আমার তরফ থেকে কাকুকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়নি। এই প্লাটফর্মের মাধ্যমেই জানালাম জন্মদিনের অনেক শুভেচ্ছা। আগের বছর এই দিনটাকে খুবই মাতামাতি করেছিলাম কিন্তু এই বছরে ব্যস্তই থাকার কারণে একদমই মাথা থেকে বেরিয়ে গিয়েছিল যখন রাতের বেলায় খাবার দিতে গেছিলে তখন মনে পড়েছিল আজকে কাকুর জন্মদিন ছিল। যাইহোক পরের বছর আবার সকলে মিলে কাকুর জন্মদিন সেলিব্রেট করব। তোমার বানানো কেকগুলো খুব সুন্দর হয়েছিল।