Better life with steem || The Diary Game || 14 June 2025||
বিসমিল্লাহির রহমানির রহিম। |
---|
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। |
---|
আমি আপনাদের মাঝে আমার নতুন একটি দিনের কার্যলিপি তুলে ধরতেন শেয়ার করতে চলে আসলাম।
সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাহিরে হাঁটতে বের হই আজকের সকালটা অন্যরকম,চার দিন ধরে প্রচন্ড গরম থাকার কারণে সকালটা ও গরম দিয়ে শুরু হয় হাঁটাহাঁটি করলি শরীর থেকে ঘাম ঝরনার মতো পড়তে থাকে।তাই আজকে সকালটা একটু ঠান্ডা ঠান্ডা ভালো লাগছে।
সকালবেলা হাঁটাহাঁটি শেষ করে পোল্ট্রি ফার্মে চলে আসি ভিতরে ঢুকেই টুকটাক কাজগুলো শেষ করি। আব্বু আম্মুর মুরগিদেরকে খাদ্য দেওয়া শেষ হলে আম্মু বাড়িতে চলে আসে আমি আর আব্বু পোল্ট্রি ফার্মের যাবতীয় কাজ শেষ করি।
কোয়েল পাখি বিক্রি করে দিয়েছি কিছু কোয়েল পাখি আমাদের জন্য রেখে দিয়েছি মাঝেমধ্যে খাওয়ার জন্য। তাই ওদেরকে খাবার পানি দেওয়ার জন্য চলে আসি খাবারও পানি দিয়ে বাড়িতে এসে ফ্রেশ হয়ে সকালে হালকা কিছু খাবার খেয়ে ওষুধ খেয়ে নেই।
আকাশ অন্ধকার হয়ে আসছে বৃষ্টি আসবে মনে হয় তাই পোল্ট্রি ফার্মে গিয়ে ফ্যান গুলো বন্ধ করে মাঝখানের লাইট জ্বালিয়ে দিয়ে আসি। ঠান্ডা বাতাস দেয় বাহিরে বসে থাকি বৃষ্টি আসা পর্যন্ত কয়দিন যাবত গরমের কারণে খুব নাজেহাল অবস্থা।
বৃষ্টি আসলে রুমে এসে জানলা দিয়ে দেখতে থাকি কাঁঠাল গাছ দিয়ে পানি পড়তে ছে, বৃষ্টি পড়া শেষ হয়ে গেলে বাইরে আমার টুকটাক কাজ শেষ করি আজকে ঠান্ডা দিন থাকার কারণে অনেকটাই কাজ কমে গেছে।
আব্বু আম্মু চলে আসে এপারে তার সাথে সাথে আমিও চলে আসি মাছদের খাদ্য দেওয়ার জন্য এসে দেখি উপরে বৃষ্টির পানি পড়ার কারণে মাছগুলো উপরে ভেসে উঠেছে। আমি আর আব্বু খাদ্যের ঘর থেকে খাদ্য নিয়ে বিল পারে রেখে আসি খাদ্য নেওয়া শেষ হলে ওই খাদ্য গুলো নৌকা দিয়ে মাচার মধ্যে নিয়ে চলে যায়।
আমি আর আম্মু বাড়িতে চলে আসি ফ্রেশ হয়ে সকালের খাবার খেয়ে গরুর জন্য খাবার তৈরি করতে থাকি খাবার তৈরি করা শেষ করে কিছুক্ষণ রেস্ট নেই আমি আর আম্মু ডিম তুলতে চলে যাই।
ডিম তুলা শেষ করে বাড়িতে এসে গোসল করে আমি আমার রুমে রেস্ট নিতে থাকি পরের খাবার তৈরি হলে খাওয়া দাওয়া করে ছোটখাটো একটি ঘুম দেই।আসরের আযানের সময় ঘুম থেকে ওঠেন ফ্রেশ হয়ে কাকি দেয় বাড়িতে চলে আসি ভাইস্তা সাথে খেলাধুলা করার জন্য। তার সাথে মোটামুটি বাড়িতে খেলা ধুলা করে তাকে নিয়ে।
আমাদের বাগানে বিকালে হাঁটতে চলে আসি ওইখানে কিছু সময় পার করে সন্ধ্যার কাজ হলে আমি আর সে পোল্ট্রি ফার্মে লাইট জ্বালিয়ে তাকে বাড়িতে রেখে আমি বাড়িতে চলে আসি।
আম্মুর সন্ধ্যার কাজে সহযোগিতা করি ফ্রেশ হয়ে আমি আমার রুমে ল্যাপটপ নিয়ে বসে পড়ি কিছু কাজ শেষ করি তারপর ল্যাপটপে সুন্দর একটি নাটক দেখে রাত্রের কাজের সময় হলে পোল্ট্রি ফার্মে গিয়ে লাইট বন্ধ করে বাড়িতে এসে ফ্রেশ হয়ে রাত্রে খাওয়া দাওয়া সম্পূর্ণ করে রুমে মোবাইল নিয়ে শুয়ে পড়ি চোখে ঘুম আসা পর্যন্ত মোবাইল নিয়ে ব্যস্ত থাকি।
আজকে পর্যন্ত এই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন।