You are viewing a single comment's thread from:

RE: দিন দিন নিজেকে অনেক পরিবর্তন মনে হচ্ছে।

in Incredible India2 months ago

আপনার পোস্টটা আমি খুব মন দিয়ে পড়লাম খুব যে ভালো লেগেছে তা না খানিকটা আপনার সাথে সাথে আঘাত লেগেছে আমার,ও।আমরা যখন খুব বেশি আঘাত পাই,তখন আমরা ওই আঘাতের যন্ত্রণা সইতে পারি না।

নিজেকে খুব একাকীত্ব তার মাঝখান দিয়ে নিয়ে যায়,,আর নিজেকে কখনো একা রাখা ঠিক না এতে একটা মানসিক চাপ অনেক বেশি প্রভাব ফেলে নিজের উপরে। যেটা আমাদের জীবন চলার পথে খুব খারাপ ভাবে প্রভাব ফেলে,

ধীরে ধীরে আমরা নিজেকে এত বেশি পরিবর্তন করে ফেলি খিটখিটে মেজাজে হয়ে যায় , তবে আমার মনে হয় এরকম পরিস্থিতি থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে জীবনে বেঁচে থাকতে হলে প্রতিটা নিহত নিজের সাথে লড়াই করে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে।

পরিশেষে এটাই বলবো,জীবনে যত খারাপ পরিস্থিতি আসুক না কখনো কখনো ধৈর্য হারাবেন না, পরিবার বা কাছের মানুষ যতই খারাপ হোক না কেন সব সময় সাথে থাকার চেষ্টা করবেন। এবং বিশেষ করে নিজের দুঃখগুলো অন্য সাথে শেয়ার করবেন,এতে করে কিছুটা হলো নিজেকে হালকা করতে পারবেন।

কারণ,আপনাকে সুস্থ রাখা একমাত্র দায়িত্ব আপনার নিজেরই।

Sort:  
 2 months ago 

সর্বপ্রথম আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই অনেক সুন্দর একটি মন্তব্য আমার প্রোস্টেট মাধ্যমে উপহার দেয়ার জন্য। এবং এটা জানতে পেরে আমার খারাপ লাগছে যে আমার কষ্টের কথা শুনে আপনিও কিছুটা আঘাত পেয়েছেন। যাই হোক আসলে পরিবর্তন অতি সহজে কেউ হতে চায় না মানুষ পরিবর্তন হয়ে যায় যখন তার ভেতরে অনেক বেশি আঘাত চলে আসে ঠিক তেমনি আমার হয়েছে যাই হোক ভালো এবং সুস্থ থাকবেন।