মাত্র ১০০ টাকায় সৌরজগৎ ঘুরে দেখা
![]() |
---|
Hello,
Everyone,
মানুষের জীবনধারা সময় এক ভাবে প্রবাহিত হয় না। কখনো ভালো, কখনো মন্দ ,কখনো জীবন আকাশে ঘন মেঘ আবার সেই মেঘ বৃষ্টি হয়ে ঝড়ে পরে। বৃষ্টি শেষে সাত রঙের রংধনু সুখের উকি মারে ।
আমাদের মানব জীবনটার কোন কূল কিনারা খুঁজে পাচ্ছি না ।মনে হচ্ছে এই ভালো আছি আবার মনে হচ্ছে এর থেকে আরেকটু ভালো থাকতে পারতাম ।মাথা থাকলে তো মাথা ব্যথা থাকবেই আর শরীর সে তো দুদিন ভালো দুদিন হয় খারাপ।
![]() | ![]() |
---|
মাঝে মাঝে ঈশ্বর কে জিজ্ঞাসা করতে ইচ্ছে করে, ”তুমি আমাকে তৈরি করার সময় কি কমতি দিয়েছিলে, যে দুদিন ভালো থাকি আবার দুদিন অসুস্থ থাকি। আমি সবকিছু গুছিয়ে নিতে চাচ্ছি কিন্তু তুমি আমাকে পিছুটান দিচ্ছো “। বিগত দিনগুলোতে আমি এর থেকে অনেক ব্যস্ত ছিলাম , অনেক কাজও করেছি কারণ আর্মি বাবুকে অফিস নিয়ে ব্যস্ত থাকতে হয়।
সে সংসার ও সন্তানের প্রতি ততটা সময় দিতে পারেন না তাই আমাকে সন্তানের পড়াশুনো ,গান, বাসা বাজার ,আত্মীয়-স্বজন সবকিছু সামলাতে হতো ।তখন আমি এতটা অসুস্থ ছিলাম না ।কেন হঠাৎ এভাবে হলাম কিছু বুঝতে পারছিনা। প্রায় প্রতি সপ্তাহে আমাকে CMH যেতে হয়। অনেকে তো মজা করে বলে সরকারি চিকিৎসা পেয়েছে তো তাই বারবার CMH যাচ্ছ ।
![]() | ![]() |
---|
আসলে আমি তাদেরকে বলতে পারছি না আমার কতটা কষ্ট । আমি মনে করি কেউ স্বেচ্ছায় চিকিৎসকের কাছে যায় না, যখন সে সমস্যায় পড়ে তখনই সে চিকিৎসকের শরণাপন্ন হয়। সারা জীবন যখন কষ্ট করবো তখন সমস্যা থাকে না কিন্তু যখন কষ্ট শেষে একটু সুখের আলো দেখব তখনই নানা অসুখ শরীরে বাসা বাধে।
থাক ,এভাবেই চলতে হবে এই ভেবে নিজের মনকে অনেক শক্ত করি ।এখন মেয়েকে নিয়ে কোচিংএ ততটা যেতে পারছি না, কলেজেও ততটা যেতে পারছি না । আর্মি বাবু শত ব্যস্ততার মাঝেও মেয়েকে নিয়ে কলেজ এবং কোচিংএ নিয়ে যাচ্ছে ।
![]() | ![]() |
---|
অনেক দিন হলো কোথাও ঘুরতে যাওয়া হয়নি তাই আর্মি বাবু বললেন ,কোন বিনোদিন কেন্দ্র থেকে ঘুরে আসি। আমি অসুস্থ তাই দূরে যাওয়ার কথা না ভেবে বাসায় কাছে জাহাঙ্গীর গেটের একটু সামনে বিজয় সর্ণিতে “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার ” বিনোদন কেন্দ্রে ঘুরে আসি। আমরা বাসা থেকে বিকেল ৪টায় বের হই।
সবাইকে বলে রাখি , যারা ঢাকা শহরে আছেন কিংবা বিভিন্ন শহরে থেকে ঢাকা শহরে আসেন তারা যদি নভোথিয়েটারে ঘুরতে যেতে চান , অবশ্যই বুধবার যাবেন না কারণ বুধবার বন্ধ থাকে । আমরা বৃহস্পতিবার গিয়েছিলাম। শুনেছি ঈদের ছুটিতে ঢাকা শহরের বেশির ভাগ মানুষ দেশের বাড়িতে যায়। কিন্তু নভোথিয়েটার গিয়ে যা দেখলাম মনে হচ্ছে সবাই ঢাকা রয়ে গেছে ।
![]() | ![]() |
---|
এই নভোথিয়েটার শুধু বিনোদন কেন্দ্র নয় এটা একটি শিক্ষনীয় স্থান বলা যায় ।তাইতো যারা শহরে থাকেন সবাই চেষ্টা করবেন এই ছুটির দিনগুলোতে পরিবারসহ বাচ্চাদেরকে নিয়ে এখানে চলে আসার। বাচ্চারা সৌরজগৎ সম্বন্ধে অনেক কিছুই ধারণা পাবে । যেহেতু ছুটির দিন ছিল তাই প্রবেশের টিকিট কাটার অনেক বড় লাইন ছিল ।আমরা বিকেল ৪.১৫ মিনিটে লাইনে দাঁড়িয়ে সন্ধ্যা ছয়টার শো এর টিকিট পেলাম ।
এখানে বাচ্চাদের খেলার জন্য সু-ব্যবস্থা রয়েছে এবং নভোথিয়েটার প্রাচীন ধ্রুপদী ও আধুনিক স্থাপত্যের মিশ্রণ অনুসরণ করা হয়েছে। সত্যি নভোথিয়েটারে প্রবেশ করার পরে আপনার চোখ জুড়িয়ে যাবে ।এত সুন্দর ভাবে তৈরি করা হয়েছে ।নভোথিয়েটারে প্রবেশ মূল্য ৩০ টাকা এবং ৪৫ মিনিটের সৌরজগৎ সম্বন্ধে শর্ট ফিল্ম দেখানো হবে তার টিকিট মূল্য ১০০ টাকা ।এই দুটো টিকিট আপনাকে প্রবেশপথে সংগ্রহ করতে হবে।
![]() | ![]() |
---|
ভিতরে ঢুকে বিভিন্ন রংয়ের ফুল দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে তার সাথে সাথে বাচ্চাদের খেলার জন্য অনেক রাইট রয়েছে । ভিতরে ৫০ টাকা দিয়ে ১৫ মিনিটের হরর / ভুতের মুভি দেখার জন্য 5D ব্যবস্থা রয়েছে । আমরা ৫:১০ মিনিটে ভিতরে প্রবেশ করেছিলাম ,আমাদের হাতে কিছু সময় ছিল তাই চিন্তা করলাম প্রথমে আমরা 5D দেখি তারপরে আমরা সৌরজগৎ সম্বন্ধে জানতে পারবো ।
5D দেখার জন্য আপনাকে প্রবেশ করার সময় একটি হলুদ রঙের চশমা দিবে, মূলত এই চশমাটার ভিতরে কিছু একটা আছে, যা ভূতের ছবিগুলোকে একদম বাস্তব মনে হয় ।প্রথমে অবশ্যই একটু ভয় লেগেছিল ,অন্ধকার ঘরে এইভাবে ভূত একদম কাছে চলে আসে। পরে আর ভয় লাগেনি। বেশি আকর্ষণ বাড়ানোর জন্য আপনার বসার আসনটি নড়তে থাকে তাই ভয় আরও বেশি লাগে।
![]() | ![]() |
---|
যাইহোক আমরা 5D দেখার পরে আমাদের ছয়টার সময় শো শুরু হয়ে গেল । আমার টিকিট অনুযায়ী নির্দিষ্ট আসনে বসে পড়লাম ।প্রথমে লাইট অফ করে দেওয়া হলো। এক এক করে পৃথিবীর জন্ম ,সূর্যের জন্ম, মহাকাশের বিভিন্ন গ্রহ-নক্ষত্র দেখাতে শুরু করল। উন্নত দেশ গুলোর সাথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ।
![]() | ![]() |
---|---|
![]() | ![]() |
উন্নত বিশ্বের সাথে তাল মিলি বাংলাদেশ উন্নত হচ্ছে। মহাকাশযান পাঠিয়ে বাংলাদেশ নতুন নতুন আবিষ্কার করেছে ।সত্যি বলতে অনেক কিছুই জানা ছিল না আমার ,নভোথিয়েটার এসে সৌরজগৎ সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম। প্রতিটি বাবা মায়ের উচিত সন্তানদেরকে নিয়ে শিক্ষণীয় বিনোদন কেন্দ্রে অবশ্যই আসা, তারা এই বিশ্ব সম্বন্ধে জানতে পারবে।
আজ এখানেই বিদায় নিচ্ছি ।সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন ।