Better Life With Steem || The Diary game || 28 / February / 2025
আসসালামু আলাইকুম। আশাকরছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ্ ভালো আছি। ইন্ডিয়ান বাসী, বাংলাদেশ বাসী,ও ইনক্রিডিবল ইন্ডিয়া কমিউনিটির সবাইকে জানাই, আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সবার প্রতি আমার ভালবাসা রইল।
আজকের দিনটি শুরু হয়েছিল সকাল ৯টায়, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করলাম। এরপর, ভালোবাসার কবুতরগুলোকে খাবার দিলাম। কিছুক্ষণ পর, আম্মু বলল, আজকে পানির টাংকি পরিষ্কার করতে হবে। আজ শুক্রবার, তাই সময় নষ্ট না করে ১০টার দিকে টাংকি পরিষ্কার করা শুরু করলাম এবং প্রায় এক ঘণ্টায় কাজটি শেষ করলাম। কিছুক্ষণ পর গোসল করলাম।
পরবর্তীতে সময়, মোবাইল ফোন হাতে নিয়ে ইউটিউবে কিছু ভিডিও দেখতে থাকি। এই সময় দেখি সাড়ে বারোটা বেজে গেছে। কিছুক্ষণ পর আযান শোনা গেল, তাই দ্রুত ওযু করে নামাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হলাম। নামাজ শেষ করে বাসা ফেরার সময় দুইটা লেবু কিনলাম ৩০ টাকা দিয়ে, (লেবুর দাম অনেক বেশি যা সাধারণ মানুষের সাধ্যের নাগালে ) ১ লিটারের মোজো ড্রিঙ্ক কিনলাম ৬০ টাকা দিয়ে। বাসায় ফিরে দুপুরের খাবার খেয়ে একটু বিশ্রাম নিলাম।
এদিকে, আব্বু বললেন যে তিনি বাজারে যাবেন। কারণ, রোজা শুরুর আগেই পুরো এক মাসের বাজার সেরে ফেলতে হবে। আমরা সাধারণত ২-৩ দিন পরপর বাজার করি, কিন্তু রোজা রেখে বাজারে যাওয়ার সুযোগ থাকে না, বা অনেক কষ্টের বিষয়, তাই একসাথে এক মাসের বাজার করতে হবে।
দুপুর সাড়ে তিনটার দিকে আমরা বাজারের উদ্দেশ্যে বাসা থেকে বের হলাম। পাইকারি দোকানে গিয়ে ১০ কেজি মিলবেটা দুধ, ৫ কেজি চিনি, ২ কেজি খেজুর, ৩ কেজি মুসুরির ডাল, ২ কেজি বুটের ডাল সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনলাম। ইফতারি তৈরির জন্য বেসন, শরবত তৈরির জন্য রুআপজা, মাছ, মাংস, ইত্যাদি এবং কিছু পোলার চালও কিনলাম ।
অনেক পরিমাণ বাজার হয়ে গেল। পরে, আব্বু ও আমি অটো রিক্সা ঠিক করে বিকাল সাড়ে চারটার দিকে বাসায় ফিরে আসলাম। বাসায় এসে দেখলাম, আমার বোন তেলের পিঠা বানাচ্ছে। আমরা সবাই মিলে বিকাল বেলায় তেলের পিঠা খেলাম। এরপর, বাজারের সব জিনিস ফ্রিজে রাখার জন্য ভাই-বোন মিলে ফ্রিজটি পরিষ্কার করলাম এবং ফ্রিজে সব কিছু রাখলাম, এই সব কাজ করতে-করতে একদম সন্ধ্যা হয়ে গেল।
সন্ধ্যায়, আমি কম্পিউটারটি খুলে ডিজিটাল মার্কেটিংয়ের ক্লাসগুলো শুরু করলাম এবং প্র্যাকটিস করতে থাকলাম। বেশ কিছু সময় ধরে প্র্যাকটিস করার পর, হঠাৎ আমার অটো গাড়ির ড্রাইভারের ফোন এল। তিনি আমাকে গ্যারেজে আসার জন্য বললেন। গ্যারেজে গিয়ে শুনলাম, গ্যারেজ মালিক বিদ্যুতের দাম বাড়িয়ে ১৬ টাকা ইউনিট ধার্য করেছেন। তবে, আমি মালিকের সঙ্গে কথা বলে ১৫ টাকা ৫০ পয়সা ইউনিটে ফিক্সড করলাম। কিছু সময় চায়ের দোকানে আড্ডা দিয়ে রাত ৯টার দিকে বাসায় ফিরে এলাম।
আজকের দিনটি ছিল ক্লান্তিকর, তবে আল্লাহর কাছে শুকরিয়া যে আবারো নতুন একটি দিন বেঁচে থাকার সুযোগ পেলাম। যদি কোথাও ভুলত্রুটি হয়ে থাকে, সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ!
রোজা এসে গিয়েছে,প্রত্যেকটা পরিবারেই আনন্দ উৎসব শুরু হয়ে গিয়েছে। আর তাই প্রত্যেকটা পরিবারে রোজার বাজার শুরু হয়ে গিয়েছে আপনাদের মত গতকাল রাতেও আমার হাজবেন্ড রোজার ভাজা করে নিয়ে এসেছিল, এবং তার মুখেও শুনছিলাম লেবুর দাম নাকি অনেক বেড়ে গিয়েছে।।
লাউ গাছের ফুল দেখতে বেশ চমৎকার। আশা করছি লাউ গুলো খুব সুন্দর হবে দেখতে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। এই রোজা রমজানের দিনে, মানুষ একটু লেবুর শরবত খাবে তাও দাম বেড়ে গেল।
আপনার একটি দিনের কার্যক্রম আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ,, শুক্রবারটা প্রত্যেকটি মানুষের জন্য একটি স্পেশাল দিন হয়ে থাকে,, কারণ এই দিনটা সবাই তার নিজের বাড়িতে পার করে,, যাইহোক এটা জানতে পেরে ভালো লাগলো যে আপনি আপনার মায়ের কথা শুনে পানির ট্যাংকি পরিষ্কার করতে চলে গিয়েছেন,, এবং তার পাশাপাশি আজান শুনে নামাজ আদায় করেছেন এটা আমাদের প্রত্যেকটি মুসলিমদের জন্য সত্যি একটি বড় অনুপ্রেরণা।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।