Better life with steem || The Diary Game || 12 July 2025||
বিসমিল্লাহির রহমানির রাহিম। |
---|
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। |
---|
আমি আপনাদের মাঝে নতুন একটি ডায়েরি গেম নিয়ে উপস্থিত হয়েছি।
আজকে সকাল বেলা ও ফজরের আযানের কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে পড়ি। আজকেও মাছ ধরতে ছিল বড় বিল থেকে তাই দেখার জন্য চলে আসি।
কালকে আর মাছ ধরবে না তাই আত্মীয় স্বজনদের জন্য কিছু মাছ রেখে দেই ওদের বাড়িতে দেওয়ার জন্য। আত্মীয়-স্বজনের মাছ নিয়ে আমি বাড়িতে চলে আসি আব্বু বাজারে চলে যায় মাছ নিয়ে।
বাড়িতে আম্মুর কাছে মাছগুলো দিয়ে আমি পোল্ট্রি ফার্মে চলে আসি। ভিতরে টুকটাক কাজগুলো সর্বপ্রথম শেষ করে এরপর মুরগিদেরকে খাবার দেওয়ার শুরু করি এক সাইডের অল্প খাদ্য দেওয়ার পরে আম্মু চলে আসে।
দুজন মিলে তাড়াতাড়ি করে খাদ্য দেওয়া শেষ করে মুরগি দের পানির পাইপ পরিষ্কার করে ফ্লোর পরিষ্কার করতে থাকি। একটু তাড়াতাড়ি শেষ করে ফেলি প্রতিদিনের তুলনায় মুরগিদেরকে প্রতিটা পাইপ পানি দিয়ে দেই।
হালকা গরম শুরু হয়ে গেছে তাই আসার সময় ফ্যান চালু করে দিয়ে আসি বাড়িতে এসে ফ্রেশ হয়ে সকালের হালকা কিছু খাবার খেয়ে শরীরের শক্তি সঞ্চয় করি সাথে ওষুধ খেয়ে নেই।
বাজারে মাছ বিক্রি করে আব্বু চলে আসি অল্প সময় সময় রেস্ট নিয়ে পাঙ্গাশ মাছের খাদ্য দেওয়ার জন্য চলে যায়। বিলের ঘর থেকে মাছের জন্য খাদ্য নিতে থাকে নৌকার কাছে সাথে আমিও সাহায্য করি দুজন মিলে তাড়াতাড়ি করে নেওয়া শেষ হয়ে যায় খাদ্যগুলো আবার নৌকাতে তুলে বিলের মাঝখানে চলে যায় মাছদের কে দেওয়ার জন্য।
বিল পারে শুধু শুধু দাঁড়িয়ে না থেকে বাড়িতে চলে আসি ফ্রেশ হয়ে সকালে খাবার খাওয়ার জন্য অপেক্ষা করি খাবার তৈরি হয়ে গেলে আম্মু ডাক দেয় খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে গরুর জন্য খাবার তৈরি করতে কাজে লেগে যায় খড় আর সবুজ ঘাস কেটে রেখে দেই সারাদিনের জন্য।
দুজন দিনমজুর আসে শিং মাছের পুকুরে আর বড় বিল পাড়ে কাজ করার জন্য আব্বু ঘুমানোর আগে আমাকে বলে রেখেছিল কি কি কাজ করার জন্য ওদেরকে আনা হয়েছে সে সব কাজই আমি ওদেরকে দেখিয়ে দিচ্ছি ওরা কাজগুলো করতেছে মাঝেমধ্যে আমি অল্প সাহায্য করি।
ওদের কে কাজ দেখিয়ে আমি পোল্ট্রি ফার্মে চলে আসি ডিম তোলার জন্য আম্মু বাড়িতে ব্যস্ত থাকায় ডিম তুলতে আসতে পারে নাই । তাই আমি একা একাই আজকে ডিম তোলা শেষ করে ফেলি। বাড়িতে আসা মাত্রই আম্মু আরেকটি কাজ দেয় সেই কাজটাও করতে শুরু করে দেই।
আগামীকাল কে পাঙ্গাশ মাছ জন্য খাদ্য তৈরি করার জন্য কোম্পানিতে যাবে তাই পাঙ্গাশ মাছের বস্তা গুলো একসাথে জড়ো করে বাস করে রেখে দেই।
পাঙ্গাশ মাছের খাদ্য গুঁড়া খাদ্য শরীরে লেগে হালকা গন্ধ লাগছিল তাই আর বেশি দেরি না করে ওয়াশ রুমে চলে যায়। গোসল করার জন্য গোসল শেষ করে রেস্ট নিতে থাকি এর মধ্যে আব্বু ডাকি দিয়ে বলে পোল্ট্রি ফার্মের ঝর্না চালু করে দিয়ে আসার জন্য।
পোল্ট্রি ফার্মে গিয়ে ঝর্ণা চালু করে দিয়ে ১০ মিনিট অপেক্ষা করে এরপরে বাড়িতে এসে দুপুরের খাবার তৈরি হয়ে গেলে আম্মু ডাক দেয় খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আব্বু আম্মুর সাথে আমিও পোল্ট্রি ফার্মে চলে আসি বাকি ডিম তুলতে থাকি আব্বু আম্মু খাদ্য দেওয়ার সময় একটি মুরগি তাড়াতাড়ি করে খাদ্য খাওয়ার কারণে আহত হয়ে যায় সেটাকে মোটর চালু করে আবার পানি দিয়ে দেই শরীরে।
আমি বিল পারে চলে আসি পাঙ্গাশ মাছের খাদ্য দেওয়ার জন্য আব্বুর জন্য অপেক্ষা করতে থাকি মুরগি খাবার দেওয়া শেষ হলে আব্বু আসলে দুজন মিলে খাদ্যগুলো বিল পাড়ে নিয়ে এসে আব্বু খাদ্য নিয়ে বিলের মাঝখানে চলে যাই আমি বাড়িতে এসে ফ্রেশ হয়ে বাড়ির আশপাশ দিয়ে হাঁটাহাঁটি করতে থাকি আম্মু বলে আমাদের বাগান থেকে একটু হাঁটাহাঁটি করে আসো দেখে আসবা পাশাপাশি তোমার হাঁটাও হয়ে যাবে।
আম্মুর কথা শুনে আস্তে আস্তে করে আমাদের বাগানে চলে যায় কিছুদিন পর পর আমাদের বাগানে যাওয়ার কারণ হলো আমাদের বাড়ি থেকে একটু দূরে তাই আশেপাশের কয়েকটি বাড়ি ডালপালা কেটে নিয়ে চলে যায়।
বাগান থেকে আসতে আসতে পোল্ট্রি ফার্মের লাইট যাওয়ার সময় হয়ে যায় তার ভিতরে ঢুকে লাইট দিয়ে পাশাপাশি মুরগিদেরকে পানি দেই কিছুক্ষণ ঝর্ণা চালু করা থাকে। বাড়িতে এসে আম্মুর সন্ধ্যার কাজে সহযোগিতা করি।
আম্মুর সাথে অল্প কাজ করতেই পায়ের ব্যথার হালকা অনুভব করতে পারি তাই ফ্রেশ হয়ে রুমে এসে রেস্ট নেই,ল্যাপটপে একটি মুভি দেখি।
মুভি দেখার মাঝি পোল্ট্রি ফার্মের লাইট বন্ধ করার সময় হয়ে আসে লাইট বন্ধ করে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে বাকি মুভি দেখে। পোস্ট লিখতে বসে যাই।
আজকের পোস্ট এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ।