You are viewing a single comment's thread from:

RE: Mystery behind the double murder-Conclusion! যুগ্ম হত্যার রহস্যের সমাধান!

in Incredible India2 months ago

সত্য কখনো মিথ্যার কাছে নত জন হয় না। সত্য একদিন প্রকাশ পাই সেই দিন মহাপ্রলয় ঘটে যায়। কথায় আছে চোরের দশ দিন আর গিরিস্তর একদিন। আমার প্রশ্ন অধিকাংশ সৎ মা কেন তার সতীনের ছেলেকে অথবা মেয়েকে দেখতে পারেনা। যারা ছেলে মেয়ের জন্য অন্যায় কাজে জড়িয়ে যায় তারা কি মৃত্যুর পরে দেখতে পাই তাদের ছেলেমেয়ে কেমন আছে?

এর আগেও আপনার একটি গল্প পড়েছিলাম আপনার গল্প গুলো পড়তে একটু সময় লাগে তবে এর ভেতরে মজা আছে শিক্ষানীয় অনেক বিষয় লুকিয়ে থাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ খুবই ভালো একটি গল্প আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ভালো থাকবেন।

Sort:  

1000432635.gif

 2 months ago 

@memamun sir, thank you so much for supporting me ❤️