আমার ব্যস্ত সময় পার করার গল্প,,,।

in Incredible India4 days ago

আসসালামু আলাইকুম, আমি আশাবাদী আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ কয়েক টা দিন পরে আবার হাজির হলাম আপনাদের মাঝে, কি জানেন তো, প্রতিটা দিন মনে পড়ে আপনাদের কথা, পোস্ট লেখার কথা, পোস্ট করার কথা কিন্তুু,বর্তমানে আমি এত এত এত বেশি ব্যস্ত হয়ে পড়েছি যে করতে পারছি না কারণ, আমিও তো একটা মানুষ নিজেকে আর যেন চালিয়ে নিয়ে যেতে পারছি না,,।

তবে জানেন কি, মন টা নে তাই তো আজ একটুখানি সময় হাতে পেয়ে শুরু করে দিলাম লেখার কাজ, বর্তমানে আমার মনে হয় আমার এই ছোট্ট জীবনে সবচেয়ে বেশি ব্যস্ত সময় পার করছি এই সময় টা তে, দুই বাচ্চার মা হয়ে যেন আমি নিজেকে আরও বেশি ব্যস্ত করে তুলেছি, সে কবে যে নিজের মুখটা আয়নায় দেখেছি নিজেও জানিনা, হ্যাঁ দেখেছি তবে ওই ভাবে না নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে আগে যেমন ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকতাম। কত চিন্তা ভাবনা কত কিছুই না করতাম আর এখন যেন একটা সেকেন্ডের সময় আমার কাছে অনেক বেশি মূল্যবান,,,।

একে তো মেয়ে আছে এই এরপরে ছোট বাচ্চা রমজান মাস, তার উপরে সংসার হাজারো ও কাজ এর মধ্যে শুরু হবে আবার আগামী মাসের পরীক্ষা, একটু হলেও সেই প্রস্তুতি নিজের মধ্যে রাখা আমি কি যে করবো কিছু ভেবে পাচ্ছি না প্রত্যেক টা দিন আমি যে কিভাবে কাটাচ্ছি তা শুধু আমি জানি। প্রত্যেক টা মিনিট যেন আমার কাছে রুটিং এর মধ্যে পড়ে গিয়েছে একটার পর একটা কাজ করতেই হচ্ছে আমাকে,,।।নিজেকে একটু খানি সময় দেওয়ার মত সময় যেন পাচ্ছি না।

যেহেতু বাসায় ছোট বাবু আছে তাই আমার সর্বক্ষণ ব্যস্ত থাকতে হয়, মাঝেমধ্যে আবার রাতও জাগতে হয়, এরপরে যখন সারাটা দিন আবার রুটিন অনুযায়ী চলে যায়, তখন যেন নিজের চোখ মিলে তাকাতে পারি না,,তবে তাকাতে না পারলেই বা করার কি আছে,কারণ তখন নিজেকে বলতে হয় আগামী মাসে পরীক্ষা আর সেই চিন্তা থেকে আবার বই নিয়ে বসি। একটু একটু করে নিজেকে প্রস্তুত করছি।

যদিও এই কঠিন সময় পাশে ছিল আমার মা তবে রমজান মাস হওয়ার কারণে, আর যেহেতু আমার আব্বু বাসায় একা থাকে সেই কারণে মা কে আর আটকে রাখতে পারলাম না,,দেশের বাড়িতে পাঠিয়ে দিলাম আর এরপর থেকে যেন শুরু হয়ে গেছে আমার আরো বেশি ব্যস্ত থাকা।

মা এমন একটা সম্পর্ক যে কাছে থাকলে হাজারো সমস্যা যেন সেই দূর করে দেয়,বাসা থেকে আম্মু চলে গিয়েছে আর এখন বুঝতে পারছি একটা মা তার সন্তান কে নিয়ে কত খানি না ভাবে,,, আম্মু থাকতে আমি এত ব্যস্ত ছিলাম না, কিন্তু এই কয়েক টা দিন যেন আরও বেশি ব্যস্ত হয়ে গিয়েছি তার অনুপস্থিতে ,,,

ভাবছিলাম একটা মেয়ে কত ভাবে কত কষ্ট করে,,আর ঠিক আবার এই মেয়েকে শুনতে হয় পাশের মানুষগুলোর কাছ থেকে হাজারো তিতা কথা তাদের জন্য কি করা হয়েছে, তুমি কি করেছো এ সংসারের জন্য,,এমন কি আমি অনেক ছেলে মেয়েদের শুনেছি তাদের বাবা-মাকে বলতে কি করেছো তোমরা আমাদের জন্য?

সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন আমার জীবনের এই কঠিনতম ব্যস্তময় সময় পার করতে পারি, এবং আগের মত আপনাদের মাঝে ফিরতে পারি, বেশি লিখবো না সময় চলে যাচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।।

Sort:  
Loading...
 3 days ago 

আমাদের জীবনের সবারই ব্যস্ততা আছে সবকিছু কাটিয়ে আমরা যদি উঠতে পারি তাহলে কিন্তু আমরা জীবনে কিছু করতে পারব আপনার পড়াশোনা মায়ের দায়িত্ব সবকিছুই আপনাকে পালন করতে হয় আসলে সবকিছু পালন করার পরেও দিন শেষে কাছের মানুষগুলোর কাছ থেকে এমন কিছু কথা শুনতে হয় যেটা আমরা কখনো প্রত্যাশা করিনা যাই হোক আপনার ব্যস্ততা আমাদের সাথে তুলে ধরার জন্য ধন্যবাদ।