আপনি আজকে আমার ভীষণ পছন্দের একটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। ফুল আমার ভীষণ পছন্দের একটা জিনিস। তবে সব থেকে ফুলের মধ্যে ফেভারিট হল বেলি ফুল আর জুঁইফুল। আমি খুব শখ করে বাড়িতে বেলি ফুলে গাছ লাগিয়েছি। বসন্তের শেষে মাঝেমধ্যে গাছটাতে খুব বেশি না হলেও কয়েকটা ফুল ফোটে। আমি তাতেই ভীষণ খুশি হই। আসলে ফুলের রংটা যেমন সুন্দর তেমনি দেখতে আরো সুন্দর আর সব থেকে বেশি হল এর সুগন্ধ দূর্দান্ত। আমি মাথার খোপায় বেলি ফুলের মালা দিতে ভীষণ পছন্দ করি।। সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।