Better life with steem || The Diary Game || 22 August 2025||
বিসমিল্লাহির রাহমানির রাহিম। |
---|
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। |
---|
আমি আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি দিন কিভাবে উদযাপন করলাম তা আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম।
নতুন একটি সকাল পেয়ে সৃষ্টিকর্তার কাছে আমি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তাই এই সুন্দর একটি একটি দিন আশা করি সুন্দর ভাবেই কাটবে । সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেই অসুস্থ থাকার ফলে ডাক্তার কিছু শারীরিক ব্যায়াম দিয়েছে সেগুলো ব্যায়াম করে।
রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতে থাকি বাড়ির দিকে আসার সময় আব্বু আম্মু পোল্ট্রি কাজ করতেছি তাদেরকে সাহায্য করার জন্য আমি পোল্ট্রি ফার্মে চলে আসি।
প্রতিদিনই তাদের সাথে সকাল বেলা কাজে সহযোগিতা করে তাতে আমার খুবই ভালো লাগে কাজটাও তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমি যখন পোল্ট্রি ফার্মে যায় তখন আম্মুকে বাড়িতে পাঠিয়ে দেই এরপরে আমি আর আব্বু পোল্ট্রি ফার্মে যাবতীয় কাজগুলো শেষ করি।
সকালবেলা শুরু থেকে দুপুর পর্যন্ত আমাদের অনেক কাজ থাকে তাই একটি কাজ শেষ হওয়া মাত্রই আরেকটি কাজে যাওয়াটা বাধ্যতা মূলক হয় পোল্ট্রি ফার্মের কাজ শেষ করে আমাদের বিলে পাঙ্গাস মাছ আছে তাদেরকেও খাদ্য দেওয়ার জন্য আমাদের বিল পাড়ে ঘর থেকে নৌকার কাছে রেখে দেই।
আমি আর আব্বু খাদ্য ঘর থেকে দশটি বস্তার নেওয়ার পর আমি বাড়িতে চলে আসি ফ্রেশ হয়ে নেই সকাল থেকে এত কাজ করার ফলে শরীরের এনার্জি টা অনেকটাই কমে যায় তাই এনার্জি নেওয়ার জন্য সকালে হালকা কিছু খাবার খেয়ে নেই। ডিম থাকে কিছু ফল থাকে বিস্কিট থাকে। এসব খাওয়া দাওয়া করে ।
আমি অসুস্থ থাকাই তাই সকালবেলায় ওষুধ খেয়ে নেই। যদি সকালের খাবার ভাত খাওয়ার পর ওষুধ খেতে যায় তাহলে একটু দেরী হয়ে যাবে। সময়ের কাজ সময় করাটাই ভালো তাই সময়ের ওষুধ সময়ে খেয়ে নেই।
ওষুধ খাওয়ার পর কিছু সময় রেস্ট এরপর বাহিরে বের হয়ে আম্মু কিছু টুকটাক কাজ দেয় সেগুলো কাজ করতে থাকি এখন কয়েকদিন যাবত এই রোদে এই বৃষ্টি আকাশের অবস্থা বোঝা যায় না কখন বৃষ্টি পড়বে কখন রোদ উঠবে।
কাজ করার মাঝেই বৃষ্টির দেখা পাই তাই বৃষ্টির জন্য কাজটা কে রেখে বাড়িতে চলে আসি বৃষ্টি থেমে গেলে বাড়ি থেকে আবার সেই কাজটা করার জন্য চলে যায় কাছে শেষ করে। বাড়িতে এসে ফ্রেশ হয়ে সকালের খাওয়া-দাওয়া সম্পন্ন করি।
খাওয়া-দাওয়ার পর রেস্ট নিয়ে আমাদের একটি গরু আছে তার জন্য খাবার তৈরি করতে হবে তাই কাজে লেগে পড়ি তার খাবার তৈরি করতে। তার খাবারের লিস্ট মোটামুটি বড়। লিস্ট এর মধ্যে আমি দুইটা খাবারের দায়িত্বে আছি।খড় আর সবুজ ঘাস কেটে রেখে দিয়ে একটি বড় বস্তার মধ্যে। দ্বিতীয় খাবার ওকে খাদ্য দিয়ে দেই। আর বাকি খাবারের তালিকায় আম্মু আব্বু রয়েছে।
আমার দায়িত্বটা সম্পন্ন করে এখন আরেকটি দায়িত্ব পালন করার জন্য পোল্ট্রি ফার্মে চলে যাই, দুজনেই আমি আর আম্মু পোল্ট্রি ফার্মের ডিম তুলা । আজকে আমি আর আম্মু পোল্ট্রি ফার্মের সমস্ত ডিম তুলে চলে আসি বাড়িতে আজকে শুক্রবার থাকাই জুম্মার দিন নামাজ পড়তে যেতে হবে মসজিদে তাই গোসল করে জুম্মার নামাজ পড়তে মসজিদে চলে যায়।
নামাজ শেষ করে এসে বাড়িতে এসে শুয়ে মোবাইল চালাতে যাব তখনই দেখি ওয়াইফাই নেট নেই তাই আর মোবাইল না চালিয়ে শুয়ে থাকি কখন যে ঘুমিয়ে পড়ি ঘুম থেকে উঠে দেখি তারা মোটামুটি বিকালের কাজ শেষ করে ফেলেছে তাই আর আমি তাদের কাজে সহযোগিতা করতে পারি নাই তাই আমি বিকেলবেলা হাঁটতে বের হয়ে পড়ি।
আমি আর আমার ছোট একটি চাচাতো ভাই। সন্ধ্যা হবার আগে বাড়ির দিকে রওনা দেই বাড়িতে আসার আগে প্রথমে পোল্ট্রি ফার্ম হয়ে আসি ওদের লাইট জ্বালিয়ে পানি দিয়ে বাড়িতে এসে সন্ধ্যার কাজে আম্মুকে সহযোগিতা করি।
মাগরিবের আজান দিয়ে দিলে। রুমে এসে মোবাইল নিয়ে বসে পড়ি আম্মু আম্মু আমাকে ডাক দেয় ভাড়াটিয়া বাড়িতে যাবে অনেকদিন ধরে যাওয়া হয়না তাই আমি আর আম্মু তাদের বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নেই ।রাস্তায় একটি দোকান থেকে কয়েকটি চিপস নিয়ে যায় কারণ ভাড়াটিয়াদের বাড়িতে ছোট ছোট বাচ্চারা আছে।
বাড়িতে যাওয়া মাত্রই প্রথম রুমে ঢুকে পরি আমাদের দেখে ওরা অনেকটা খুশি হয়ে যায় আশেপাশের রুম থেকেও চলে আসে বাচ্চা দেরকে এক এক করে চিপস দিয়ে দিই ওরা অনেক খুশি হয়ে যায় আমি ওদেরকে নিয়ে বারান্দায় খেলাধুলা করতে থাকি সিনিয়ররা কথা বলে মহিলাদের মাঝখানে থাকতে নেই।
খেলা ধুলাই করতে থাকি ঘন্টা খানিকের মতো তাদের সাথে খেলাধুলা করার পর রুমে এসে ছোটখাটো একটি মুড়ি তার সাথে কিছু দোকানে পিঠা থাকেন সেগুলো তেল দিয়ে ভেজে নিয়ে আসে আরেকজন এগুলো খেতে থাকি আর আমিও তাদের সাথে গল্প করতে থাকি আমার অসুস্থতার খবরও জানতে চাই ।
অনেকটা সময় অতিবাহিত হয়ে গিয়েছে,ওদেরকে কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসি আমি পোল্ট্রি ফার্মের চাবি নিয়ে পোল্ট্রি ফার্মের লাইট বন্ধ করে বাড়িতে এসে রাতে অল্প পরিমাণ খাবার খেয়ে ওষুধ খেয়ে নিই এরপরের রুমে এসে ঘুমানোর জন্য প্রস্তুতি নেই।
আজকের পোস্ট এখানেই সমাপ্তি করছি আগামীকাল কে আবার নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন।
Dear sir,
@fantvwiki
Thank you so much for your support 🙏