Better Life With Steem || The Diary game || 8 / March / 2025
আসসালামু আলাইকুম। আশাকরছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ্ ভালো আছি। ইন্ডিয়ান বাসী, বাংলাদেশ বাসী,ও ইনক্রিডিবল ইন্ডিয়া কমিউনিটির সবাইকে জানাই, আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সবার প্রতি আমার ভালবাসা রইল।
সকাল ৯ টায় ঘুম থেকে উঠলাম। উঠার পর দেখলাম আকাশে রোদ উঠেছে। গতকাল থেকে আজকে শরীরটা একটু সুস্থ লাগছে, তাই আর চিন্তা না করেই ঘরের বিছানা, বালিশের কভার-সবগুলোই ভিজাতে দিলাম। প্রায় অনেকদিন ধরেই ঘরের কাপড়চোপড় ধুয়া হয়নি, তাই আজ সকালে একটু গরম পানি দিয়ে কাপড়গুলো ভিজিয়ে রাখলাম।
এরপর আম্মু বলল, আমাদের পাশের রুমগুলোর জন্য একটা বেসিন দিতে হবে, এর জন্য প্রায় ৫০টা ইট লাগবে। আমি বললাম, তাহলে এক ঘণ্টা পর কাজটা শুরু করি। এই বলে ঘরে ফিরে আসলাম এবং ঘরের আসবাবপত্র পরিষ্কার করতে শুরু করলাম। হঠাৎ ঘড়ির কাটার দিকে চোখ গেল দেখলাম ১১ টা বেজে গেছে। তখনই আম্মার কথা মনে পড়ল, যে পাশের বাসা থেকে ইট আনতে হবে।
পাশের বাসায় গিয়ে দেখলাম একটিও ভালো ইট নেই, সবগুলোই পুরোনো ও নষ্ট। আস্তে -আস্তে এই সব ইটগুলো আমাদের বাসায় নিয়ে আসলাম। তারপর একে-একে ইট গুলো পরিষ্কার করতে লাগলাম, কারণ সন্ধ্যায় মিস্ত্রি আসবে এবং বেসিনের চারপাশে ওয়াল করবে।
তবে, এর মাঝে শরীরটা খারাপ লাগছিল-গলা ব্যথা ও নানা জটিল সমস্যা আছি। ১০-১৫ দিন ধরে ওষুধও খাচ্ছি, কিন্তু তেমন কোনো ফল পাচ্ছি না। হয়তো ডাক্তার দেখাতে হবে। আল্লাহ জানেন কি হয়েছে।
দুপুর ৩ টার দিকে ইট পরিষ্কার করে কাপড়গুলো ধুয়ে ফেললাম, যা প্রায় এক ঘণ্টার মতো সময় নিয়েছে। তখন চারটা বেজে গেছে। গোসল করে জোহরের নামাজ পড়লাম, এবং দেখতে পেলাম আসরের নামাজও কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে।
কিছুক্ষণ পর, একটু সময় নিয়ে বাহিরে গিয়ে কবুতরের বাচ্চাগুলোর খাবার দিলাম। লক্ষ্য করলাম, বাচ্চাগুলো সত্যিই দ্রুত বেড়ে উঠছে-আলহামদুলিল্লাহ। যেকোনো বাচ্চা খুব দ্রুত বড় হয়ে যায় কিন্তু মানুষের বাচ্চা জন্মের পর থেকেই অনেক দুর্বল হয়ে থাকে আবার অপরদিকে পশু পাখির বাচ্চা জন্মের পর থেকে অনেক শক্তিশালী হয়ে উঠে সবই সৃষ্টিকর্তা মহান।
পরে আসরের নামাজ পড়ে একটু বিশ্রাম নিলাম। শরীরটা একদম ক্লান্ত হয়ে পড়ে ছিল, তাই হঠাৎ করেই ঘুমিয়ে পড়লাম। মাগরিবের আযানের সময় আম্মু ডাকাডাকি করছিলেন যে, ইফতারি খেতে হবে।
ইফতারি খাওয়ার পর, কিছুক্ষণ বিশ্রাম নিলাম। হঠাৎ ছোট বোন এসে বলল, সে তাঁর বান্ধবীর বাচ্চার জন্মদিনে যাবে এবং অনলাইনে একটি ড্রেস দেখেছে, যে ড্রেসটা আমাকে কিনে আনতে হবে।
পরে বাজারে গেলাম এবং রাজউক কমার্শিয়াল মার্কেটের বিবি শপের শোরুমে ঢুকে বাচ্চার জন্য একটি জামা কিনলাম, যার দাম পড়লো বারোশো টাকা। বাসায় এসে ছোট বোনকে জিজ্ঞাসা করলাম, এত দামি কাপড় কেন! সে বলল, তার বান্ধবী বলে, অনেক বড়লোক ব্র্যান্ডের ছাড়া তার বাচ্চারা কিছু ব্যবহার করে না, তাই এই দাম দিয়ে কিনতে হয়েছে।
আজকের এই কাপড় কেনার ঘটনা থেকে একটা বিষয় উপলব্ধি হল, পৃথিবীর অধিকাংশই মানুষ তেলের মাথায় তেল ঢালতে পছন্দ করে।
এভাবেই শেষ হলো আমার আজকের দিনটা। আমার সারাদিনের ছোট্ট গল্প দিয়ে আজকের পোস্টটি শেষ করলাম। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য দোয়া করবেন।
আল্লাহ হাফেজ।
আপনার ঘরের কাজ গুলো আপনি নিজে করেন যেটা দেখে বেশ ভালো লাগলো সেই সাথে আপনার আম্মুর কথা অনুযায়ী ইট ভাঙ্গার কাজ করছেন আসলে বর্তমান সময়ে সকাল বেলা থেকে দুপুর পর্যন্ত মোটামুটি রোদের পরিমাণ ভালোই থাকে কিন্তু পরবর্তীতে রাতে খুব কান্না করে যার কারণে গলা ব্যথা ঠান্ডা লেগেই আছে।
আপনার কবুতরের বাচ্চাগুলো অনেক বেশি সুন্দর লাগছে দেখতে অনেক ভালো লাগছে আমিও কবিতা নিয়ে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ যদি সবকিছু ঠিক রাখে তাহলে অবশ্যই আমি কবুতর থেকে বাচ্চা পাবো অসংখ্য ধন্যবাদ আপনার একটা দিনের কার্যক্রম আমাদের সাথে তুলে ধরার জন্য ভাল থাকেন।