You are viewing a single comment's thread from:
RE: একটি দিনের কথা! About a day!
আমি মনে করি, আপনার লেখা সত্যিই এক ধরনের প্রেরণার উৎস, কারণ আপনি বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে জীবনের মূল্যবোধ এবং নৈতিকতা নিয়ে যে লেখা গুলো আমাদের সাথে শেয়ার করেন, তা শুধু আমাদের মতন পাঠকদের ভাবনার জন্যই নয়, বরং তাদের দৃষ্টি চক্ষু জাগ্রত করার জন্যও কাজ করেন।
জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি আমাদের বলে, যে, প্রতিটি মুহূর্তে কিছু না কিছু শেখার রয়েছে এই জীবন থেকে!
বিশেষ করে আপনি যে ভাবে নারীদের ক্ষমতায়ন নিয়ে কথা বলেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়।
একজন নারীর পরিশ্রম এবং সততা যেকোনো চ্যালেঞ্জকে জয় করতে সক্ষম, সেটা আপনার বাস্তব জীবনের গল্পের মাধ্যমে স্পষ্টভাবেই ফুটে উঠেছেন আমাদের মাঝে। আপনার গল্পটি খুবই গভীর এবং বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে রচিত ছিল, এর জন্য আপনাকে ধন্যবাদ দিদি। ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য সব সময় শুভকামনা রইল দিদি।
Your content has been successfully curated by our team via @kouba01.
Thank you for your valuable efforts! Keep posting high-quality content for a chance to receive more support from our curation team.
Thank you @kouba01 Sir for supporting me 💕