"আমার এই প্লাটফর্মে এক বছর অতিবাহিত করলাম"

in Incredible India28 days ago
বিসমিল্লাহির রাহমানির রাহিম

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

এই প্লাটফর্মে আসা নিয়ে এই পর্যন্ত কি রকম সময় অতিবাহিত হয়েছে তা আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম। তাই আজকের বিষয় হলো আমার এই প্লাটফর্মে এক বছর অতিবাহিত করলাম ।

IMG_20250228_095319.jpg

অনলাইনে এত সুন্দর একটি প্ল্যাটফর্ম আছে সেটা আমি কখনোই জানতাম না যদি জাকারিয়া আর শরিফুল আমাকে না জানা তো।

এই প্লাটফর্ম সম্পর্কে কিভাবে জানতে পারলাম এরপর কিভাবে আসলাম সেই সম্পর্কে আপনাদের কাছে কিছু কথা তুলে ধরেছি।

সিলেটে একটি কোম্পানিতে তাদের সাথে পরিচয় এরপরে এক সাথেই রুমে থাকা, তখন আমার জীবনটা ছিল অফিস একটু বাসা তারপর youtube নাটক দেখা ফেসবুক মোবাইল ল্যাপটপ নিয়ে ব্যস্ত থাকতাম, সময়টা খুবই কষ্টে যেত অফিস থেকে আসার পর। আমি এগুলো নিয়ে ব্যস্ত থাকতাম।

তারা ফ্রেশ হয়ে মোবাইলে লেখা লেখি করত কৌতূহল বসত একদিন দেখি এরপরে এই প্লাটফর্মের কথা শরিফুলের কাছে থেকে ২০২৩ সালে ডিসেম্বরের দিকে জানতে পারি প্রথমে বিশ্বাস হয় নাই।

বেশ কয়দিন অনুসরণ করার পর অবশেষে যখন টাকা উইথড্র করে শরিফুল আর জাকারিয়া এরপর থেকেই অল্প অল্প করে বিশ্বাস করি, তাদেরকে বলি আমাকে এই প্লাটফর্মে যোগদান করে দিতে।

IMG_20250228_093618.jpg

প্রথমে তারা দুইজন থেকে একজনও রাজি হয় নাই অনেকদিন জোরা জোরি করার পর অবশেষে দুজনেই রাজি হয় করে দেওয়ার জন্য।

আমি এই প্লাটফর্মে প্রথম পোস্ট করি ২৭ ফেব্রুয়ারি ২০২৪সালে এরপরে কোম্পানির ঝামেলার কারণে দুজনের সময় হয় নাই আমাকে দেখে দেওয়ার আবার কোম্পানির ঝামেলা শেষ করে ফ্রি হলে আমাকে এ সম্পর্কে অল্প কিছু জ্ঞান দেয়।

তার সাথে Discord এর সাথে পরিচয় করিয়ে দেয় এরপর থেকেই, দিদি দের সাথে আলাপ হয় তাদের সম্পর্কে অমি যতই বলবো কম বলা হবে ,তারা দুজন এতটা সাহায্য করেছে বিশেষ করে ম্যাম, যদি অনুমতি না দিত তার এই সুন্দর প্লাটফর্মে আমার মনে হয় কাজ করা হতো কিন্তু একটু কষ্ট হয়ে যেত এত সুন্দর ভাবে সহজ ভাবে করতে পারতাম না।

কাজের পাশাপাশি বিনোদন ছিল আমার জীবনে অনলাইনে এত সুন্দর আনন্দ এর আগে আমি কখনোই করি নাই। তার পাশাপাশি শিক্ষণীয় ক্লাস ছিল যা আমি অনেক কিছুই নোট করে রেখেছি আমার নোটবুকে। তার সাথে সপ্তাহে দুইটা Booming তার সাথে প্রতি মাসেই গিফট দেয় ম্যাম।

এই প্লাটফর্মের এত সুন্দর নিয়ম কারণ ও অমায়িক ব্যবহার দেখে অন্য কোন প্লাটফর্মে পোস্ট করার চিন্তাভাবনা কখনো মাথায় আসে না আশা করি ভবিষ্যতেও আসবে না।

IMG20250228090607.jpg

এই প্লাটফর্ম থেকে টাকা তুলে আমার ছোট ছোট অনেক শখ পূরণ হয়েছে যার যেমন রয়েছে কোয়েল পাখি। আমার এই প্ল্যাটফর্মে ছোট্ট একটি স্বপ্ন আছে, ৬৬ রেপুটেশন আছে আমি এটা ১০০ করার ইচ্ছা আছে।

এই প্লাটফর্ম সম্পর্কে লিখতে শুরু করলে অনেক লেখা যাবে তাই আজকে আর লেখার সময় না থাকাই তাই আজকেই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ।

আল্লাহ হাফেজ

Sort:  
Loading...
 27 days ago 

@jahidul21 অনেক অভিনন্দন জানাই আপনাকে আপনার বর্ষপূর্তি এই প্ল্যাটফর্মে!
আপনার ইচ্ছে পূর্ণতা লাভ করুক এই কামনা করি।

কাজের ধারাবাহিকতা সাথে কিছু বাড়তি বিশিয়ের দিকে নজর দিলে কেবলমাত্র ছোটো ছোটো নয়, একদিন আপনার বড় ইচ্ছেও পূর্ণতা লাভ করবে।

সমস্যা হলো আপনাদের লেখায়! আকারে ছোট তার পাশাপশি লেখায় প্রাণের অভাব।
আগে তবুও টিউটোরিয়াল ক্লাসে আপনাদের কিছু বলার সুযোগ পেতাম, কিন্তু আপনারা ব্যস্ত তাই ছোট ইচ্ছে পূরণ করেই দিন কাটাতে হচ্ছে।

আপনার বন্ধু জাকারিয়া কোম্পানি খুলেছেন জেনে খুশি হলাম।
আপনি আপনার আগের লেখায় উল্লেখ করেছেন জাকারিয়ার কোম্পানিতে ভাইভা দিতে গিয়েছিলেন।

তাই ভালো আপনার বন্ধুর সফলতার কথা পড়ে ভালো লাগলো।

 27 days ago 

দিদি আপনি সাপোর্ট করলে আমার ইচ্ছা পূরণ হবেই এটা নিশ্চিত, রাজনৈতিক প্রভাবের কারণে আমাদের পরিবার একটু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে , আব্বু আম্মু আমাকে নিয়ে খুবই দুশ্চিন্তায় রয়েছে সে কারণেই আবার চাকরিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত।

ধন্যবাদ দিদি আমাকে সুন্দর একটি কমেন্ট করার জন্য 💐

 26 days ago 

আপনার এই প্লাটফর্মে আসার এক বছর হয়ে গেল আর অফিস থেকে এসে সময় কাটতো না নিজের সহপাঠীদের দেখে এখানে আসার কৌতহল জাগে।। এই প্লাটফর্মে আসার গল্প শুনে বেশ ভালো লাগলো।।

 26 days ago 

এই প্ল্যাটফর্মের সাথে আপনি কিভাবে যুক্ত হয়েছেন এবং দেখতে দেখতে আপনি এই প্লাটফর্মে একটা বছর পার করে দিয়েছেন এটা জানতে পেরে অনেক বেশি ভালো লাগছে আসলে যে কোন জায়গায় আপনি সঠিকভাবে যদি পরিশ্রম দিয়ে টিকে থাকতে পারেন তাহলে অবশ্যই আপনি সেখান থেকে ভালো কিছু আশা করতে পারেন তাই আমার কাছে মনে হয় প্রতিনিয়ত পরিশ্রম করে এগিয়ে যান, ইনশাল্লাহ অবশ্যই আপনি আপনার সকল স্বপ্ন পূরণ করতে পারবেন ইনশাল্লাহ।

 26 days ago 

এই প্লাটফর্মে জাকারিয়া প্লাস আপনার ভূমিকাও অনেক ছিল, এই প্ল্যাটফর্মের নিয়ম কারণ, শিখা নোর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ আপু, আমার পোস্টটি পড়ে এত সুন্দর একটি কমেন্ট করেছেন।

 23 days ago 

এটা একটা সত্যিই অনুপ্রেরণাদায়ক পোস্ট। আপনি যে পরিশ্রম এবং বিশ্বাসের সাথে এই প্ল্যাটফর্মে আপনার যাত্রা শুরু করেছেন, তা দেখে খুব ভালো লাগছে। আপনার অভিজ্ঞতা শেয়ার করে আপনি অন্যদেরও অনুপ্রাণিত করেছেন, এবং এটা প্রমাণ করে যে সঠিক মানুষের সহায়তায় কিছু কঠিন সময়ও জয় করা সম্ভব। ভবিষ্যতে আপনার রেপুটেশন ১০০ করার যাত্রাও সফল হবে।এমন আশা রাখি। সত্যিই, এই ধরনের প্ল্যাটফর্মে আপনি যেভাবে শিখছেন এবং বেড়ে উঠছেন, তা অসাধারণ। আপনার শখগুলো পূর্ণ হোক, এবং আপনি আমাদের জন্য দোয়া করবেন আমরাও যেন পরিশ্রম করে সামনে এগিয়ে গিয়ে ছোট বড় সব শখ পূরন করতে পারি ইনশাআল্লাহ। সকলই সাফল্য অর্জন করুক এটাই প্রত্যাশা।ভালো থাকবেন