অসময়ের কিছু ফুল

in Incredible India15 days ago

নমস্কার বন্ধুরা ,সকলে কেমন আছেন ?আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আবারো নতুন একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আশা করি সকলেরই ভালো লাগবে।

IMG_20250626_215724.jpg
আমার পছন্দের জারবেরা

আষাঢ় -শ্রাবণ এই দুটি মাস নিয়ে হয় বর্ষাকাল। আষাঢ় মাস পড়তেই শুরু হয়ে গেছে বর্ষা। বর্ষাকালে সমস্ত গাছপালা যেন তর-তড়িয়ে বাড়তে থাকে। যেকোনো গাছ লাগিয়ে দিলেই খুব সহজেই সেগুলো লেগে যায় । অনেকেই আবার যে কোন ফুল গাছের ডাল এই বর্ষাকালে কেটে কেটে লাগায়। আমিও এই বর্ষাকালে বাড়িতে প্রচুর ফুল গাছ লাগিয়েছি। কিছু দিন আগের পোস্টেই আমি শেয়ার করেছিলাম আপনাদের মাঝে কিছু ফুলের ছবি। আজকে বর্ষাকালীন কিছু ফুলের ছবি আপনাদের মাঝে শেয়ার করব। আসলে শুধু বর্ষাকাল বললেই ভুল হবে এখন সারা বছরই প্রায় সমস্ত ধরনের ফুল ফুটতে দেখা যায়। আজকে যে ফুলগুলো শেয়ার করব সেই ফুলগুলো সাধারণত আমি শীতকালে বেশি ফুটতে দেখি। কিন্তু এখন ফুল গাছের যত্ন নিলে সেগুলো সারা বছরই কম বেশি ফুল হয়। তবে এখন প্রত্যেকদিন যা বৃষ্টি শুরু হয়েছে। আমার বাড়ির প্রায় প্রত্যেক টি গাছ পচে গেছে। সমস্ত ফুলের কুড়ি নষ্ট হয়ে গেছে। প্রত্যেক টি ফুল গাছের বেশ ভালোই দাম নেই। গাছ গুলো নষ্ট হয়ে গেছে বলে আমার ভীষণ মন খারাপ।এত যত্ন করে ও বাঁচিয়ে রাখতে পারিনি।

IMG_20250712_163911.jpg

প্রথমেই বলি গাঁদা ফুলের কথা। ছোটবেলাতে আমাদের বাড়িতে কিংবা পাড়ার সকলের বাড়িতে সাধারণত দেখতাম শীতকাল পড়লেই গাঁদা গাছ লাগানোর যেন ধুম লেগে যেত। সকলে গাঁদা গাছ লাগিয়ে বাড়ি সাজিয়ে রাখত। অনেকে ছাদে শখ করে সারা ছাদ ভর্তি গাঁদা গাছ লাগাতো। দেখতে খুব সুন্দর লাগতো। কিন্তু এখন যেকোনো সময়তেই গাঁদা গাছ লাগালে সেই গাছে ফুল ফুটতে দেখা যায়। আমার শাশুড়ি মা কিছুদিন আগেই গ্রামের বাড়ি থেকে বেশ কয়েকটা গাঁদা গাছের ডাল দিয়ে এসেছিল। সেগুলো টবে পুঁতে দিয়েছিল। কিছুদিন সেই গাছগুলো একটু যত্ন নিতেই গাছগুলো বেশ বড় হয়ে গিয়েছে।এরপরেই দেখছি গাছ ভর্তি বেশ ফুল ফুটেছে। তবে যে রঙের ফুল ফোটার কথা ছিল একটু অন্য রঙের ফুল হয়েছে।

IMG_20250712_163855.jpg
পিটুনিয়া

তবে আর যে সকল গাঁদা ফুলের গাছ রয়েছে সেই গাছ গুলোতে গাছ ভর্তি গাঁদা ফুল ফুটে আলো হয়ে উঠেছে। তবে এই কয়েক দিনের বৃষ্টিতে প্রায় সমস্ত গাছ নষ্ট হয়ে গেছে। কোন গাছে হলুদ রঙের আবার কোন গাছে কমলা রঙের গাঁদা ফুল ফুটে আলো হয়ে ছিল। যখন গাছ ভর্তি ফুল হয় তখন ভীষণ আনন্দ হয়। এ বছরে কিছু অরগেনজা আর পিটুনিয়া ও জারবেরা ফুল গাছ লাগানো হয়েছিল। প্রত্যেকটি গাছে খুব সুন্দর ফুল ফুটেছিল এমনকি অনেক কুড়িও এসেছিল। নতুন গাছে ফুল ফুটতে দেখে ভীষণ আনন্দ হচ্ছিল। এক একটি গাছে একেক রংয়ের জারবেরা ,পিটুনিয়া ফুল ফুটেছিল। সমস্ত ফুলের ছবি আপনাদের সাথে শেয়ার করে নেব কিন্তু এই আনন্দের মাঝেই হঠাৎ করে শুরু হয় বৃষ্টি। ভেবেছিলাম দু-একদিনের বৃষ্টিতে ফুল গাছ গুলো নষ্ট হবে না।

IMG-20250624-WA0014.jpg
অরগেনজা

এই ফুলগুলো আমরা যখন বাজারে কিনতে চাই তখন 30 থেকে 40 টাকা পিস হিসাবে বিক্রি হয়। তাতে আবার এখন অফ সিজন।কিন্তু এই একনাগারে টানা ২০ থেকে ২৫ দিন বৃষ্টির পর আমার বাড়ির সমস্ত গাছ একেবারে মাটির সাথে মিশে গেছে।এই গাছের খুব যত্ন নিতে হয়।তার কোন চিহ্নই নেই। আসলে ফুল গাছগুলো মাটিতে লাগানো হয়েছিল না হলে হয়তো টবে লাগালে ঘরের ভিতরে রাখা হতো। প্রত্যেকটি ফুলের রং ভীষণ সুন্দর। আমার ভীষণ পছন্দের। আমার প্রত্যেকটি পছন্দের ফুলের ছবি আপনাদের মাঝে শেয়ার করে নিলাম।


আজ এই পর্যন্তই। আবার অন্য কোন পোস্ট নিয়ে হাজির হব আগামীকাল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।

Sort:  
Loading...
 yesterday 

আমি নিজের ব্যক্তিগত ভাবে কোন ফুল কোন সময় ভালো ফুটে থাকে এটা আমার জানা নেই তবে আপনার পোষ্টের মধ্যে অনেক কিছু বুঝতে পারলাম এবং অনেক ফুলের নামও জানতে পারলাম আপনার পোষ্টের মধ্যে যে ছবি গুলো আছে আমার কাছে অনেক সুন্দর লেগেছে ধন্যবাদ আপনাকে।