You are viewing a single comment's thread from:

RE: Winners announcement of February contest #2 by sduttaskitchen| Make a monthly budget of $200

in Incredible India7 days ago

শুরুতেই শ্রদ্ধেয়া এডমিন (@sduttaskitchen )ম্যামকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, এত সুন্দর একটি বাস্তব বিষয় নিয়ে প্রতিযোগিতা আয়োজন করার জন্য। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মাধ্যমে আমরা বিভিন্ন দেশের অর্থনীতি সম্পর্কে জানতে পেরেছি।

সত্যি কথা বলতে আমরা বর্তমানে বাজেট যা করিনা কেন দ্রব্যমূলের সাথে সেই বাজেটের মিল রাখতে পারছিনা। সবকিছুই আমাদের হাতের নাগালের বাহিরে চলে যাচ্ছে ।তবুও চেষ্টা করছি আমাদের সাধ্যমত সবকিছু গুছিয়ে নেওয়ার।

এই প্রতিযোগিতার বিজয়ী তালিকায় আমার নামটি প্রথম স্থানে দেখার পরে যতটা আনন্দ পেয়েছে তা ভাষায় প্রকাশ করা করতে পারছি না। অনন্যা বিজয়ীদের এবং সকল অংশগ্রহণকারীদেরকে জানাই অসংখ্য ভালবাসা ।