You are viewing a single comment's thread from:

RE: পুজোর দিনের খাওয়া দাওয়া

in Incredible India3 months ago

মা-বাবার কাছে সন্তান কখনোই বড় হয় না মা বাবা আছে বলেই তো খোঁজ নিচ্ছে ।হয়তোবা এখন বিরক্ত হচ্ছেন বারবার ফোন করছে বলে। আপনার বন্ধুরা হাসাহাসি করছে কারণ ছোটবেলায় যেমনটা করত এখনো ঠিক তেমনটাই করে এই কথা ভেবে।

কিন্তু একটা সময় এই কথাগুলো আপনার খুবই মনে পড়বে এবং তখন আফসোস করবেন। সেই সময়টার কথা আমি উল্লেখ করলাম না আপনি বুঝে নেন। মা-বাবা থেকে দীর্ঘদিন ধরে আছি মায়ের কাছে দুইদিন ফোন দিতে দেরি হলে মা বলে কতদিন আমার সাথে কথা বলিস না। এমনটা করিস কেন প্রতিদিন কথা বলবি।

যাইহোক ভালই লাগলো আপনার আনন্দময় মুহূর্তগুলো পড়তে।