Safety day & fire drill (Second episode)

in Incredible India5 days ago (edited)

অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

শুভ সকাল

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমার নাম মোঃ শাহিন আপনাদের সাথে যুক্ত রয়েছি মালয়েশিয়া থেকে।‌ প্রথম পর্বে আমি উল্লেখ করেছিলাম পানি দিয়ে কিভাবে আগুন নিভাতে হয় আর দ্বিতীয় পর্যায়ে আমি উল্লেখ করব কেমিক্যাল দিয়ে কিভাবে খুব সহজেই আগুন নিভাতে হয়।।

IMG_20241121_164334.jpg

সাধারণত আমরা আগুন নিভাতে কোন কেমিক্যেল গুলো ব্যবহার করে থাকি , ( ১) a.b.c পাউডার দ্বিতীয়ত co2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড গ্যাস। এই দুইটার আবার ভিন্ন ভিন্ন কাজে ব্যবহার করতে হয় যেমন কাঠের আগুন ও কারেন্টের আগুন।এখন আমি সেগুলোর বিস্তারিত আলোচনা করব।

IMG_20241121_164647.jpg

এবিসি পাউডার মূলত এক ধরনের চুনা গুড়ার মতো এটা তখন ব্যবহার করতে হয় যখন কাঠে অথবা ঘরে আগুন লাগে অর্থাৎ ইলেকট্রনিক ডিভাইস ছাড়া আর যে কোন জায়গায় আগুন লাগলে abc পাউডার দিয়ে খুব সহজেই আমরা আগুন নিভাতে পারব।

IMG_20241121_143908.jpg

Co2 অর্থাৎ কার্পন ডাই অক্সাইড গ্যাস কি? কার্বন ডাই অক্সাইড মূলত লিকুই ক এটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা । এক সেকেন্ডে যেকোনো জিনিস আইস করা সম্ভব co2 কার্বন ডাই অক্সাইড করে। এটা মূলত ইলেকট্রিক্যাল ফায়ারে ব্যবহার করতে হয়। যেমন হঠাৎ লাইনের লুস কালেকশন পেলে সেখান থেকে আগুন ধরে যায় আর এই আগুন নিভানোর জন্য co2 গ্যাস ব্যবহার করতে হয়। মনে রাখবেন এখানে এবিসি পাউডারের কোন কার্যকর হবে না । যতক্ষণ না পর্যন্ত আপনি কার্বন ডাই অক্সাইড গ্যাস ব্যবহার করছেন । আবার যদি কাঠে আগুন ধরে তাহলে কিন্তু কার্বন ডাই অক্সাইড কোনো কাজ হবে না দুইটার ভিন্ন ভিন্ন কার্যক্ষমতা।

IMG_20241121_164526.jpg

বাড়িতে আমার মা বোনেরা সব সময় আগুন দিয়ে রান্না করে আগুন ছাড়া কোন রান্নাই মজাদার হয় না । এক কথায় বলা চলে আগুনের সাথে প্রায় দেখা হয় আমার মা বোনেদের ‌। আগুন দেখতে যতটাই ভদ্র স্বভাবের ততটাই ভয়ঙ্কর যদি তার আসল রূপ প্রকাশ করে। মানে আমি এটা বোঝাতে চাচ্ছি চুলার আগুন থেকে যখন ওই আগুন ঘরে লেগে যায় তখন বোঝা যায় আগুনের আসল রূপ।

IMG_20241121_164355.jpg

আধুনিক এই যুগে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে রান্না করার ডিভাইস গুলো অনেক উন্নত হয়েছে ।‌‌ এখন প্রায় প্রতিটা বাড়িতে বাড়িতেই রান্নার কাজে গ্যাস ব্যবহার করে হয়। শুধু এটা নয় বাজারে এখন বিভিন্ন রকম গ্যাসের চুলাও পাওয়া যায় ।‌‌যেমন গ্যাসের পাইপ যদি লিক হয় তাহলে অটোমেটিক গ্যাস আসা বন্ধ হয়ে যায়। এসব ডিভাইস গুলো অনেক ভালো তবে মাঝেমধ্যে দুর্ঘটনাও অনেক দেখা যায়।

IMG_20241121_164500.jpg

তাই যদি আমরা সচেতন হই তাহলে দুর্ঘটনা থেকে তৎক্ষণিক মুক্তি পেতে পারি যেমন রান্না করতে করতে যদি হঠাৎ আগুন ধরে যায় তাহলে ভয় না পেয়ে ভেজা একটি কাপড় দিয়ে যে জায়গাটা আগুন ধরেছে ঠিক সেই জায়গাটা আবদ্ধ করে ফেলি। এমনভাবে বন্ধ করতে হবে যাতে করে অক্সিজেন ভেতরে না পরিবেশ করতে পারে। আমরা অনেকেই জানি অক্সিজেন ছাড়া আগুন জলে না। এটা হল একটা উপস্থিত উপায়। গ্যাসের পাইপে আগুন ধরে গেলে আপনি যতই তাতে পানি ঢালেন সেটা কখনোই নিভবে না ।

IMG_20241121_171046.jpg

যদি আমরা এমন সময় ভয় পাই তাহলে সামান্য এই আগুন থেকে সমস্ত ঘর ছড়িয়ে যাবে । তখন নিমিষেই আপনার চোখের সামনে সমস্ত কিছু পুড়ে ধ্বংস হয়ে যাবে। আমরা অধিকাংশ সময় দেখেছি যে ফায়ার সার্ভিস তখনই আসে যখন আগুনে তীব্রতা অনেকটাই কমে যায়। কেননা ফায়ার সার্ভিস আসতে হতো প্রায়ই আধা ঘন্টা এক ঘন্টা সময় লেগে যায়।

ইনশাল্লাহ শেষ পর্বে abc পাউডারের ও co2 গ্যাসের ব্যবহারবিধি সম্পর্কে উপস্থাপনা করব তারপর ওইদিনের শেষ কার্যক্রম গুলো আপনাদের কাছে তুলে ধরব আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।

Sort:  
Loading...
 4 days ago 

Thank you so much for supporting me.