আজকে আপনার পোস্টের হেডলাইন ছিল অপ্রীতিকর ! আমি হেডলাইনটি পড়ে একটু অনুভব করতে পারলাম। যেইটা আপনি চান না, সেটাই আপনার সাথে বারবার ঘটে। এই পৃথিবীর বুকে মানুষ চেনা বড়ই কঠিন, মানুষ অনেক বহুরূপী, এই স্বার্থপর মানুষ গুলো যখন আমাদের পাশেই থাকে। হয়তো আমরা বুঝতেই পারি না, কিছু সময়ের জন্য, একটু দেরিতে হয়ে যায়। যখন তাঁদের স্বার্থ ফুরিয়ে যায় তখন পাশ কেটে চলে যায়। তখনই তাদের সঠিক ভালবাসার বহিঃপ্রকাশ পায়।
আমি যতটুকু জানি, আমাদের সৃষ্টিকর্তা এই পৃথিবীর বুকে আঠারো হাজার মাখলুক সৃষ্টি করেছে। তার মধ্যে প্রধান হলো; মানব জাতি, সৃষ্টিকর্তা আমাদেরকে অনেক ভালোবেসে, এই পৃথিবীতে পাঠিয়েছে। এই ১৮ হাজার মাখলুকের মধ্যে শুধু মানবজাতি সৃষ্টিকর্তার সঠিক সময় কৃতজ্ঞ করে না। অপরদিকে পৃথিবীর সকল মাখলুক সৃষ্টিকর্তার কৃতজ্ঞ প্রকাশ করে প্রতিদিন। একটি উদাহরণস্বর!
পাখি সকালবেলা খালি পেটে ঘর থেকে বের হয়, সৃষ্টিকর্তার উপরে ভরসা করে। সন্ধ্যার সময় বাসায় ফিরে পেট ভরে। আর মানবজাতি শুধু বিপদে পড়লেই সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চায় ইবাদত করে, এই ছোট্ট উদাহরণ থেকেই আমরা বুঝতে পারি। যে আমাদেরকে সৃষ্টি করেছে তার সাথেই আমরা মাঝে-মাঝে বেইমানি করে থাকি। আবার এইটা সকল মানুষের ক্ষেত্রে এক হয় না। কেননা, পৃথিবীর বুকে যদি ভালো মানুষ না থাকতো। তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত অনেক আগে।
আমার কাছে মনে হয়, এই জন্যই জ্ঞানী লোকেরা বলে থাকে। শিক্ষার কোন বয়স নাই, শিক্ষা সবার কাছ থেকে নেওয়া যায়! খারাপ হোক, আর ভালো হোক। আমাদের আশেপাশে এরকম হাজারো অকৃতজ্ঞ ও স্বার্থবাদী মানুষ থাকবে সব সময়, এই জন্য সব সময় আমাদের চোখ কান খোলা রাখতে হবে। আর এই রকম মানুষের কাছ থেকে দূরে থাকাটাই উত্তম।
আপনার পোস্টের মাধ্যমে আজকে আপনি প্রতিবাদ করলেন, যা আপনার কবিতা বা পোস্ট পড়ে অনেক কিছুই উপলব্ধি করা যায়।
বড্ডো বেমানান মোর উপস্থিতি
সুবিধাবাদীদের মাঝে;
এক্ মুহূর্তেই মুখ ফিরিয়ে দেয়,
না আসলে কোনো কাজে!
আপনার উপরের, এই কথাটুকু সাথে আমি একমত পোষণ করি, কেননা সবিধাবাদীরা সব সময় স্বার্থ খোঁজে! স্বার্থ ফুরিয়ে গেলে তারা কোন কাজেই আসে না। এত সুন্দর একটি শিক্ষানীয়, প্রতিবাদী, সংলাপ, আমাদের সাথে শেয়ার করেছেন। তার জন্য আপনাকে ধন্যবাদ। ভাল থাকবেন, সুস্থ থাকবেন, আপনার জন্য সব সময় দোয়া রইল দিদি।
@mdsuhagmia, মানুষ এই পৃথিবীর বুকে বুদ্ধিজীবীর তকমা পেয়েছে বটে, তবে সবচাইতে স্বার্থপর জীবের অন্যতম কিন্তু এই মানবজাতি।
যেখানে আত্মস্বার্থ নেই ভুলেও সেখানের ছায়া মারাবে না!
আর যদি দেখে তেল দিলে নিজের লাভ তাহলে কার্পণ্য করবে না!
বাড়িতে একটি সারমেয় অনেক বেশি বিশ্বাসযোগ্য মানুষের চাইতে, মানুষের এদের থেকে শেখা উচিত বিশ্বাসের পরিভাষা কি!
প্রয়োজন পড়লে মানুষ পায়ে ধরে, আর সেই প্রয়োজন ফুরিয়ে গেলে গলা চেপে ধরতে এক মুহুর্ত বিলম্ব করে না!
সৃষ্টিকর্তায় ভয় জানিনা আসলেই এখন কতজন পান! যদি তাই হতো তাহলে এই সকল আচরণের পূর্বে একবার চিনত করতো, কারণ অভিনয় মানুষের সাথে চললেও তাঁর সাথে চলে না!
ধন্যবাদ দিদি, এত সুন্দর একটি উত্তর দেওয়ার জন্য।