Better life with steem || The Diary Game || 11 July 2025||

in Incredible India5 days ago
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

Collage_2025-07-11_22_16_27.jpg

ফজরের আযানের পরেই ঘুম থেকে উঠে পড়ি কারণ মাছ ধরতে ছিল জেলেরা এরপরেই গাড়ি করে বাজারে নিয়ে যাবে তাই দেখার জন্য চলে যাই তার সাথে কি কি মাছ ধরছে খাওয়ার জন্য কিছু মাছ রাখবো।

IMG20250711050806.jpg

IMG20250711052238.jpg

বিল পাড়ে এসে দেখি নৌকা থেকে মাছ তোলা প্রায় শেষ দিকে এখন শুধু হাঁফাতে মধ্যে মাছ আটকে রাখছিল সেগুলো তুলবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকি।

IMG20250711051908.jpg

আজকে আমি খাবারের জন্য দুইটা বড় মাগুর মাছ রাখি। এই মাছগুলো খাওয়ার জন্যই বড় দিলে ছেড়ে রেখে বড় হলে শিং মাছ আর মাগুর মাছের পুকুর মাছ বিক্রি করা শেষ হলে কিছু অতিরিক্ত থাকে সেগুলোই বড় বিলে কিছু মাছ ছেড়ে রেখেছিলাম।

IMG20250711052800.jpg

IMG20250711053300.jpg

এখন শিং মাছ ও মাগুর মাছ অনেকটাই বড় হয়ে গেছে যখন মাছ তুলে তখন তাদের দেখা পাই তাদেরকে ছেড়ে না দিয়ে তুলে খাওয়ার জন্য নিয়ে আসি আজকেই দুইটা বড় বড় মাগুর মাছ নিয়ে চলে আসি আব্বু মাছ নিয়ে বাজারে চলে যায়।

IMG20250711053510.jpg

এই খাওয়ার মাছগুলোকে আবার বাড়িতে এসে বালতিতে পানির মধ্যে ছেড়ে দেই, আম্মু বাড়ির কাজ করতে থাকে আমি পোল্ট্রি ফার্মে চলে আসি। টুকটাক কাজগুলো শেষ করার জন্য। পোল্ট্রি ফার্মের ভিতর টুকটাক কাজ শেষ করে মুরগী দের কে খাবার দেওয়া শুরু করে দেই আমি এক সাইডের অর্ধেক দেওয়া খাদ্য হয়ে গেলে আম্মু আসে আম্মু ৮০% খাদ্য দেয় আমি ২০% মুরগিদেরকে খাদ্য দেওয়ার শেষ করে।

IMG20250711182056.jpg

মুরগির পানির পাইপ পরিষ্কার করি আম্মুর খাদ্য দেওয়া শেষ হলে আম্মু পানির পাইপ পরিষ্কার করে আমি ফ্লোর পরিষ্কার করার কাজে লেগে যায় মাঝেমধ্যে আম্মু পানির পাইপ পরিষ্কার করে তার পাশাপাশি ফ্লোর পরিষ্কার করার কাজেও আমাকে সহযোগিতা করে।

IMG20250711182107.jpg

আব্বু সারা রাত জেগে মাছ ধরেছে সেগুলো বাজারে নিয়ে গেছে বিক্রি করে এসে রেস্ট নিবে তাই আব্বুর কাজগুলো একটু কমিয়ে রাখি।

IMG20250711122731.jpg

IMG20250711113935.jpg

ফ্লোর পরিষ্কার করা শেষ করে মুরগিদেরকে পানি দিয়ে দেই আম্মু বাড়িতে চলে আসে গতকালকে ডিম গিয়েছিল সেই কেস গুলো বাইরে পড়ে আছে আবার সেগুলো জীবাণুমুক্ত করতে হবে বালতিতে পানি নিয়ে তার মধ্যে পটাশ দিয়ে ডিমের কেস গুলো চুবিয়ে আবার উপর তুলে ফেলি এরপর রৌদ্রে দিয়ে বাড়িতে চলে আসি যে সকল ডিমের কেস ডিম ভেঙে সবচাইতে খারাপ সেগুলো বাহিরে রেখে দেই।

IMG20250711122835.jpg

পোল্ট্রি ফার্মের সকালের কাজ শেষ করে আমি বাড়িতে চলে আসি ফ্রেশ হয়ে কাপড় পরিবর্তন করে সকালে হালকা কিছু খাবার খেয়ে রেস্ট নিতে থাকি এর মধ্যে আব্বু চলে আসে। পাঙ্গাশ খাদ্য দেওয়ার জন্য চলে যায় বিল পাড়ে রেস্ট না নিয়ে আমিও আব্বুর পিছন পিছন চলে আসি।

IMG20250711172323.jpg

খাদ্যগুলো নৌকার কাছে নিয়ে যাই এরপরে নৌকা দিয়ে মাচায় নিয়ে চলে যাই আমি বাড়িতে এসে মোবাইল নিয়ে বসে থাকি সকালে খাবার তৈরি হয়ে গেলে খাবার খেয়ে রেস্ট নিয়ে গরুর খাবার তৈরি করার কাজে লেগে যায় খড় আর সবুজ ঘাস কেটে রেখে দেই।

IMG20250711172241.jpg

হালকা রোদ উঠে গেছে গরম লাগছে তাই পোল্ট্রি ফার্মের ফ্যান গুলো চালু করে দেওয়ার জন্য চলে যাই আজকে শুক্রবার তাই নামাজ পড়তে যাব তাই আর বাড়িতে না এসে ডিম তোলা শুরু করে দেই । ডিম তোলা শেষ হয়ে গেলে আমি যখন বের হব তখন আম্মু আসে ডিম তোলার জন্য।

IMG20250711182140.jpg

বাড়িতে এসে গোসল করে পায়ে ব্যথা একটু বেশি অনুভব করি তাই আমি জুম্মার নামাজ পড়তে যেতে পারি নাই। রুমে শুয়ে অনেকক্ষণ বিশ্রাম নেই দুপুরে খাওয়া-দাওয়া করে ওষুধ খেয়ে বাইরে বের হয়ে।

IMG20250711182151.jpg

বিল পাড়ে গিয়ে মাচায় বসে থাকি আসরের আযানের কিছুক্ষণ পরে বাড়ির আশপাশ দিয়েই হাঁটাহাঁটি করতে থাকি সন্ধ্যা হওয়ায় একটু আগেই গিয়ে পোল্ট্রি ফার্মে গিয়ে লাইট জ্বালিয়ে দিয়ে আসি বাড়িতে এসে আম্মুর সন্ধ্যার কাজে সহযোগিতা করি রুমে এসে শুয়ে থাকি।

আশেপাশের কাকীরা আমার অসুস্থতার খবর নিতে আসে আমার সাথে গল্প করে অনেক এশারের আজান দেওয়ার কিছুক্ষণ পর ওরা সবাই চলে যাই আমি আর আম্মু রাত্রে খাওয়া করে আজকে পোস্ট লিখতে বসে যাই লাইট বন্ধ করার সময় হয়ে গেলে লাইট বন্ধ করে পোস্ট রিভিশন দিয়ে।পোস্ট সাবমিট করে ঘুমানোর জন্য প্রস্তুতি নিয়ে।

IMG20250711214011.jpg

আজকের পোস্টটি পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন।

আল্লাহ হাফেজ

Sort:  
Loading...