Better life with steem || The Diary Game || 18 August 2025||
|বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু |
---|
আমি আপনাদের মাঝে নতুন একটি দিনের কার্যলিপি তুলে ধরতে শেয়ার করতে চলে আসলাম।
![]() |
---|
সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ডাক্তার পরামর্শেই কিছুক্ষণ শারীরিক ব্যায়াম করে হাঁটতে হাঁটতে পোল্ট্রি ফার্মে চলে আসি। এসে দেখি আব্বু আম্মু খাদ্য দেওয়া শেষ করে ফেলেছেন এর পরে আম্মু কে বাড়িতে পাঠিয়ে দেয়। এরপরে পোল্ট্রি ফার্মে বাকি কাজ আমি আর আব্বু করি।
![]() |
---|
আমি মুরগিদের পানির পাইপ পরিষ্কার করি আর পাশাপাশি আব্বুকে ফ্লোর পরিষ্কার করার কাজে সহযোগিতা করি আমার পানির পাইপ পরিষ্কার করা শেষ হয়ে গেলে আমি বসে থাকি আব্বু ফ্লোর পরিষ্কার করা শেষ হলে মুরগিদের প্রতিটি পাইপে। পানি দিয়া দেয়।
![]() |
---|
সকালবেলা পোল্ট্রি ফার্মের কাজ মোটামুটি শেষ পর্যায়ে আমি আর আব্বু পারে চলে আসি বিল পারে খাদ্যের ঘর থেকে খাদ্য নিয়ে আমি আর আব্বু খাদ্যর ঘর থেকে খাদ্যর বস্তা নিয়ে নৌকার কাছে রেখে দেই প্রতিদিনের মতো নৌকা করে বিলের মাঝখানে নিয়ে যাই মাছদের কে খাদ্য দেওয়ার জন্য। আমি বাড়িতে চলে আসি ফ্রেশ হয়ে নেই সকালে হলে তো কিছু খাবার খেয়ে ওষুধ খেয়ে।
![]() |
---|
রেস্ট নিয়ে আম্মু কিছু টুকটাক কাজ দিয়েছিল সেগুলো শেষ করি তারপর পোল্ট্রি ফার্মে চলে যায় ফ্যান চালু করে নিয়ে আসি। আসার সময় শিং মাছের পুকুর হয়ে আসি জল মটর চালু করে দিয়ে পুকুর থেকে পানি উঠার জন্য।
![]() |
---|
![]() |
---|
বাড়িতে এসে ফ্রেশ হয়ে সকালের খাবার খাওয়া সম্পন্ন করে রেস্ট নিয়ে গরুর জন্য খাবার তৈরি করতে কাজে লেগে পড়ি খাদ্য আর ভুষি পানির সাথে মিশ্রণ করে এরপর খড় আর সবুজ ঘাস কেটে সারাদিনের জন্য একটি বড় বস্তায় রেখে দেই।
![]() |
---|
গরুর কাজ মোটামুটি শেষ করে পোল্ট্রি ফার্মে চলে আসি ডিম তোলার জন্য আমি আর আম্মু দুজন মিলে ডিম তুলা শেষ করে আমি বাড়িতে এসে বসে থাকি প্রচন্ড গরম লাগতে ছিল বৃষ্টির মত শরীর থেকে গাম পড়ছিল তাই বাড়ির পিছনে চেয়ার নিয়ে বসে থাকি অল্প ঠান্ডা বাতাস কিছুক্ষণের মধ্যে শরীর ঠান্ডা হয়ে যায়। এরপর আরো কিছু কাজ ছিল সেই কাজগুলো শেষ করি।
![]() |
---|
গোসল করার জন্য ওয়াশ রুমে চলে যাই গোসল শেষ করে রুমে এসে বিশ্রাম নেই মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পরি দুপুরের খাবার তৈরি হয়ে গেলে আম্মু খাবার খাওয়ার জন্য ডাক দেই খাওয়া-দাওয়া করে ছোটখাটো একটি ঘুম দেই।
![]() |
---|
ঘুম থেকে উঠে দেখি আব্বু আম্মু আজকেও মুরগিদেরকে খাবার দিতে চলে গেছেন আমি এসে দেখি ওদের খাদ্য দেওয়া দেওয়া শেষ এখন বের হয়ে পড়বে আমি আব্বুর সাথে বিল পারে চলে আসি পাঙ্গাশ মাছদের কে খাবার দেওয়ার জন্য খাদ্য গুলো এগিয়ে দিয়ে আমি বাড়িতে এসে বাড়ির আশপাশ দিয়ে হাঁটাহাঁটি করতে থাকি।
![]() |
---|
আকাশ অন্ধকার হয়ে আসে বৃষ্টি আসবে মনে হয় তাই পোল্ট্রি ফার্মে গিয়ে লাইট জ্বালিয়ে দিয়ে আসি ।বাকি ডিম তুলে বাড়িতে চলে আসছি বৃষ্টি নাই সে ঠান্ডা বাতাস দিচ্ছিল তাই বাড়ির বাইরে বসে থাকি। ঠান্ডা বাতাস উপভোগ করে মাগরিবের আযান দিয়ে দিলে তাও ওখানেই বসে থাকি কিন্তু মশার জন্য বসে থাকার হলো না ওর অত্যাচারে ওঠে রুমে চলে আসি।
![]() |
---|
মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ি এশারের আযান পর্যন্ত মোবাইল নিয়ে থাকি এর কিছুক্ষণ পরে আম্মু রাতের খাবার খাওয়ার জন্য ডাক দেয় রাতের খাওয়া দাওয়া করে তার সাথে রাত্রে ওষুধ খেয়ে পোল্ট্রি ফার্মে লাইট বন্ধ করার জন্য অপেক্ষায় থাকি। সময় হয়ে গেলে পোল্ট্রি ফার্মের লাইট বন্ধ করে বাড়িতে এসে ফ্রেশ হয়ে ঘুমানোর জন্য প্রস্তুতি নেই।
![]() |
---|
আজকের পোস্ট এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ।