Better life with steem || The Diary Game || 19 August 2025||

in Incredible India7 days ago
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

Collage_2025-08-19_21_18_56.jpg

আমি আপনাদের মাঝে নতুন একটি দিনের কার্যলিপি তুলে ধরতে চলে আসলাম।

IMG20250819173403.jpg

আজকের সকাল বেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছুক্ষণ শারীরিক ব্যায়াম করে হাঁটতে হাঁটতে পোল্ট্রি ফার্মে চলে আসি, আব্বু আম্মুকে সাহায্য কাজে সহযোগিতা করার জন্য। প্রতিদিনের মতো মুরগিদেরকে খাবার দেওয়া শেষ করে।

আজকেও অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ে আম্মু । আমি যদি তাদের খাদ্য শেষ হবার আগে যাওয়া হয় তাহলে আম্মু খাদ্য দেওয়া শেষ করে চলে আসে আর যদি আমি একটু দেরি হয় তাহলে আম্মু অন্য কাজে ব্যস্ত হয়ে যায়।মুরগির পানি পাইপ পরিষ্কার করে।

আমি ও আম্মু সাথে পোল্ট্রি ফার্মে পানি পাইপ পরিষ্কার করতে থাকি পাশাপাশি আব্বুকে সহযোগিতা করি ফ্লোর পরিষ্কার করা কাজে। আমি আর আম্মু পাইপ পরিষ্কার করা শেষ হয়ে গেলেন আম্মু বাড়িতে চলে আসে আমি আর আব্বু পোল্ট্রি ফার্মের বাকি কাজগুলো শেষ করি।

IMG20250819172334.jpg

পোল্ট্রি ফার্মের কাজ শেষ করে মাছের কাজ করার জন্য বিল পাড়ে চলে আসি খাদ্যের ঘর থেকে পাঙ্গাস খাদ্য নেওয়া শুরু করে দেয় আমি আর আব্বু নৌকার কাছে রাখি দশটা খাদ্য বস্তা নেওয়ার পর আমি বাড়িতে চলে আসি ওই খাদ্য বস্তা গুলো আব্বু নৌকা দিয়ে বিলের মাঝখানে নিয়ে চলে যায়।

IMG20250819171953.jpg

ফ্রেশ হয়ে সকালের হালকা কিছু খাবার খেয়ে ওষুধ খেয়ে নেই রেস্ট নেই প্রতিদিনের মতো আম্মু আমাকে কিছু টুকটাক কাজ দেয় সেগুলো করার জন্য আমি কাজে লেগে পড়ি কাজগুলো মোটামুটি শেষ পর্যায়ে গুছিয়ে নিয়ে আসছিলাম মাত্রই হালকা বৃষ্টি শুরু হয়ে যায় কাজগুলো শেষ না করেই বাড়িতে চলে আসি বৃষ্টি কমে গেলে বাকি কাজগুলো শেষ করার জন্য চলে যায়।

IMG20250819173334.jpg

বৃষ্টি কমা মাত্রই একটা গরম শুরু হয়ে গেছে তাই কাজ শেষ করে পোল্ট্রি ফার্মে চলে আসি ফ্যান গুলো চালু করে দেওয়ার জন্য পোল্ট্রি ফার্মে চলে আসি ফ্যান চালু করে ডিম তুলতে শুরু করে দেই কিছুক্ষণ আমার কাজ না থাকায় তাই ডিম তোলার কাজটা এগিয়ে রাখি।

IMG20250819173037.jpg

১৬ কেস ডিম তুলি সকালবেলায়,ডিম তুলা শেষ করে বাড়িতে এসে ফ্রেশ হয়ে সকালের খাওয়া-দাওয়া সম্পূর্ণ করি এরপর গরুর খাবার তৈরি করার জন্য কাজে লেগে পড়ি প্রতিদিনের মতোই খাদ্য আর ভুষি এগুলো পানির সাথে মিশ্র করে গরুকে খেতে দিয়ে দেই। এর পরে আমি গরুর জন্য খড় আর সবুজ ঘাস কেটে রেখে দেই একটি বড় বস্তায়।

IMG20250819172405.jpg

গরুর কাজ শেষ হয়ে গেলে চাবি নিয়ে পোল্ট্রি ফার্মে চলে আসি ডিম তোলার জন্য আমি একাই সমস্ত ডিম তুলে, আরেকটি কাজ ছিল মুরগির একটি পানির পাইপ জয়েন্ট থেকে পানি পড়ে খাদ্যে সেটা ধুব। আর থিনার দিয়ে পানি পড়ার জায়গাটা বন্ধ করে দেয়।

IMG20250819172732.jpg

শেষ করে বাড়িতে ওয়াশ রুমে চলে যায় গোসল করার জন্য গোসল শেষ করে রুমে এসে রেস্ট নেই, মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ি এর মধ্যে আমাদের বাড়িতে লরি ট্রাক আসে বালু নিয়ে। রাজমিস্ত্রি দ্বারা বাড়ির কিছু কাজ করার জন্য। আর একটু পরেই ডিমের গাড়ি চলে আসে।

আমি আর আম্মু পোল্ট্রি ফার্মে চলে যাই ডিম দেওয়ার জন্য ডিমের গাড়ি লোড করেন মুরগিদের পানি দিতে যাব তখনই কারেন্ট চলে যায় তাই আর পানি দেওয়া হয় নাই বাড়িতে এসেই আবার কারেন্ট চলে আসে।

IMG20250819172017.jpg

তাই আর আমি পোল্ট্রি ফার্মে না গিয়ে বিল পারে চলে আসি মাছদের কে খাদ্য দেওয়ার জন্য খাদ্য ঘর থেকে নৌকার কাছে খাদ্য নিয়ে আমি বাড়িতে চলে আসি তারপর আব্বু মাছদের কে খাদ্য দিয়ে দেয় আমি ফ্রেশ হয়ে ।

IMG20250819172249.jpg

বাড়ির আশপাশে দিয়ে হাঁটতে থাকি। আবার আকাশ অন্ধকার হয়ে বৃষ্টি ৫ থেকে ৭ মিনিট বৃষ্টি পড়ার পর কমে গেলেন পোল্ট্রি ফার্মে চলে আসি লাইট জ্বালিয়ে দেই মোটর চালু করে পানি দিয়ে দিন বাড়িতে এসে রাস্তায় হাঁটাহাঁটি করতে থাকি মাগরিবের আজান দিয়ে দিলে রুমে চলে আসি।

IMG20250819180835.jpg
IMG20250819181734.jpg

রুমে শুয়ে শুয়ে বিশ্রাম নিতে থাকি মোবাইল দেখতেও থাকি প্রতিদিনের মতোই এশারের আযান দিয়ে দিলে এর কিছুক্ষণ পরে আম্মু রাতের খাওয়ার জন্য ডাক দেয় খাওয়া-দাওয়া করে রাত্রে ওষুধ খেয়ে পোল্ট্রি ফার্মের লাইট বন্ধ করার জন্য অপেক্ষায় থাকি সময় হলে পোল্ট্রি ফার্মে গিয়ে লাইট বন্ধ করে এর পাশাপাশি শিং মাছের জল মটর বন্ধ করেন বাড়িতে চলে আসি ফ্রেশ হয়ে রুমে এসে ঘুমানোর জন্য প্রস্তুতি নেই।

আজকের কষ্টের পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ।

আল্লাহ হাফেজ

Sort:  
Loading...