"আমাদের একজন কর্মচারী ভাই ছুটিতে থাকায় কাজে চাপ বেশি"

in Incredible India3 months ago
বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

IMG_20241126_094214.jpg

আমি আপনাদের মাঝে নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি বিষয়টি হলো আমাদের একজন কর্মচারী ভাই ছুটিতে থাকায় কাজে চাপ বেশি।

আমার বাড়িতে থাকতেও কোন কাজ করতে দেই না আমি জোর করে কাজ করি এখন,কয়দিন ধরে কাজের চাপে ব্যস্ত সময় পার করতেছি, আমাদের বড় বিল কর্মচারী ভাই ছুটিতে গিয়েছেন তাই ওনার কাজগুলো আরেকজন থাকায় তার উপর অনেক কাজ পরিমাণ বেড়ে যাচ্ছে।

কিছু কাজ একা একা করা যায় না আরেকজন মানুষ দরকার পরে অবশ্যই। শীতকালের সময়টা আমাদের পুকুরে ও বিলে কাজের পরিমাণটা কিছুটা কমে যায়। গরমকালের তুলনায় শীতকালে বেশি ছুটি পাই আমাদের কর্মচারীরা।

শীতের মাস গুলো মাছের খাদ্য কম দেওয়া লাগে, আমরা যখন কর্মচারী নিয়ে ছিলাম তখন তাদেরকে বলা হয়েছিল গরমের সময় প্রয়োজনীয় ছাড়া বাড়িতে যাওয়া যাবে না। কিন্তু শীতের সময় বাড়িতে যেতে পারবেন ছুটি একটু বেশি নিয়েই।

IMG20241126093247.jpg

কর্মচারী ভাই ছুটিতে যাওয়াই বাহিরে দিনমজুর কম পাওয়া যাচ্ছে শীতের কারণে, পুকুরে বা বিলে একদমই নামতে চায় না। আর আমাদের এদিকে গার্মেন্টস ফ্যাক্টরি কোম্পানির বেশি থাকায় সবাই চাকরিজীবী অল্প কিছু লোক নিজের কাজ করে এর পাশাপাশি দিনমজুর কাজ করে।

দিনমজুর না পাওয়ার কারণে কাজের চাপটা আমাকেও নিতে হচ্ছে পুকুরে হরা টানা থেকে শুরু করে ওষুধ প্রয়োগ করা জেলেরা আসলে তাদের সাথে সাহায্য করা। শীতের সময় খাদ্য না দিয়েও মাছের কিছুটা বৃদ্ধি হয় সে উপায় গুলো আব্বু কিছুটা জানা আছে প্রায়ই এক যুগের বেশি পুকুরে মাছ চাষ করছে।

এ সময় মাছ একদমই কম পানিতে চলাচল করে তাদের শক্তি অপচয় করে না সে কারণে মাছ শীতে প্রতিটা মাসেই আমাদের জাল দিয়ে মাছগুলো উল্টিয়ে দেওয়া হয়। মাছেরা অনেক লাফালাফি করবে ছোটাছুটি করবে মাছের থেকে বিজলী চলে যাবে ।একজন কর্মচারীর অভাব বুঝতে পেরে আরেকজন নেওয়ার চিন্তাভাবনা আগে থেকে ছিল কিন্তু অভিজ্ঞতা ছাড়া আমরা কোন কর্মচারী।

IMG20241126093018.jpg

নেওয়া হয় না আমাদের দুজন কর্মচারী আছে তারা ৮ থেকে ৯ বছরের বেশি তারা মাছের উপর অভিজ্ঞতা আছে ।কি দিতে হবে কি করা লাগবে তারাই মোটামুটি জানে। তাই আমাদের পোল্ট্রি ফার্মে একজন কর্মচারী নেওয়ার জন্য কিছু অভিজ্ঞতা লোক দেখেছে সেই লোকদের মধ্যে খুব কম অভিজ্ঞতা এক থেকে দুই বছরের আমাদের দরকার তার চেয়েও বেশি।

আমাদের পরিকল্পনা অনুযায়ী আমরা তাদেরকে নিয়ে যাব না তারাই আমাদেরকে কি কাজ করতে হবে কেমনে কি করতে হবে তারা যে বলতে পারে সেরকম লোক দরকার।

IMG20241126093507.jpg

একজন কর্মচারী ছুটি থেকে আসলে দুদিন পর থেকে আরেকজন যাওয়ার পরিকল্পনা শুরু হয়ে গেছে। এই কর্মচারী ভাই ছুটিতে গেলে তাহলে আবার এক সপ্তাহ মতন কাজের চাপ বাড়বে সে কারণে ই কিছুদিনের জন্য বাহির থেকে একজন দিনমজুর নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। দশ দিনের জন্য বাইরে থেকে কর্মচারীকে সাহায্য করার জন্য একজন সহযোগী মানুষ নেওয়া হয়েছে।

আজকের পোস্ট এখানে লেখা সমাপ্ত করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ।।

আল্লাহ হাফেজ

Sort:  
 3 months ago 

আপনার এই পোস্টটি পড়ে জানতে পারলাম একটি পুকুরে কিভাবে মাছ চাষ করা যায়

Loading...