Incredible India monthly contest of February#3 by @tanay123 | Photography Lover.

in Incredible India2 days ago

Monochrome Modern Fashion Photo Collage (3).png
Photo edited by canva

প্রথমে @tanay আপনাকে আমি ধন্যবাদ জানাই।কারণ, আমার মনের মতন একটা কনটেক্সটের বিষয়ের সিলেট করার জন্য,,কারণ আমি একজন নিয়োজিত গৃহিণী হলেও আমি কিন্তু তার পাশাপাশি একজন ফটোগ্রাফার প্রেমিক,,।আমার একটা নেশা আছে আর তা হলো বাসা থেকে বের হলে ফোনটা হাতে নিয়ে এদিকে সেদিকে ছবি তোলা আর এটা আমার ভীষণ রকমের ভালো লাগে,,,যাইহোক এখানে বেশি বড় করতে চাই না, আমি চলে যাচ্ছি খুব সুন্দর বিষয়৷ গুলোর উপরে নিজের মতামতটা কে শেয়ার করার জন্য।

Do you like photography? Do you think photography requires patience and creativity?

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হ্যাঁ, আপনি চিন্তা করেন আমার কোন লেভেলের পছন্দ ফটোগ্রাফি করতে, আমি গত এক সপ্তাহ আগে হসপিটাল থেকে এসেছি, আর সেখানে আমি ভর্তি ছিলাম হসপিটালের বেডে ভর্তি থাকা যে কতটা বিরক্ত কর তা আমি তখন বুঝতে পেরেছিলাম, ডাক্তার স্যালাইন লাগানোর আগে আমি যতটুকু সময় পেরেছি হসপিটালে চারদিকে ঘুরে ঘুরে আমার পছন্দ মত কিছু ফুলের ফটোগ্রাফি করেছি, তাহলে এবার আপনি চিন্তা করুন আমার কি রকম, ভালো লাগে ফটোগ্রাফি করতে। বলুন ছবিগুলো কত সুন্দর না?

এবার আসি দ্বিতীয় কথায়, আমি অবশ্যই মনে করি ফটোগ্রাফি করা অনেক বেশি ধৈর্যের প্রয়োজন,,, ধরুন একটা খাবার রান্না করেছি একটা নাস্তা , আমি কি করি সবাইকে পরিবেশন করিয়ে,আমি ধৈর্য নিয়ে খুব সুন্দর ভাবে ফটোগ্রাফি তুলব তারপরে সবাই নিবে। আমার হাজব্যান্ড তো মাঝে মাঝে বিরক্ত বোধ হয়, তবে কিচ্ছু করার নেই ছবি তোলার আগে ধৈর্য নিয়ে করতে হবে, যাতে সুন্দর হয় কারন, আমরা সবাই জানি যে কোন জিনিসই ধৈর্যের ফল অনেক সুন্দর হয়।

আর তাছাড়া সৃজনশীলতার তো অবশ্যই প্রয়োজন আছে, নতুন কিছু দেখতে আমরা ভীষণ পছন্দ করি কারন, আমাদের চোখ নতুন কিছু বেশি পছন্দ করে, তাই ফটোগ্রাফির মাঝে সৃজনশীল তা থাকা খুবই প্রয়োজন।

Share three of your favorite photography that you have taken yourself and do you have any feelings attached to these photography?

আমার কাছে মনে হয় আমার সবচেয়ে পছন্দের ফটোগ্রাফির মধ্যে এই তিনটা, খুব যত্ন, ভালোবাসা, আদর, ও ধৈর্য নিয়ে আমি এই ফটোগ্রাফি তিনটি করেছিলাম, আমার চোখ ভীষণ পছন্দ করে এই ফটোগ্রাফি তিনটি দেখতে,,।

  • এই প্রথম ফটোগ্রাফি টা হলো,আমার মেয়ে জন্মের পরে অনেক দূরে ঘুরতে যাওয়ার গাড়িতে বসে একটা ছবি মা মেয়ে দুই জনে হালকা স্টাইল করে, ছবি তুলেছিলাম আমার কাছে ভীষণ ভালো লেগে ছিলো, আর হ্যাঁ ছবিটা কিন্তুু আমি তুলেছি দেখে কিন্তুু মনে হচ্ছে না, আর এই জন্যই আমার কাছে বেশি ভালো লাগে,,। কেন জানিনা এই ছবিটা পতি আমার একটু অন্যরকম মায়া কাজ করে, এক কথায় অনেক ভালো লাগে,,, ❤️।

fe61590d-1466-49b0-b229-b9a8c3816d49.jpg

*এই দ্বিতীয় ছবিটা ও আমার ভালোলাগার তালিকায় রয়েছে,,এইতো কয়েক দিন আগে আমার হাজব্যান্ড আমাকে না বলে বসুন্ধরা সিটি কমপ্লেক্স শপিংমলে ঘুরতে নিয়ে গিয়েছিলো, আমাদের মতন মধ্যবিত্ত পরিবারের মানুষ এমন জায়গায় ঘুরতে যাওয়া সত্যি আমার কাছে মনে হয় একটু অন্যরকম কারণ, এর আগে আমি কখনো এই জায়গাটা তে যাইনি , তাই ওখানে যাওয়ার পরে ঢোকার শুরুতেই আমরা একটা ছোট্ট ছবি ক্যামেরাবন্দি করে রেখে দিলাম আমার কাছে তো খুবই ভালো লেগে ছিলো।

  • আর তৃতীয় ছবি টা হলো এইতো কয়েক দিন আগের কথা, আমাদের নতুন বাবুটার সাথে আমার আম্মুর একটা ছবি, নানু সাথে তার ভালোবাসার একটা ছবি এত সুন্দর ভাবে বুকের সাথে মিশে ছিলো যেটা ফটোগ্রাফি আমি না করে পারিনি। এক সপ্তাহের একটা বাচ্চা এমন স্থির ভাবে থাকা অসম্ভব, তাই আমি আমার মা এবং আমার ছেলের এই ভালোবাসা ❤️ খুব যত্ন করে ক্যামেরা বন্দি করে রেখেছি। এ ফটোগ্রাফি টা আমার কাছে ভীষণ প্রিয়।

এবার আসি, সবশেষে আমার অনুভূতির কথা শেয়ার করার জন্য, এই তিন টি ছবির অনুভূতি আমার কাছে সত্যিই অন্যরকম খুব ভালোবাসা এবং যত্ন করে এই করেছি আমি, করার সময় আমার কাছে যতটুকু না ভালো লেগেছে করার পরে আমার কাছে তার থেকেও বেশি ভালো লাগছে, মা মেয়ের ভালোবাসা, স্মৃতির পাতায় যেন স্মরণীয় হয়ে থাকবে, এরপর আমার সেই ছোট্ট পরিবার,, প্রিয় মানুষটি সাথে এমন ছবি তুলতে সত্যিই অন্য রকম অনুভূতি কাজ করে আর বাকি রইল, নানু সাথে নাতীর ভালোবাসা, বড় হয়ে যখন দেখবে তখন ওর অনুভূতি টা কেমন হবে সেটা ভাবলে আমার কাছে অন্যরকম একটা ভালোলাগা কাজ করে।।

যাইহোক সবশেষে বলতে চাই,আমি যখন যে পরিবেশে এই থাকি না কেন ফটোগ্রাফি করতে আমার ভীষণ ভালো লাগে, জানিনা কতটুকু পারদর্শী আমি হতে পেরেছি তবে, আমার কাছে মনে হয় এই প্লাটফর্মে না আসলে হয়তো বা এতটুকু করা সম্ভব হতো না।। আর মাঝে মধ্যে যদি আপনার মতন এরকম কনটেস্টের আয়োজন পাওয়া যায় তাহলে তো ফটোগ্রাফি করার আগ্রহ টা আরো বেড়ে যাবে আর আগ্রহ বেড়ে যাওয়া মানেই নতুন কিছু শেখা।

যাইহোক আর বড় করতে চাচ্ছি না, চেষ্টা করছি আমার মতামত কে তুলে ধরার জন্য ভালোলাগার কিছু লেখা শেয়ার করার জন্য,, এবং সেই সাথে আমি আমার বন্ধুদের আমন্ত্রণ জানাই @isha.ish,@mdsuhagmia,@alfazmalekএবং বলতে চাই তাদের মতামতকে তুলে ধরার জন্য।


"আমার এই পোস্ট টা পড়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ"

DiHLrjiPetHt6ciV9azim9NPHuTMQ59H51nYE8xqo83cHxoWjkEXJT9iFny5FDK6V87zhnX5kJcSGE6ahn1RouZuijdX8aHZSZuNzNLrHLCesrYQeLFEN3XWqtzgugDvKSjLVorzHmsDV9fsCYARi3rzgEWfrvmwA657nCqYe5UwnnVK4Dxytu7ugFVWiW3mjezc1nCAisbww4sYtHPgvEw.png

Sort:  
 2 days ago 

সর্ব প্রথম আপনাকে জানাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আপনার জন্য শুভকামনা রইল অনেক অনেক। আপনি ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করেন এটা জানতে পেরে সত্যি আনন্দিত। এবং আপনি হসপিটাল থেকে চারি পাশে ঘুরে ঘুরে সুন্দর কিছু ফটোগ্রাফি ধারণ করেছেন যে গুলো এই প্রতিযোগিতা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। এবং আপনার ধারণ করা ফটোগ্রাফি গুলো সত্যি ও অসাধারণ ছিলো যে গুলো দেখতে অনেক ভালো লাগছে।

Loading...

আপনে যে ফটোগ্রাফিকে কতটা ভালোবাসেন, তা আপনার পোষ্ট পরেই বোঝা যাচ্ছে, আমি হাসপাতালে থাকা অবস্থায়ও ফটোগ্রাফি করেছেন বেশ সুন্দর ভাবে। আপনার তোলা তিনটা ফটোগ্রাফির সাথে বেশ সুন্দর ভাবে বর্ণনা দিয়ে পিছনের গল্পগুলো আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। এভাবেই আনন্দে থাকুন, ভালো থাকুন।

 yesterday 

তাই নাকি,কমেন্টটা পড়ে বেশ ভালো লাগলো আপনি যে বুঝতে পেরেছেন আমি ফটোগ্রাফি করতে ভীষণ পছন্দ করি এবং আমার প্রিয় তিনটি ফটোগ্রাফি সম্পর্কে যে বর্ণনা দিতে পেরেছি তাতে আমিও ভীষণ খুশি,, খুবই ভালো লাগলো আপনার অসম্ভব সুন্দর একটা কমেন্ট পরে।

 yesterday 

আপনার পোস্টটি পড়ে বেশ কয়েকটা ছবি দেখতে পারলাম। এই ছবি গুলির মধ্যে ছিল আপনার ভালোবাসা আনন্দ আবেগ ইত্যাদি যা পোষ্টটিকে আরো সুন্দরভাবে ফুটিয়ে উঠেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আমাকে এই কনটেস্টে আমন্ত্রণ জানানোর জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।