
আমি আপনাদের মাঝে আমার নতুন একটি দিনের কার্যলিপি তুলে ধরতে শেয়ার করতে চলে আসলাম।
সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিছুক্ষণ শারীরিক ব্যায়াম করে পোল্ট্রি ফার্মে চলে আসি, প্রতিদিনের মতো আব্বু আম্মুকে সাহায্য করার জন্য ।এসে দেখি আব্বু আম্মুর খাদ্য দেওয়া শেষ।
আমি পানির পাইপ পরিস্কার করতে থাকি আব্বু আম্মুর খাদ্য দেওয়া শেষ হলে আম্মু বাড়িতে চলে যায়। আমি পানির পাইপ পরিষ্কার করতে থাকি আর আব্বুর ফ্লোর পরিষ্কার করে সে কাজে সহযোগিতা করি ।
দুজন মিলে সকালের পোল্ট্রি ফার্মের কাজ শেষ করে পোল্ট্রি ফার্ম থেকে আসার সময় ফ্যান গুলো থেকে চালু করে দিয়ে আসি এরপরে বিল পারে চলে আসি পাঙ্গাশ মাছের খাদ্য দেওয়ার জন্য প্রতিদিনের মতোই খাদ্যের ঘর থেকে নৌকা পর্যন্ত এগিয়ে আসি এরপর বাকি কাজ আব্বু করে।বাড়ির দিকে চলে আসি ফ্রেশ হয়ে সকালে হালকা কিছু খাবার খেয়ে ওষুধ খেয়ে। আমাদের কর্মচারী না থাকায় সপ্তাহে একদিন অথবা দুই দিন বড় বড় কাজগুলো রেখে দেওয়া হয় এরপরে কয়েকজন দিনমজুরি সেই কাজগুলো শেষ করেন।
বাড়িতে ছোট ছোট কাজগুলো আমরাই করে থাকি । ঠিক তেমনি আজকে শিং মাছের পুকুরের কিছু বাড়ী কাজ ছিল সেগুলো করার জন্য কয়েকজন দিনমজুর আর আমাদের বাগানে কিছুদিন আগে ঝরে একটি গাছ পড়ে গিয়েছিল সেটা কেটে বাড়িতে নিয়ে আসতে হবে।
আরো কিছু ভিন্ন ভিন্ন কাজ ছিল সেগুলো শেষ করে। ওদেরকে এই কাজগুলো দেখিয়ে দিয়ে আমি সকালের খাবার খেতে চলে আসি খাওয়া দাওয়া শেষ করে গরুর জন্য করার খড় আর সবুজ ঘাস কেটে রেখে দেই সারাদিনের জন্য। গরুর কাজ শেষ হলে একজন দিনমজুর কে নিয়ে শিং মাছের পুকুরে জল মটর সেট করি।
পুকুর থেকে পানি তোলার জন্য।কাজগুলো শেষ করতে করতে ডিম তুলার সময় অতিবাহিত হয়ে যায়। আম্মু আজকে একা একাই ডিম তুলে ।আমি দিনমজুরের সাথে সারাদিন থাকতে হবেন ওদেরকে দিয়ে কাজগুলো করিয়ে নিতে হবে আব্বু বলে দিয়ে ছিল।
শিং মাছের পুকুরে কাজগুলো শেষ করে দু'জনকে পাঠিয়ে দে আমাদের বাগানে গাছ কেটে বাড়িতে নিয়ে আসার জন্য। আর দুজন আমাদের বড় বিলে কাজ করেন বড় বিলে মূলত কচু ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো একসাথে জড়ো করে রাখার জন্য। বড় বিলের কাজ শেষ করে বাকি দুজনকে ও বাগানে পাঠিয়ে দেয় ।
আমি বাড়িতে এসে আমার কিছু টুকটাক কাজ ছিল সেগুলো শেষ করি। দুপুরে কিছুক্ষণ পরে জেলেরা আসে আমাদের বড় পুকুরের পাঙ্গাশ গুলো কত বড় হয়েছে সেটা দেখার জন্য আব্বু নিয়ে আসে। আমি দিনমজুর ভাইদের কে নিয়ে ব্যস্ত থাকায় বিল পাড়ে আসতে পারি নাই।
দুপুরের কিছুক্ষণ পরে আমাদের বাড়ির পাশে দোকান ছিল তাদেরকে ওই দোকান থেকেই টিফিন করানো হয়। টিফিন করে রেস্ট নিয়ে আবার কাজে লেগে পড়ি। বাগানের কাজ শেষ করে পোল্ট্রি ফার্মে কিছু কাজ করানো হয় এরপর তাদের যাওয়ার সময় হয়ে যায় । আব্বু বিল পারে আসে বিকেলবেলা পাঙ্গাশ মাছের খাদ্য দেওয়ার জন্য দিনমজুর কে বিদায় দিয়ে আমি বিল পাড়ে চলে আসে
আমিও বাড়িতে চলে আসি গোসল করে দুপুরে খাওয়া-দাওয়া সম্পন্ন করি বিকেল বেলা। একটা রুমে শুয়ে কিছুক্ষণ রেস্ট নেই মাগরিবের কিছুক্ষণ আগেই পোল্ট্রি ফার্মে গিয়ে লাইট জ্বালিয়ে বাড়ি আশপাশের দিয়ে হাঁটাহাঁটি করি ।
মাগরিবের আযান দিয়ে দিলেন রুমে এসে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ি।
এছাড়া আযান পর্যন্ত মোবাইল নেই থাকি, আম্মু রাত্রে খাবার খাওয়ার জন্য ডাক দেয় খাওয়া-দাওয়া করে রাত্রে ওষুধ খেয়ে পোল্ট্রি ফার্মে লাইট বন্ধ করার জন্য বসে থাকি।
সময় হয়ে আসলে পোল্ট্রি ফার্মে গিয়ে লাইট বন্ধ করে দিয়েছি এবং রাত্রে ঘুমানোর আগে ফ্রেশ হয়ে নেই ঘুমানোর জন্য প্রস্তুতি নেই।
আজকের পোস্টে পর্যন্ত এই সকালই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ।
আল্লাহ হাফেজ