Better life with steem || The Diary Game || 21 August 2025||
বিসমিল্লাহির রাহমানির রাহিম। |
---|
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। |
---|
আমি আপনাদের মাঝে নতুন একটি দিনের কার্যলিপি তুলে ধরতে চলে আসলাম।
আজকের দিনটা শুরু হলো অন্যভাবে, আজকে সকাল বেলা ফজরের আযানের কিছুক্ষণ পরেই ঘুম থেকে উঠে পড়তে হয়, কারণ আজকে আমাদের বড় বিলে মাছ ধরা হয়েছে। তাই বিল পারে চলে আসি যেখানে মাছ ধরে রেখে গাড়িতে তোলা হয়েছিল।
![]() |
---|
উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকি নিচে জেলার মাছগুলো নিয়ে রাস্তায় গাড়িতে রাখার জন্য চলে আসে কিছুক্ষণ দেখার পর। অন্ধকার থেকে চারদিন আলো হয়ে গেলে গাড়ি থেকে পছন্দ অনুযায়ী খাবারের মাছ রাখি।
![]() |
---|
খাবারের মাছ নিয়ে বাড়িতে চলে আসি পোল্ট্রি ফার্মের চাবি নিয়ে লাইট জ্বালিয়ে দেই এরপর আবার বাড়িতে চলে আসি । বিল পাড়ে এসে জেলেদের মাছ দিয়ে বাড়িতে চলে আসি। পোল্ট্রি ফার্মে চলে যায় মুরগিদের খাদ্য দেওয়ার জন্য।
![]() |
---|
আমি খাদ্য প্রস্তুত করতে থাকি পাশাপাশি পোল্ট্রি ফার্মের যাবতীয় টুকটাক কাজগুলো শেষ করি খাদ্য প্রস্তুত করা শেষ হয়ে গেলে আম্মুর জন্য অপেক্ষা করি তিন চার মিনিটের মধ্যেই আম্মু আসে আমি আর আম্মু মুরগিদেরকে খাবার দেওয়া শেষ করি আমি এক সাইড পানি পাই পরিষ্কার করি ।
![]() |
---|
ফ্লোর পরিষ্কার করতে কাজে লেগে পড়ি আম্মু কাজও করে পাশাপাশি আমাকে পরিষ্কার করার কাজে সহযোগিতা করে। ফ্লোর পরিষ্কার করা হয়ে গেলে মুরগিদের প্রতিটি পাইপ পানির দিয়ে দেয়। পোল্ট্রি ফার্মের সকালে কাজ মোটামুটি শেষ বাড়িতে চলে আসি।
আব্বু না থাকায় পাঙ্গাস মাছের খাদ্য দেওয়া হয় নাই ফ্রেশ হয়ে সকালে হালকা কিছু খাবার খেয়ে নেই তারপর ওষুধও খেয়ে নেই। আকাশ অন্ধকার হয়ে বৃষ্টি পড়তে শুরু করেন ।
![]() |
---|
পাঁচ থেকে দশ মিনিট বৃষ্টি পড়ার পর আবার থেমে গিয়ে রোদ উঠে পড়ে আব্বু বাড়িতে চলে আসে কিছুক্ষণ রেস্ট নেই আমাদের বাড়ির পাশেই একজন পাড়া প্রতিবেশী কাকা থাকেন যাকে কিছু টাকা দিলেই কিছু কাজ করে দেয় তেমনি আজকে আব্বু ক্লান্ত থাকায় কিছু টাকা দিয়ে গরুর জন্য ঘাস কেটে এনে দিতে বলে ।
![]() |
---|
বৃষ্টির পরে রোদ উঠে পড়ে গরম লাগছে শুরু করেন তাই পোল্ট্রি ফার্মে গিয়ে ফ্যান চালু করে দিয়ে আসি । আজকেও ফ্যান চালু করার পর ডিম তোলা শুরু করে দেই কাজটা একটু এগিয়ে রাখি । ১৭ কেস ৯ টি ডিম তোলা হয়ে গেলে আমি বাড়িতে চলে আসি আজকেও এসে দেখি আব্বু আম্মু সকালের খাওয়া দাওয়া করছিল।
![]() |
---|
ফ্রেশ হয়ে তাদের সাথে খাবারের শরিক হই আমিও খাওয়া-দাওয়া করে রেস্ট নিয়ে গরুর জন্য খাবার তৈরি করতে কাজে লেগে পড়ি খড় আর সবুজ ঘাস কেটে রেখে দেই সারাদিনের জন্য।
গরুর খাবার তৈরি করা হয়ে গেলে পোল্ট্রি ফার্মে চলে আসি বাকি ডিমগুলো তুলতে যোহরের আযানের কিছুক্ষণ পরে পোল্ট্রি ফার্ম থেকে বের হয় ডিম গুলো তুলে বাড়িতে এসে বসে থাকি এরপর আম্মু ছোটখাটো একটি কাজ দেয় সেই কাজটি শেষ করে।
![]() |
---|
গোসল করতে যাব তখনই অনেক বৃষ্টি শুরু হয়ে যায় বৃষ্টিতে ভিজতে যাবো তখনই আব্বু মানা করে বৃষ্টিতে ভিজা যাবে না তাও দুই মিনিট বৃষ্টিতে ভিজি তারপর ওয়াশ রুমে এসে গোসল শেষ করে রুমে চলে আসি।
প্রতিদিনকার মতো রুমে শুয়ে শুয়ে মোবাইল চালাতে থাকি দুপুরের খাবার তৈরি হয়ে গেলে খাবার খেতে খাবারের রুমে চলে আসি খাওয়া দাওয়া শেষ করে হালকা বৃষ্টি পড়তেছিল শুয়ে থাকি কখন যে ঘুমিয়ে পড়েছি ঘুম থেকে উঠে দেখি সাড়ে পাঁচটার মত বাজে।
![]() |
---|
ফ্রেশ হয়ে বাহিরে বের হই হাটতে হাঁটতে আমাদের বাগানে চলে আসি ওখানে কিছু সময় অতিবাহিত করার পর বাড়ির দিকে আসার সময় পোল্ট্রি ফার্মের লাইট জ্বালিয়ে মুরগিদেরকে পানি দিয়ে বাড়িতে চলে আসি। এসে দেখি আম্মুর সন্ধ্যার কাজ করতেছিল সহযোগিতা করি আম্মু কাজগুলো তাড়াতাড়ি শেষ করার জন্য কাজ শেষ হয়ে গেলে।
![]() |
---|
ফ্রেশ হয়ে আমি আমার রুমে চলে আসি আরামসে মোবাইলে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি এশার আযানের কিছুক্ষণ পরে আম্মু রাত্রে খবর খাওয়ার জন্য ডাক দেই খাওয়া-দাওয়া করে প্রতিদিনকার মতো রাত্রে ওষুধ খেয়ে পোল্ট্রি ফার্মের লাইট বন্ধ করার জন্য অপেক্ষায় থাকি সময় হয়ে গেলে পোল্ট্রি ফার্মে গিয়ে লাইট বন্ধ করে বাড়িতে এসে ফ্রেশ হয়ে ঘুমানোর জন্য প্রস্তুতি নিয়েই ।
আজকের পোস্টে পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ।