Better Life With Steem || The Diary game || 6 / March / 2025

in Incredible India2 months ago

আসসালামু আলাইকুম। আশাকরছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ্ ভালো আছি। ইন্ডিয়ান বাসী, বাংলাদেশ বাসী,ও ইনক্রিডিবল ইন্ডিয়া কমিউনিটির সবাইকে জানাই, আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সবার প্রতি আমার ভালবাসা রইল।


সকালবেলা ঘুম থেকে উঠতেই হঠাৎ শুনি কিছু টিনের শব্দ। একটু খুলে বলি, কয়েকদিন আগে আমাদের বাসায় কিছু নির্মাণ কাজের জন্য সিমেন্ট, বালু ইত্যাদি আনা হয়েছিল। সেই দিন কাজটি শেষ করতে পারেনি মিস্ত্রি, তাই আজ সকালে সকাল ৮টার দিকে বাকি কাজগুলো করতে আবার এসে হাজির হলো।

1000012534.jpg

সেহরি খাওয়ার পর, হঠাৎট করে বিশ্রাম নিতে ঘুমিয়ে পড়লাম। কিন্তু সকাল আটটার দিকে মিস্ত্রির চেঁচামেচি আর টিনের শব্দে ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে দেখি, তারা কাজ শুরু করে দিয়েছে। আমিও তাদের সাহায্য করতে শুরু করলাম এবং বাড়ির ছোটখাটো কিছু কাজও তাদের সাথে করলাম। কাজ করতে-করতে হঠাৎ ঘড়ির কাটায় দেখতে পেলাম, সকাল সাড়ে ১১ টা বেজে গেছে। পরে একটু বিশ্রাম নেওয়ার জন্য ঘরে ঢুকে হঠাৎ ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠতেই দেখি, দুপুর ২টা বাজে!

1000012538.jpg

মাঝে-মাঝে ভাবি, কি পরিমাণ ঘুমাই আমি! আগে যখন খুব ব্যস্ততা ছিলাম তখন অনেক সকালবেলায় উঠে পড়তাম। যাই হোক, ঘুম থেকে উঠে গোসল করে যোহরের নামাজ পড়লাম, এর মধ্যেই মিস্ত্রি কাজটি শেষ করে ফেলেছে।

দুপুরে, আমার ভালোবাসার কবুতরগুলোকে খাবার দিলাম। তারপর রুমে ফিরে কিছুক্ষণ ইউটিউবে ভিডিও দেখলাম। ভিডিও দেখতে-দেখতে হঠাৎ সাড়ে ৪টা বেজে গেল। এরপর আসরের নামাজ পড়ে কিছু সময় ছাদে গেলাম। ছাদে গিয়ে গাছগুলোকে পানি দিলাম, কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। ভাগ্নি ও ভাতিজির সাথে দুষ্টামি করলাম। অনেক সময় ছাদে কাটানোর পর, মাগরিবের আযান শুনতে পেলাম। এরপর ইফতারি করলাম এবং মাগরিবের নামাজ পড়লাম।

1000012535.jpg

1000012265.jpg

1000012263.jpg

সন্ধ্যার পর, অটো রিক্সার ড্রাইভার আমাকে ফোন দিল গ্যারেজে যাওয়ার জন্য। তাকে বললাম, ইফতার করেছি, একটু বিশ্রাম নেওয়া প্রয়োজন, কারণ সারাদিন কিছু খাওয়া হয়নি হঠাৎ কিছু খেলে শরীরটা দুর্বল হয়ে যায়। ১০-১৫ মিনিট বিশ্রামের পর, সন্ধ্যায় গ্যারেজে গেলাম গাড়িটি চেক করতে। প্রতিদিন গাড়ির খোঁজখবর রাখতে হয়, আর আলহামদুলিল্লাহ, ব্যবসায় ভালো চলছে। তবে, অটো রিক্সায় ড্রাইভারের কিছু সমস্যা হচ্ছিল। কিছুদিন ধরেই ড্রাইভার বলছিল, সে যথাযথভাবে ভাড়া বা যাত্রী পাচ্ছে না এবং দৈনিক তার ইনকাম ৬০০-৭০০ টাকার মধ্যে সীমাবদ্ধ। একটু বুঝিয়ে বলি তাহলে বুঝতে অনেক সহজ হবে। আমার অটো রিক্সার জমা ৫২০ টাকা কিন্তু তিন চার দিন ধরে সে বলছে তার ইনকাম হয় ৬০০-৭০০ টাকা তারমানে আমার টাকা সে দিবে কিভাবে। পরে আমি খোঁজ খবর নিয়ে জানতে পারলাম সে নাকি প্রতিদিন ইনকাম করে ১২০০ বা ১৫০০ টাকা কিন্তু সে আমাকে মিথ্যা কথা বলে এই কয়েকদিন ধরে আমি তার কাছ থেকে ৩৫০ টাকা করে রাখছি।

1000012532.jpg

কিছু টা বুঝতে পারলাম, কি সমস্যা হলো। তাই সিদ্ধান্ত নিলাম, নতুন ড্রাইভার দরকার এবং পুরনো ড্রাইভারকে বাদ দিতে হবে।

এরপর কিছুক্ষণ পর, আমার বন্ধু আমাকে ফোন দিয়ে বলল, সে বাজারে যাবে। আমি তার সাথে বাজারে গেলাম। সে ATM থেকে টাকা উত্তোলন করবে, তাই কিছুক্ষণ তার সাথে দাঁড়িয়ে অপেক্ষা করলাম।

এই ভাবেই আজকের দিনটি পার হলো। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে তিনি আমাকে আজকের দিনটি বাঁচার সুযোগ দিয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন এবং সঠিক পথে পরিচালিত করুন।

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ!


JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yctNbUfy3Svm873NHceMEBkiU7QugfFD3RdWkWB8D5Nn71Vnqc38zTwcdMtsxGBY9bLpzWCxcXrK7yhhF5vsc2ofGXjYS.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



◦•●◉✿ধন্যবাদ সবাইকে লেখাটি পড়ার জন্য।✿◉●•◦

৬, মার্চ, ২০২৫

Sort:  
Loading...
 2 months ago 

আপনাদের বাসার মধ্যে বেশ কিছু কাজ ছিল সেগুলো মিস্ত্রি দিয়ে সম্পন্ন করে নিয়েছেন আসলে একজন অটো ড্রাইভার যদি সঠিকভাবে গাড়ি চালায় তাহলে ডেইলি পনেরশো দুই হাজার টাকা ইনকাম করা তার জন্য কোন ব্যাপার না।

কিন্তু আপনার ড্রাইভার বলছে তো আপনাকে ৫-৬০০ টাকার বেশি ইনকাম হয় না এটা একেবারেই মিথ্যা কথা আপনি পরবর্তীতে জানতে পেরেছেন বিষয়টা সেই সাথে আপনার একটা দিনের কার্যক্রম আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন।