ফিরে দেখা অ্যালবামে থাকা পুরাতন কিছু ফুলের ফটোগ্রাফি শেষ পর্ব ।

in Incredible Indiayesterday
হ্যালো আমার প্রিয় বন্ধুরা,

শুভ সকাল

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমার নাম মোঃ শাহিন আপনাদের সাথে যুক্ত রয়েছি মালয়েশিয়া থেকে। বন্ধুরা তিনদিন পর আপনাদের মাঝে আবারও উপস্থিত হতে পেরে নিজের কাছে অনেক ভালো লাগা কাজ করছে। যাইহোক আমার ফোনের ফোনের গ্যালারিতে ৬ থেকে ৭ মাসের ছবিও রয়েছে তবে সেগুলো আমি তুলে ধরেছি না শুধুমাত্র এক বছর আগে এর পুরাতন ছবিগুলোই তুলে ধরছি।

IMG_20241007_074759.jpg

সাদা জবা ফুল সাধারণত সব জায়গায় দেখা মেলে না আমি অনেক ফটোগ্রাফি করছি অনেক ঘোরাঘুরি করছি । তবে শুধুমাত্র একটি জায়গায় আমি এই সাদা জবা ফুল গাছের দেখা পেয়েছি। এই গাছটি মূলত দেখতে পেয়েছিলাম বিকেলে ঘুরতে গিয়ে একটি বাড়ির সামনে লাগানো ছিল আর সেখান থেকেই এই ছবিগুলো সংগ্রহ করেছি ছোট্ট একটি গাছে কয়েকটি মাত্র ফুল ধরেছিল।

IMG_20230928_082607.jpg

সাদা জবা

জবা ফুল সাধারণত বিভিন্ন রঙ্গের হয়ে থাকে তবে খুব একটা বেশি দেখা মেলে না সাদাগুলো । এই ফুলের ছবি আমি কালেকশন করেছিলাম ২০২৩ সালের ২৮ সেপ্টেম্বর অর্থাৎ এক বছর নয় দিন আমার এলবামে রয়েছে এই ছবিটা।

IMG_20231119_153239.jpg

শাপলা ফুল

বাংলাদেশের জাতীয় ফুল হল শাপলা। আর এখন এই সময়টাই খুব বেশি দেখা যায় এই শাপলা ফুল। তবে মালয়েশিয়াতে এর দেখা একেবারে যায় না বললেই ভুল হবে কিছু কিছু জায়গায় এই শাপলা ফুল দেখা মেলে তবে এটা খুবই কম। এই ছবিটা আমি এখান থেকে এক বছর আগে সংগ্রহ করছি আমার এক বন্ধুর বাসায় ঘুরতে গিয়েছিলাম তখন।

আমার সেই বন্ধুর বাসার সামনেই এই শাপলা ফুল গাছ লাগানো ছিল শাপলা ফুল পানি ছাড়া বাঁচেনা তাই সে ড্রেন করে তার ভিতরে পানি দিয়ে এই ভুলগুলো খুব যত্নের সাথেই বড় করছে এর পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এগুলো অরজিনাল ফুল না এগুলো নকল ফুল কাগজের তৈরি তবে শাপলা ফুলটা অরজিনাল।

IMG_20230928_085322.jpg

সূর্যমুখী ফুল

সৌন্দর্য ভরপুর হলো সূর্যমুখী ফুল এর ফুলগুলো দেখতে যেমন সুন্দর তেমনি আকারে অনেক বড় হয়। এই ফুলগুলো বেশি অংশ কৃষক চাষ করে সূর্যমুখীর বীজ তৈরি করার জন্য তবে অনেক বাড়িতেই এই ফুলগুলো লাগিয়ে থাকে বাড়ি সৌন্দর্য বৃদ্ধি করার জন্য।

আপনারা অনেকেই জানেন সূর্যমুখীর বীজ থেকে সূর্যমুখী তেল তৈরি করা হয় যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার। বাজারে সূর্যমুখী তেলের দাম সব সময় বেশি থাকে ।এছাড়াও এই সূর্যমুখীর বীজ ভেজেও খাওয়া যায়। সবচেয়ে বড় কথা হল সূর্যমুখী ফুল যখন ফোটে তখন থেকে শুরু করে শেষ পর্যন্ত সূর্য যেদিকেই ঘরে এই ফুলের মুখ সেদিকে ঘুরতে থাকে।

IMG_20230928_085330.jpg

নাম অজানা ফুল

সূর্যমুখীর পরে আমি যে ছবিটা আপনার কাছে শেয়ার করছি এর নাম আমি জানিনা তবে এই গাছগুলো অনেকটাই হলুদ গাছের মতো দেখতে। এর ফুল গুলো লাল বর্ণের সূর্যমুখী ফুলের যেদিন ফটোগ্রাফি করছি ওই একই দিন এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম। এগুলো মূলত একটি নার্সারি থেকেই ছবি উঠানো।

IMG_20230812_081010.jpg

অলকানন্দ ফুল

আমাদের চারপাশের অনেক মানুষ রয়েছে খুবই চুপচাপ তবে কর্মের ভেতর দিয়ে তারা নিজেদের পরিচয় প্রসার করতে থাকে ঠিক তেমনি এই জগতে অনেক ফুল রয়েছে যাদের ঘ্রান নাই তবুও মানুষের মনে জায়গা করে নাই তাদের সৌন্দর্যের কারণে।

অলকানন্দ ফুলের সৌন্দর্যের কারণেই মৌমাছিরা তার মধু সংগ্রহ করতে কাছে যাই আর এভাবেই তাদের বংশবিস্তার হতে থাকে পৃথিবীতে যে শুধু ঘ্রান দিয়ে এই আকৃষ্ট করা যায় এটা কিন্তু না সুন্দর যদিও অন্যদেরকে আকৃষ্ট করা যায়।

তো বন্ধুরা আমার ফোনের গ্যালারিতে থাকা এক বছর ও দুই বছরের অধিক কিছু ছবি আপনাদের কাছে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো আছে কোন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি। আল্লাহ সবার মঙ্গল করুন।

Sort:  
 yesterday (edited)

আপনার পোস্ট টি খুব ভালো লাগলো। ফুল আমরা কে না পছন্দ করি। আর সকাল সকাল সুন্দর ফুলের পোস্ট দেখলে মনটা সত্যিই খুব ভালো হয়ে যায়। আর শুধু তো ফুলের সৌন্দর্য্য নয়, তাদের সম্পর্কেও আপনি অনেক ইনফরমেশন আমাদের সামনে উপস্থাপন করেছেন।

Loading...

Your photography is outstanding @mdsahin111 , I also like capturing nature that's why your post attracted me. 👍