক্ষ অভিভাবক এই প্লাটফর্মের জন্য খুবই প্রয়োজন ।আশা করি আপনার সততা ও দক্ষতা পর্যালোচনা এবং বিবেচনা করে স্টিমিট কর্তৃপক্ষ আপনাদের টিমকে আবারো এই মাসের কিউরেশনের জন্য নির্বাচন করবেন ।