You are viewing a single comment's thread from:

RE: প্ল্যাটফর্ম সহ কমিউনিটির কিছু নিয়মাবলীর পুনরাবৃত্তি।

in Incredible India2 years ago

আমাদের জীবন চলার পথে অনেক বাধা আসবে ।সে সকল বাধা অতিক্রম করে এবং সততার সাথে আমাদের এগিয়ে যেতে হবে ।তবেই আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো ।তাই আমিও দিদির মতে একমত যে , কারো কথায় না ভুলে আমাদের নিজের সিদ্ধান্ত অটল থাকে হবে ।তবেই আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো।

আর এই বর্তমান সময়ে আমি দেখেছি , মানুষ মানুষের জন্য ভালো করার থেকে খারাপটাই বেশি চাচ্ছে ।কেউ কারো উন্নতি দেখতে পারছে না ।
আর সফলতা এমনিতেই আসেনা তাকে আনতে হয় সততার সাথে ।তবে সেই সফলতা অনেক দিন টিকে থাকে ।আর অসৎ পথে যদি সফল হতে চাই তবে সেই পথ আমার বেশিদিন টিকবে না মাঝপথে থেমে যাবে ।
আজকে পোস্টটি পড়ে আমি অনেক অজানা তথ্য জানতে পারলাম ।সেজন্য দিদিকে অসংখ্য ধন্যবাদ ।আপনার জন্য শুভকামনা রইল ।