Better Life With Steem || The Diary game || 17 / January / 2025
আসসালামু আলাইকুম। আশাকরছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ্ ভালো আছি। ইন্ডিয়ান বাসী, বাংলাদেশ বাসী,ও ইনক্রিডিবল ইন্ডিয়া কমিউনিটির সবাইকে জানাই, আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সবার প্রতি আমার ভালবাসা রইল।
আজকে সকাল ঘুম থেকে উঠলাম সাড়ে আটটার দিকে। ওঠার পর ফ্রেশ হয়ে নিলাম, নাস্তা করলাম। গতকাল রাত থেকেই মোবাইল ফোনে টাকা ছিল না! খুব প্রয়োজন ছিল একজনকে ফোন দেওয়ার । তাই বাইরে গেলাম মোবাইল ফোনের রিচার্জ করার জন্য, দোকানে যেয়ে দেখি তাদের কাছে টেলিটকের রিচার্জ নাই! কেননা টেলিটকের রিচার্জ কিছু নির্দিষ্ট দোকানদার করে থাকে, আমাদের এলাকায় । আর এমনিতে আমারও বিকাশে টাকা ছিল না। তাই রিচার্জ করতে পারি নাই, পরে চিন্তা করলাম বাজারে যেতে হবে। বাজারে গিয়ে সিমে রিচার্জ করে বাসায় চলে আসলাম।
আম্মার আজকে রিপোর্ট দেওয়ার কথা। আর রিপোর্ট দেখানোর জন্য ডাক্তারের সিরিয়াল দিতে হবে। পরে ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট এর কাছে সিরিয়াল দেওয়ার জন্য ফোন দিলাম। আম্মার সিরিয়াল দিলাম। সন্ধ্যার সময় ডাক্তার আসবে, তখন ডাক্তার দেখাতে হবে। তারপর সঙ্গে-সঙ্গে বাসার থেকে ধানমন্ডিতে চলে গেলাম রিপোর্ট আনার জন্য। এবং রিপোর্ট হাতে পাওয়ার পর বাসায় ফিরলাম ১২.৩০ দিকে! শীতের দিন এমনিতেও শরীরটা ভালো না!
তার উপরে আবার আমার গলা ব্যথা কয়েকদিন ধরে। তাড়াতাড়ি গোসলটা করলাম। গোসল শেষ করে নামাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হইলাম! সাথে আমার ভাগিনি সুমাইয়া কান্নাকাটি করছে মসজিদে যাবে। পরে মামা ভাগ্নি মিলে নামাজ শেষ করে বাসায় আসলাম! দুপুরের খাবার খেলাম পরে এক ঘন্টা রেস্ট নিলাম, দেখলাম বিকাল হয়ে গেছে। এখন আবার আম্মাকে নিয়ে উত্তরা যেতে হবে ডাক্তার দেখানোর জন্য। আল্লাহ-আল্লাহ করছি, যে রিপোর্টে কি আসে, কে জানে, মা কে বললাম, তুমি কোন টেনশন কইরো না! যা হবে আমাদের ভালোর জন্যই হবে।
পপুলার ডায়াগনস্টিকে যেয়ে দেখি, আজকের মানুষের অনেক সমাগম কেননা আজ শুক্রবার। এবং আমাদের সিরিয়াল ছিল ৭ নাম্বারে। ডাক্তারের চেম্বারে বসে ছিলাম প্রায় এক ঘণ্টার মতো! আজকের সময় মত ডাক্তার আসে নাই, তাই একটু লেট হচ্ছে। এক ঘন্টা পরে ডাক্তার চলে আসলো, ডাক্তার আমাদের রিপোর্ট দেখে বলল, সব কিছুই ঠিক আছে শুধু কিডনিতে
০.১% একটু সমস্যা আছে, এই সমস্যাটা ওষুধের ধারায় ঠিক হয়ে যাবে। পরে ডাক্তার প্রেসক্রিপশনে প্রায় অনেকগুলি ওষুধ দিল। কিন্তু আমাদের যে সমস্যা নিয়ে, আমরা ডাক্তারের কাছে গিয়েছিলাম। আমাদের সমস্যার সমাধান হয়নি।
আম্মার ইউরিনের ইনফেকশন হয়েছিল। অনেক জ্বালাপোড়া করে, আমরা আগে একটা গাইনি বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়েছি! সে বলল হয়তো বা আপনার আম্মার কিডনিতে সমস্যা হতে পারে। এর জন্যই ইউরিন জ্বালাপোড়া করে। কিন্তু কিডনির কোন সমস্যাই পেল না ডাক্তার, আল্লাহ জানে কি হয়। ডাক্তার আমাদেরকে বলল ১০ দিনের ওষুধ দিয়েছি, ওষুধগুলো খেয়ে যদি ফলাফল ভালো না হয়।
তাহলে আবার আরও কিছু টেস্ট গুলো করাতে হবে।
এইতো আজকে সারাটা দিন এভাবে শেষ হলো আমার। আমার যদি কোন প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে! তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
শুনে খুবই খারাপ লাগলো আপনার মা অসুস্থ, যদিও আগেও শুনেছি আপনি অনেক দৌড়াদৌড়ি করছেন, আজকে আমার নানারাও কিডনির সমস্যার জন্য টেস্ট করলাম, উনার আশঙ্কা কিডনিতে সমস্যা হতে পারে, এখন দেখি রিপোর্ট দেখলে পরবর্তীতে বোঝা যাবে।
আপনার নানার জন্য দোয়া রইল! ইনশাল্লাহ ভালো কিছুই রিপোর্টে আসবে। এত সুন্দর একটি মন্তব্য করার জন্য, আপনাকে ধন্যবাদ।
আপনার দিনটি বেশ ব্যস্ততায় কাটলেও, আল্লাহর রহমতে সব কিছু শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। আপনার মায়ের সুস্থতার জন্য যে যত্ন ও উদ্বেগ আপনি দেখিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। ডাক্তারের দেয়া প্রেসক্রিপশন অনুসরণ করে আশা করা যায়, মায়ের সমস্যা দ্রুত সমাধান হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে সুস্থ রাখুন, এবং আপনার মা দ্রুত সুস্থ হয়ে উঠুক। আপনার আন্তরিকতা এবং পরিবারের প্রতি আপনার ভালোবাসা দেখে সত্যিই ভালো লাগলো। ভালো থাকবেন।
আমার পোস্টটি সম্পূর্ণভাবে করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার পরিবারের জন্য দোয়া রইল!ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
শীতের দিনের সময় টা একটু তাড়াতাড়ি কেটে যায় তবে আমরা চেষ্টা করি সেটাকে সঠিকভাবে কাজে লাগানোর যেমনটা আপনি করেছেন আপনার মাকে ডাক্তার দেখানোর জন্য আগে থেকেই সিরিয়াল দিয়ে রেখেছেন এর পরে আবার আপনার ভাগ্নিকে নিয়ে নামাজ পড়তে চলে গেছেন। দুপুরের খাবার খাওয়ার পরে আসলে একটু ঘুম বা একটু রেস্ট আমাদের প্রত্যেকেরই প্রয়োজন বিকেলবেলা আপনার মাকে নিয়ে ডাক্তারের কাছে গেছেন আরো কিছু পরীক্ষা করাতে হবে যেটা আপনার পোস্ট এর মাধ্যমে জানতে পারলাম অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন।
ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।