১৪ বছর পরে আবার সেই চেনা শহরে

in Incredible India13 days ago (edited)
Untitled design (3).png
Made by Canva

Hello,

Everyone,

আশা করি সৃষ্টিকর্তার অশেষ কৃপায় সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন ।যেদিন যায় সেদিনটি ভালো হয়ে যায় তাই না! সামনের যে দিনটা আসে সেটি হয়তোবা অনেক কঠিন হতে পারে । আবার নতুন একটি পোস্ট নিয়ে আসলাম আপনাদের মাঝে।

আমার বিগত পোস্টে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ,আমার ছোট ননদের মেয়ে প্রিয়ন্তীর বিয়ে হয়েছিল সীতাকুণ্ড ।ওর বিয়ের পোস্ট পর্যন্ত আমি আপনাদের সাথে শেয়ার করতে পেরেছিলাম । অসুস্থ থাকার কারণে আর বাকিটা শেয়ার করতে পারিনি ।তারপরেও চেষ্টা করছি পোষ্ট লেখার।

IMG_20250605_063912.jpgIMG_20250605_095428.jpg

আমার বাবা যেহেতু সরকারি ব্যাংক কর্মকর্তা ছিলেন তাই আমাদের বিভিন্ন জেলা দেখার সুযোগ হয়েছে ।বিভিন্ন জেলা সম্বন্ধে আমরা জানতে পেরেছি, সেই জেলার মানুষ সম্বন্ধে জানতে পেরেছি, তাদের সাথে নতুন বন্ধুত্ব তৈরি হতো ।আবার ,আমার হাজব্যান্ড তিনিও বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত আছেন সেই সূত্রে আমরা বিভিন্ন বিভাগে ঘুরে দেখার সুযোগ পেয়েছি ।

ভালো লাগে বিভিন্ন শহরে তিন বছরের জন্য থাকা কিংবা দুই বছরের জন্য থাকা ।সেই শহরের মানুষগুলোর সাথে পরিচিত হওয়া সব মিলিয়ে ভালোই লাগে কিন্তু যখনই অন্য বিভাগে পোস্টিং হয় তখন আবার সেই বাসা পরিবর্তন করা অনেক কষ্টের বিষয় হয় ।মানুষগুলো যখন পরিচিত হয়ে পুরানো হয় তখনই আবার তাদের ছেড়ে যেতে হয় ।

IMG_20250605_063735.jpgIMG_20250605_080230.jpg

নিজেকে নতুন একটি বিভাগ, নতুন একটি পরিবেশের সাথে মানিয়ে নিতে হয়। তেমনই একটি বিভাগ ছিল চট্টগ্রাম বিভাগ। তিনি ছিলেন আড়াই বছর আর আমি দুই বছর শহরে থাকার সুযোগ পেয়েছিলাম । পৃথিবীটা গোল তাই মনে হচ্ছে ,আবার যে এই শহরে ঘুরে ফিরে আসতে পারবো আমি তা কখনো কল্পনাও করতে পারিনি ।সেই চেনা শহরে ১৪ বছর পরে আসলাম ।

তবে আসাটা হতো না, যদি প্রিয়ন্তীর বিয়ে এখানে না হতো। আমি খাগড়াছড়ি জেলায় ছিলাম ১ বছর ।তবে আমরা যখন ছিলাম তখনকার সময় এখানে নিরাপত্তা অনেক কঠিন ছিল ।সেনাবাহিনীর কোয়ার্টারে সাধারন লোক প্রবেশ নিষেধ ছিল এবং আমরা যখন তখন বাইরে ঘুরতে যেতে পারতাম না। কারণ তখন সেখানে পরিস্থিতি ততটা স্বাভাবিক ছিলনা।তখনকার সময় চট্টগ্রাম ,খাগড়াছড়ি পোস্টিং হলে সবাই একটা আতঙ্ক ও ভয় কাজ করতো।

IMG_20250605_132732.jpgIMG_20250606_142926.jpg

তখন সাধারণ বাঙালিরা খাগড়াছড়ির কিছু কিছু এলাকায় প্রবেশ করতে পারত না কারণ সেখানে শান্তি বাহিনী নামক বিভিন্ন উগ্রবাদী থাকতো ।তারা বাঙ্গালীদের দেখলেই সরাসরি গুলি করত বা তাদেরকে অপহরণ করত। এমন অনেক শুনেছি যে, ডিউটি করা অবস্থায় অনেক সৈনিক ভাইদেরকে তারা অপহরণ করে নিয়ে গেছে ।

আমাদের সেনাবাহিনী ভাইদেরকে অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা । তারা জীবনের মায়া ত্যাগ করে দেশ রক্ষার জন্য প্রতিনিয়ত তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে ।আমার মনে পড়ে আমরা যখন আলুটিলা, মাটিরাঙ্গা বিভিন্ন দর্শনীয় এলাকা যখন ঘুরতে বের হতাম ,কখনো একটা ফ্যামিলি বাইরে যেতে পারতাম না ।আমরা চার পাঁচটা ফ্যামিলি একত্র হতাম এবং অফিস থেকে স্কট দিয়ে পুরো নিরাপত্তা দিযে আমাদেরকে ঘুরে আসতে হতো ।

IMG_20250606_142853.jpgIMG_20250606_142903.jpg

মন চাইলে বাইরে যেতে পারতাম না, নির্দিষ্ট সময় আমাদেরকে বের হওয়ার অনুমতি দিতো। অবশ্যই এই কঠিন নিয়মটা আমাদের নিরাপত্তার জন্যই করা হতো ।তবে এখনকার পরিবেশটা অনেক ভালো। ওখানে অনেক মন্দিরা আছে, তারাও বিভিন্ন দেবদেবীদের পূজা করে থাকেন। অনেক উপজাতি আছে তারা খুবই ভালো, আমাদেরকে খুবই ভালোবাসতো। ওখানকার বেশিরভাগ দোকানের বিক্রেতাই হল মহিলা। তাদের ব্যবহার অনেক ভালো ।তাদের হাতের কাজগুলো অনেক সুন্দর।

IMG_20250605_174017.jpgIMG_20250606_142546.jpg

তাদের সাথে বন্ধুত্ব হয়েছিল ।সবাই তো আর খারাপ না । মনিপুড়ি, ত্রিপুরা, চাকমা বিভিন্ন উপজাতির সাথে আমার বন্ধুত্ব হয়েছিল। কিছু কিছু দিদিদের সাথে এখনও আমার যোগাযোগ আছে। সেই স্মৃতিগুলো আবার ফিরে পেলাম এখানে বৌভাতের অনুষ্ঠানে অংশগ্রহণ করার মাধ্যমে ।পরিবারের সবাইকে নিয়ে এতদুরে আসা , বড় একটি জার্নি । অসুস্থ ছিলাম তার ভিতর এই জার্নি করে আরো ক্লান্ত হয়ে গিয়েছি।

তারপরও ভালো লাগছে পুরনো সেই চেনা শহরে আবার আসার সুযোগ পেলাম তাই এই সুযোগ আর হাতছাড়া করিনি । একপাশে পাহাড় অন্য পাশে গভীর খাদ। দেখলে খুবই ভয় লাগে কিন্তু তারপরও অন্যরকম একটা অনুভূতি কাজ করে। চট্টগ্রাম শহরটা অনেক সুন্দর, মন ছুয়ে যাওয়ার মত শহর। তবে এই শহরটিকে ভিআইপি শহর বলা হয় । এখানকার সমস্ত কিছুর মূল্য আকাশ ছোঁয়া,সে বাসা বাড়ির ভাড়া হোক কিংবা নৃত্য প্রয়োজনীয় জিনিস হোক।

IMG_20250605_225914.jpgIMG_20250605_225947.jpg

সত্যি কথা বলতে আমাদের দেশটা সত্যিই অনেক সুন্দর। জানিনা আমার এই ছোট্ট দেশটা ঘুরে দেখার সুযোগ কখনো পাবো কিনা ।এখানে বিদায় নিচ্ছি। পোষ্টে অনেক বড় হয়ে যাচ্ছে । বাকিটা পরবর্তী পোস্টে শেয়ার করব সে পর্যন্ত অবশ্যই ভালো থাকুন , সুস্থ থাকুন আর আমার জন্য অনেক অনেক প্রার্থনা করুন।

Thank You So Much For Reading My Blog📖

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...JWNUaLb1UAxtVkvpEzFvrbCpiTVHr2qys8cnVHpyrfv38wVPMc1Luya71X8AzcNNuKjF1rHwqMTUWN8r39rGXHzGTLWtLUbqpNh6DHaWG6eK2zUkgnx8ShFKdg.png

Sort:  
Loading...

CURATOR 8
Congratulations!

Your post has been supported by the TEAM FORESIGHT. We support quality posts, good comments anywhere, and any tags


1000061832.png

Curated by : @sduttaskitchen

 11 days ago 

Thank you, Ma'am. @sduttaskitchen.