Incredible India monthly contest of March #2| Do you acknowledge accumulating protection should be our birthright?

in Incredible Indialast month (edited)

নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আজকে আমি নতুন একটা কনটেস্টে অংশগ্রহণ করতে চলেছি. কনটেস্টে অংশগ্রহণ করতে আমার ভালোই লাগে। আজকে কনটেস্টের বিষয়বস্তুটা আমার খুবই পছন্দের ।কারণ এখনকার দিনে সকলের জীবনে নিরাপত্তা বিশেষ প্রয়োজন।

IMG20241017161106.jpg

Do you acknowledge accumulating protection should be our birthright?

নিঃসন্দেহে আমি বিশ্বাস করি সুরক্ষা সব মানুষের জন্যই দেওয়া উচিত। মানুষ জন্মের পর থেকেই প্রত্যেক মানুষের জন্য সুরক্ষা খুবই জরুরী। ২০২৫ সালের গোড়ায় দাঁড়িয়ে এখন যেন সকলের আরো বেশি করে নিরাপত্তার ভীষণ প্রয়োজন। এখনকার দিনে শুধু নারীদেরই নিরাপত্তা দেওয়া প্রয়োজন এমনটা নয়, নারীদের সাথে সাথে পুরুষদেরও নিরাপত্তার প্রয়োজন। একটা পরিবারের মধ্যে যেমন নিরাপত্তা থাকে ঠিক তেমনি বাইরের পরিবেশে খুব কঠোরভাবে নিরাপত্তার প্রয়োজন হয়। অনেক সময় এমন পরিবার রয়েছে যে কোন নিরাপত্তা না থাকার কারণে নানা রকম দুর্ঘটনা ঘটতে শোনা যায়। একটা সমাজে যখন ঠিকঠাক নিরাপত্তা থাকে ।তখন এমনি একটা সুন্দর পরিবেশে মানুষ বসবাস করতে পারবে। নিজেদের সকলকে নিরাপত্তা বজায় রাখতে হবে। আমরা যদি জন্মের পর থেকে নিজেদের পরিবারের মধ্যে দিয়ে নিরাপত্তা বড় হয়ে থাকি তাহলে আমি বড় হয়ে নিজেদের নিরাপত্তা নিয়ে আর চিন্তা করতে হবে না। কারণ আমরা বাকি জীবনটা সেই নিরাপত্তা অনুযায়ী কাটিয়ে দিতে পারব।

IMG20241017155508.jpg

Which lessons must we teach the tender generation about self-protection?

আমাদের নতুন প্রজন্মকে বিশেষ করে আত্মরক্ষার জন্য তাদের পড়াশোনা শিখিয়ে শিক্ষিত করে গড়ে তুলতে হবে ।কারণ তারা যেন তাদের বিপদের সময় নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারে । প্রথমে নিরাপত্তার মধ্যে তাদের সঠিক শিক্ষা দিতে হবে। শিশুর প্রথম শিক্ষা গ্রহণ করে তার মায়ের কাছে থেকেই। ছোটবেলা থেকেই মা-বাবাকে যেভাবে দেখে সেই ভাবেই তারা বেড়ে উঠতে থাকে। শিশুরা যখন প্রথম কথা বলতে শিখবে সেই সময় থেকেই মায়েরা নিজেদের বাচ্চাকে অচেনা অজানা মানুষের থেকে দূরে রাখার চেষ্টা করতে হবে। অনেক সময় এমনও হয় নিজের বাবার অস্বাভাবিক আচরণ ও ব্যবহারের কারণে বিশেষ করে মেয়েদের দূরে রাখতে হয়। কারণ দেশ উন্নত হলেও মানুষের চিন্তা-ভাবনা মেয়েদের প্রতি এখনো পিছিয়ে রয়েছে।

তাই মেয়েরা পড়াশোনা শিখে সর্বদাই তাদের স্বাবলম্বী হতে হবে। সবসময় নিজেদের নিরাপত্তা নিয়ে নিজেদেরকে চিন্তা ভাবনা করতে হবে। যাতে যে কোন বিপদের আশঙ্কা পেলেই নিজেদের সেখান থেকে সরিয়ে নিতে হবে কিংবা সবসময় সতর্ক থাকতে হবে। এখন উন্নত মানের যুগের নিজেদের নিরাপত্তার জন্য বহু নিয়ম-কানুন চালু করা হয়েছে। এছাড়াও মেয়েদের ছোটবেলা থেকেই ক্যারাটে শিখার ব্যবস্থাও করা হয়েছে। ছেলে কিংবা মেয়ে সকলের মধ্যে সমস্ত প্রশিক্ষণ থাকা খুবই জরুরী। যাতে যে কোন বিপদের সম্মুখীন হলে সেই বিপদ থেকে নিজেই নিজেদের নিরাপত্তা রক্ষী হিসাবে কাজ করতে পারে। নিজেরা বিপদে পড়লে প্রশাসনের নিরাপত্তা নেওয়া বিশেষ জরুরী।

IMG20241219170000.jpg

How can we protect children and women(inside and outside the home)?

শিশু এবং মহিলাদের ভিতরে এবং বাইরে দুই জায়গাতেই সুরক্ষা দেওয়ার জন্য নিজেদেরই বিশেষ কিছু পদক্ষেপ নেওয়া অবশ্যই জরুরি। আমরা পরিবারে সর্বদা যাদের সাথে বসবাস করে তাদেরও নিরাপত্তা নিয়ে জ্ঞান থাকা অবশ্যই জরুরি বলে আমি মনে করি। নিজেদের নিরাপত্তা নিয়ে জ্ঞান থাকলে সে অবশ্যই শিশু এবং তার স্ত্রীকে অবশ্যই সমস্ত বিপদ থেকে রক্ষা করার দায়িত্ব নিতে পারবে। তবে শিশু এবং মহিলা সকলকেই পরিবারের সকলের কথা মেনে চলতে হবে। এখনকার দিনে ইন্টারনেটের যুগে ফোন যতটাই ভালো আবার ততটাই খারাপ। সেইদিকেই আগে নিরাপত্তা বজায় রেখে ব্যবহার করতে হবে। এছাড়াও এখনকার দিনে অচেনা অচেনা মানুষের সাথে দূরত্ব বজায় রেখে চলতে হবে।

বিশেষ করে বাড়ির মহিলাদের অচেনা অজানা কোন পুরুষ মানুষের থেকে নিজেকে দূরে রাখতে হবে। যেমন পরিবেশ তাকে ঠিক তেমনভাবেই মানিয়ে চলতে হবে। যেখানে যে পোশাক পড়া ঠিক সেইখানে সেই পোশাক পড়েই তাকে বেরোতে হবে। এখনকার দিনে মহিলারাই সবকিছু শিকার হচ্ছে। তাই নিজেদের নিরাপত্তা বজায় রেখে নিজেদেরই রাস্তাঘাটে চলাফেরা করতে হবে। ছোট থেকেই তার শিশুকেও সেই ভাবে মানিয়ে চলার শেখানো উচিত। বাইরের জগতের সাথে বেশি জড়িয়ে পড়লে সেই বিপদ থেকে নিজেদের রক্ষা করতে হবে। আপনি যে জায়গাতে থাকবেন সেই জায়গাটা আপনাদের পক্ষে নিরাপদ কিনা সেই দিকটায় আগে নিজেদের দেখে নিতে হবে।

Do you think each country's law should be relentless regarding safeguarding children and women?

একদমই তাই প্রত্যেকটা দেশের আইন শিশু এবং মহিলাদের জন্য কঠোর হওয়া খুবই প্রয়োজন। শিশু এবং মহিলাদের জন্য যেকোনো বিপদ হলে তার থেকে রক্ষা করার জন্য আইন অবশ্যই ছুটে আসা দরকার। এমনকি আইনের লোকজন পাশে দাঁড়ানো অবশ্যই উচিত। কোন শিশু বা মহিলার সাথে কোন অন্যায় হলে তাদের সাথে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া প্রয়োজন। যাতে দ্বিতীয় বার কোন শিশু বা মহিলার সাথে সে কোন অন্যায় বা অপরাধ মূলক কোনো কাজ না করতে পারে। তবে এখনকার দিনে মহিলাদের সাথে তাদের স্বামীরা অত্যাচার ,মারধর আরো অনেক নির্মম কাণ্ড ঘটিয়ে থাকে। কিন্তু বেশিরভাগ সময় তারা কোন শাস্তি পায় না। তবে এখনকার দিনে শুধু মহিলা বললেই ভুল হবে শিশুদের ওপরেও শারীরিক অত্যাচার থেকে শুরু করে খুন করার কাণ্ড পর্যন্ত তো ঘটছে।

এখনকার দিনে শিশু মহিলা ঘরের বাইরে কিংবা ভিতরে কেউই সুরক্ষিত নয়। যত দিন যাচ্ছে ততই টিভি ফেসবুক কিংবা খবরে কাগজ খুললেই শুধু মহিলাদের অত্যাচারের ঘটনা তুলে ধরা হয়। তাই আমার মতে সারা দেশ জুড়ে আইনের সুরক্ষা খুবই প্রয়োজন।

আমি এই কনটেস্টে অংশগ্রহণ করতে আমার তিন জন বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি @isha.ish,@papiya.halder,@pinki.chak

Sort:  
 last month 

সর্বপ্রথম আপনার জন্য শুভকামনা রইল এই কনটেস্টে অংশগ্রহণ দেখে আমি সত্যি আনন্দিত আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর করে সাজিয়ে এই কনটেস্টটি অংশগ্রহণ করার জন্য।

আপনি এই প্রতিযোগিতার উত্তর গুলো অনেক সুন্দর ভাবে দিয়েছেন এবং যেখানে আপনি উল্লেখ করেছেন আপনি বিশ্বাস করেন নিরাপত্তা অবশ্যই আমাদের প্রত্যেকটি মানুষের জন্য প্রয়োজন এবং আরো উল্লেখ করেছেন নারীদের পাশাপাশি পুরুষদেরও নিরাপত্তার প্রয়োজন আছে এটা আমিও বিশ্বাস করি।

বাহিরে চলাফেরা করা খুবই কষ্টকর এবং যেকোনো জায়গায় আমাদের নিরাপত্তার অনেক প্রয়োজন যাইহোক ভালো লাগলো আপনার প্রত্যেকটি উত্তর গুলো পড়ে ভালো এবং সুস্থ থাকবেন শুভকামনা রইল আবারো আপনার জন্য।

Loading...
 last month 

প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনি প্রতিযোগিতার প্রতিটা প্রশ্নের উত্তর অসাধারণভাবে দিয়েছেন আসলে একটা শিশুর জন্মগত অধিকার হওয়া উচিত তার নিরাপত্তা সেইসাথে আপনি ঠিকই লিখেছেন একটা মেয়ে ছোটবেলা থেকে পড়াশোনা করে বড় হয়ে স্বাবলম্বী হওয়ার জন্য সেখানে তারা অবশ্যই নিরাপত্তা খুব প্রয়োজন ভালো থাকবেন।

 last month 

নতুন প্রজন্মকে আত্মরক্ষা এবং সুরক্ষা সম্পর্কে শিক্ষা দেওয়া অত্যন্ত প্রয়োজনীয়। শিশুরা যদি ছোটবেলা থেকে নিরাপত্তা সম্পর্কে সচেতন থাকে, তবে ভবিষ্যতে তাদের নিজের সুরক্ষা বজায় রাখতে অনেক সহজ হবে। এছাড়া, নারীদেরও অবশ্যই সেল্ফ ডিফেন্স এবং সচেতনতা বাড়ানো উচিত, যাতে বিপদের মুহূর্তে তারা নিজের সুরক্ষা নিশ্চিত করতে পারে।