সত্যি কথা বলতে আপু কল্পনার জগত থেকে, আমাদের বাস্তব জীবনটা বড্ড কঠিন,,নিজেদের মত করে চাইলেও সবকিছু পাওয়া যায় না,, আর যখন পেয়ে ও হারিয়ে ফেলি তখন বড্ড কষ্ট হয়।
জীবনে চলার পথে অনেক বাধা অনেক প্রতিকূলতা পার হয়ে নিজেকে মানিয়ে নিতে হয়,, আর মানিয়ে নিতে পারলেই সবার কাছে ভালো থাকা যায়। আমি আপনার জন্য প্রার্থনা করি, যেন আপনার জীবনে আবারো ওই রঙিন দিনগুলো ফিরে পান আর যতদিন গ্রামে থাকবেন , নিজের মনকে রঙিনভাবে গুছিয়ে নেবেন ,,কারণ নিজে ভালো রাখাটা একমাত্র নিজে ছাড়া আর কেউ বুঝবে না,, তাই নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেরই নিতে হয়।।