Better life with steem || The Diary Game || 20 August 2025||

in Incredible India5 days ago
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

Collage_2025-08-20_21_02_26.jpg

আমি আপনাদের মাঝে নতুন একটি দিনের কার্যলিপি তুলে শেয়ার করতে চলে আসলাম।

আমাদের জীবনে এরকম অনেক কাজ আছে যা একবার শুরু করলেন শেষ হওয়া পর্যন্ত করে যেতেই হয় ।একই কাজ প্রতিদিন একই রুটিন, তেমনি আমার প্রতিদিনের রুটিন সকাল থেকে রাত পর্যন্ত একই রুটিন হয়। তেমনি আজকেও সকাল বেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিছুক্ষণ ব্যায়াম করে।

IMG20250820182435.jpg

অল্প হাঁটাহাঁটি করে পোল্ট্রি ফার্মে চলে আসি প্রতিদিনকার মতোই আজকেও আম্মুকে আব্বুকে সাহায্য করার জন্য আমি পোল্ট্রি ফার্মে। আমি খুব সকাল বেলায় ঘুম থেকে উঠে পড়ি সকালবেলা বিছানায় শুয়ে থাকতে আমার একদম ভালো লাগে না। তাই বাড়িতে আমি কাজে থাকায় তাই আম্মু আব্বুকে যতটুক পারি সাহায্য করার চেষ্টা করি তাই প্রতিদিন সকালবেলা আমি যতটুক আম্মু আব্বুকে সাহায্য করার জন্য পোল্ট্রি ফার্মে চলে আসি।

IMG20250820182854.jpg

আমার অনেকটা সময় কেটে যায় ভালো লাগে আর মূল কথা আম্মুর হাতের সুস্বাদু খাবার খেয়ে মোটা হয়ে যাচ্ছি অনেক যখন বাইরে থাকতাম ততটা সুস্বাদু খাবার খেতে পারতাম না তাও মোটামুটি সুস্বাদু খাবার পাওয়া যেত প্রতিদিন আর হতো না মাঝেমধ্যে।

তার শরীরটাকে ফিট রাখার জন্য যদি কাজ না করি তাহলে বসে থাকি তাহলে আমার শরীর আরো মোটা হয়ে যাবে তাই আব্বু আম্মুকে সকালবেলা উঠেই প্রতিদিনের রুটিন একই থাকলেও কাজগুলো করতে আমার খুব ভালো লাগে।

পোল্ট্রি ফার্মের খাদ্য দেওয়া শেষ হয়ে গেলে আমি আম্মুকে বাড়িতে পাঠিয়ে দেই মুরগির পানির পাইপ পরিষ্কার করি তার পাশাপাশি আব্বুকে ফ্লোর পরিষ্কার করার কাজে সহযোগিতা করি।

আমার মুরগির পানির পাইপ পরিষ্কার করা শেষ হয়ে গেলে আব্বুর এখনো পরিষ্কার করা শেষ হয় নাই তাই আমিও কিছুক্ষণ বসে থাকি আব্বুর ফ্লোর পরিষ্কার করা শেষ হলে মুরগির প্রতিটি পানির পাইপে পানি দিয়ে দেয় এরপর মোটামুটি সকালের পোল্ট্রি ফার্মের কাজ শেষ হয়ে যায়।

IMG20250820174648.jpg

আব্বু আর আমি বিল পারে চলে আসি পাঙ্গাস মাছের খাদ্য দেওয়ার জন্য খাদ্যের ঘর থেকেই নৌকার কাছে পর্যন্ত আমি আর আব্বু ১০ টি বস্তা নিয়ে রাখি এর পরে আমি বাড়িতে চলে আসি আব্বু প্রতিদিনের মতো মাছের খাদ্যগুলো নৌকা নিয়ে বিলের মাঝখানে চলে যাই।

আমি ফ্রেশ হয়ে সকালে হালকা কিছু খাবার খেয়ে কিছু সময় রেস্ট নিয়ে পোল্ট্রি ফার্মে চলে আসি ফ্যান চালু করে দেওয়ার ফ্যান চালু করে। বের হতে যাব হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে যায় তাই বসে না থেকে, ডিম তুলতে শুরু করি।৮ থেকে ১০ কেস ডিম তোলা হয়ে গেলে বৃষ্টি কমে যায়।

IMG20250820174508.jpg

আবার হঠাৎ করে রোদ উঠে পড়ে ১৭ কেস ডিম তুলা হয়ে গেলে বাহিরে গতকালকে দিন যাওয়ার কেস গুলো পড়ে রেখেছিল সেগুলো জীবাণুমুক্ত করে রোদ্রে শুকাতে দিয়ে দেই আমি বাড়িতে চলে আসি এসে দেখি আব্বু আম্মু সকালের খাওয়া-দাওয়া করছিল আমিও ফ্রেশ হয়ে তাদের সাথে খাওয়া-দাওয়া শরিক হই।

IMG20250820182728.jpg

সকালের খাওয়া দাওয়া শেষ করে গরুর জন্য খাবার তৈরি করতে কাজে লেগে পড়ি আম্মু গরুকে খাদ্য ভুষি পানির সাথে মিশ্রণ করে দিয়ে দেয় আমি শুধু খড় আর সবুজ ঘাস কেটে রেখে দেই সারাদিনের জন্য।

IMG20250820174404.jpg

গরুর কাজ শেষ হয়ে গেলে আম্মু কিছু টুকটাক কাজ দেয় সেগুলো শেষ করি তারপর আবার পোল্ট্রি ফার্মে চলে আসি বাকি ডিমগুলো তোলার জন্য সমস্ত ডিম তোলা হয়ে গেলে জোহরের আযান দিয়ে দেয় বাড়িতে এসে কিছুক্ষণ বসে থাকি এরপর ওয়াশরুমে গিয়ে গোসল সম্পন্ন করে রুমে চলে আসি।

IMG20250820181532.jpg

প্রতিদিনের মতোই আজকেও শুয়ে শুয়ে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ি মোবাইল দেখতে থাকি দুপুরের খাবার তৈরি হয়ে গেলে আম্মু ডাক দেয় খাওয়া দোয়া করে কিছুক্ষন রেস্ট নিয়ে আব্বু আম্মুর সাথে চলে আসি তাদের সাথে পোল্ট্রি ফার্মে তারা খাদ্য দেয় আমি মুরগিদেরকে পানি দেই এরপর বসে থাকি। ওদের খাদ্য দেওয়া শেষ হয়ে গেলে আমি আর আব্বু বিল পারে চলে আসি।

IMG20250820174654.jpg

পাঙ্গাস মাছের খাদ্য দেওয়ার জন্য খাদ্যগুলো যখন নৌকার কাছে নেওয়া হয়ে যায় তখনই আবার হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায় খাদ্যগুলো ওখানেই সবগুলো ভিজে যায়। বৃষ্টি কিছুটা কমে গেলে ভিজা খাদ্যগুলো নিয়ে মাঝখানে ঢেলে দেয়, এমনি তো ছিটিয়ে দিলে তাহলে সমস্ত মাছ ভালো করে খেতে পারে বৃষ্টি কারণে সেটা আর না হয় একসাথে সব দিয়ে দেয়।

IMG20250820175334.jpg

আমি এই বৃষ্টির মধ্যে আমাদের বারান্দায় হাঁটাহাঁটি করতে থাকি আর বৃষ্টি দেখতে থাকি। ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছিল মাগরিবের আগ পর্যন্ত ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছিল বাহিরে একদম বেরোতে পারছিলাম না। ছাতা নিয়ে পোল্ট্রি ফার্মে চলে আসি ফ্যান গুলো বন্ধ করে লাইট জ্বালিয়ে বাড়িতে চলে আসি মাগরিবের আযানের অল্প কিছুক্ষণ পরে বৃষ্টি থামে।

IMG20250820182640.jpg

আমি রুমে থাকি মোবাইলে একটি মুভি দেখে সেটা ল্যাপটপে দেখার চেষ্টা করে অবশেষে পেয়ে যাই ল্যাপটপে মুভি দেখতে থাকি এশার আজান দিয়ে দিলে আর কিছুক্ষণ পরেই আম্মু রাত্রের খাবার খাওয়ার জন্য ডাক দেয় নি খাওয়া দাওয়া করে রাতে ওষুধ খেয়ে। বসে থাকি কারণ পোল্ট্রি ফার্মের লাইট এখনো বন্ধ করা হয় নাই সময় হয়ে গেলে পোল্ট্রি ফার্মে গিয়ে লাইট বন্ধ করে বাড়িতে এসে ফ্রেশ হয়ে ঘুমানোর জন্য প্রস্তুতি নেই।

IMG20250820182623.jpg

আজকের পোস্টে পর্যন্তই সকলে ভালো থাক সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ।

আল্লাহ হাফেজ

Sort:  
Loading...