You are viewing a single comment's thread from:
RE: It has taken four years and nine months- At last, Now I am an Orca!
যারা সৎভাবে কর্ম করে তাদের সাথে ভগবান থাকেন। আর পথে যত বাধা বিপত্তি আসুক না কেন, সমস্ত বাধা-বিপত্তি পার করে তারা বহুদূর পৌঁছতে পারে। আর যারা অসৎ ভাবে কর্ম করে , তাদের একদিন না একদিন কোথাও না কোথাও গিয়ে থামতে হয়। ভগবান তাদের চলার রাস্তা রাখেনা। সব সময় সত্যের জয় হয়। জয় হয় পরিশ্রমের এবং সততার।
অনেক অনেক অভিনন্দন দিদি। তুমি অবশ্যই এটা ডিজার্ভ করো । আর তুমি নিজের পরিশ্রমে সততায় এই জায়গায় পৌঁছেছ। এর থেকে আরও ভালো কিছু ওয়েট করে আছে। আমি অনেক খুশি আজকের এই পোস্ট দেখে। অনেক অনেক ধন্যবাদ আমাদের মাঝে এই সুখবর শেয়ার করার জন্য। তুমি আমাদের একটা বড় ইনস্পিরেশন।
সঠিক কথা বলেছো, আর আমিও সেটাই বিশ্বাস করি সত্যের পথ কঠিন কিন্তু শেষ সবসময় সুমধুর হয়, আর অসৎ পথ মসৃণ হয় বটে কিন্তু সেটা সাময়িক।
অনেক ধন্যবাদ তোমার অভিনন্দনের জন্য। তুমিও এগিয়ে যাও অনেকদূর এই কামনা করি।