Skincare products that I use || Plum

in Incredible India4 days ago

নমস্কার বন্ধুরা। আশা করছি সকলে সুস্থ আছেন।

1000206367.jpg

গতকাল আমি আপনাদের সকলের সাথে একটি স্কিন কেয়ার কোম্পানির ব্যাপারে শেয়ার করেছিলাম। এবং আমি শেয়ার করেছিলাম এই কোম্পানির প্রোডাক্ট আমাকে কতটা হেল্প করেছে আমার মুখের acne দূর করতে। আজকে আমি আপনাদের সকলের সাথে শেয়ার করে নিচ্ছি আমি এই কোম্পানির যে প্রোডাক্টগুলো ইউজ করি, সেগুলো এবং এর সাথে প্রোডাক্ট গুলির দাম।

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWYkgDRGimVUej6BECg7qRtYRA82QwrcYx6p28RoC2tjvKtWa2ZrDcQTNKTxfBYXGiFwkGFvBXpwcxFEXrPanqC.jpeg

1.Face wash

1000206359.jpg

এই ফেস ওয়াস skin oil free রাখে।সাথেই pimple থাকলেও, এটা ইউজ করলে অনেক কমে যায়। গ্রিন টি যুক্ত এই ফেস ওয়াস সত্যিই অনেক অনেক হেল্প করেছে আমার pimple free skin তৈরি করতে। আমার মনে হয় dove এর পর যদি আমি কোন ভাল ফেসওয়াস পেয়ে থাকি, তাহলে এটাই। তবে আমি শুনেছি সেটাফিল ভীষণ ভালো স্কিন কেয়ার কোম্পানি। যদিও ওটা আমার মা ইউজ করে।

এই ফেসওয়াশ এর ১৫০ ml এর দাম ভারতীয় টাকাতে ৩৫০ টাকা।অর্থাৎ ২১ steem। এই দামটা আমি আসল দাম বললাম। অফার চললে দামের হেরফের হয়।


2. Face mist

20250107_150002.jpg

উপরের ছবিতে plum এর face mist দেখতে পাচ্ছেন। এটা যে কতটা ভালো প্রোডাক্ট, আপনারা ধারণা করতে পারবেন না যতক্ষণ না আপনারা ব্যবহার করছেন। এটা স্কিনে অ্যাপ্লাই করার সাথে সাথে অদ্ভুত এক শান্তি লাগে। ভিশন ফ্রেশ লাগে। এটাকে সেটিংস স্প্রে- হিসাবেও আফটার মেকআপ ব্যবহার করা যেতে পারে।

এটার ১০০ ml এর দাম ভারতীয় টাকায় - ৩৬০ টাকা। অর্থাৎ মোটামুটি এখনকার স্টিম প্রাইস অনুযায়ী ২৩ steem। মাঝেমধ্যে অফারে ৫০/১০০ টাকা কম হয়।


3. Moisturizer

20250107_145956.jpg

ছবিটিতে যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন, সেটা হলো ময়েশ্চারাইজার। আমি সাধারণত শীতকালেই ময়েশ্চারাইজার ব্যবহার করি। এছাড়া গরম কালে আমি এতটা পরিমাণে ঘামি। যে আমার ময়েশ্চারাইজার দরকার পড়ে না। আমি গরমকালে প্রোডাক্ট কম ব্যবহার করি। যাইহোক এটাও গ্রিন টি যুক্ত। এবং শীতকালে অসম্ভব ভালো কাজ দেয়।

এটার ৫০ ml এর দাম ভারতীয় টাকাতে ৪৭০ টাকা। অর্থাৎ এখনকার বাজার দর অনুযায়ী ৩১ steem লাগতে পারে। মাঝেমধ্যে অফারে এক্ষেত্রেও ৫০/১০০ টাকা কম হয়ে থাকে।


4. Night gel

20250107_150014.jpg

ছবিটিতে দেখতে পাচ্ছেন যে প্রোডাক্টটি, সেটা হলো নাইটজেল। মূলত এই নাইট জেল ব্যবহার করার কারণে ই acne র সমস্যা দূর হয়েছিল। বেশিরভাগ জায়গায় শুনেছি রাতে আমরা যে স্কিন কেয়ার করে থাকি সেটা সবথেকে গুরুত্বপূর্ণ। কারণ সারা রাত আমাদের স্কিন রেস্ট পায়। বাইরের কোনরকম পলিউশন এর মধ্যে আমরা যেহেতু রাতের বেলায় হাঁটাচলা করছি না, তাই রাতের বেলায় স্কিনে আমরা যেটা অ্যাপ্লাই করি সেটা আমাদের ভেবেচিন্তে করা উচিত। গ্রিন টি যুক্ত এই নাইট জেল স্কিন হাইড্রেট করে, রাতে মেখে শোয়ার পর, পরের দিন সকাল বেলায় আপনারা এক অদ্ভুত ক্লিয়ার স্কিন দেখতে পাবেন সাথে, যাদের acne প্রবলেম আছে, এটা অবশ্যই এক দুই সপ্তাহের মধ্যে রেজাল্ট দেবে।

এটার ৫০ ml এর দাম ভারতীয় টাকায় ৫৭৫ টাকা। অর্থাৎ ৩৬ steem, এটাও অফারে ১০০ টাকা মতো মাঝেমধ্যে কম থাকে।


5. Body lotion

20241216_153538.jpg

সাধারণত আমি শীতকালে বডি লোশন ব্যবহার করি। এছাড়া গরম কালের দিকে আমার প্রয়োজন পড়ে না।। তবে আমি যে কোন বডি লোশন ব্যবহার করলেও,ওই কৌটোর মধ্যে গ্লিসারিন এবং গোলাপজল হাফ হাফ করে মিশিয়ে নিয়ে থাকি। এই বডি লোশন স্কিনকে ড্রাই হতে দেয় না। শীতকালের পক্ষে যাদের স্ক্রিন খুব ড্রাই হয়ে যায় তাদের জন্য খুবই ভালো এই বডি লোশন। এর ভ্যানিলা ফ্লেভার এর স্মেল আমার দারুন লাগে।

ভারতীয় টাকায় ৪০০ ml এই বডি লোশনের দাম - ৪৭৫ টাকা । অর্থাৎ ২৯ steem মোটামুটি। এই প্রোডাক্ট এও মাঝেমধ্যে অফার চলে।


6. Rice water and Niacinamide serum

20250217_104647.jpg

এই প্রোডাক্ট acne র দাগ মুছে ফেলে, স্কিন ব্রাইট করে , স্কিনে ন্যাচারাল গ্লো এনে দেয়। এই সিরাম আর ব্যাপারে আপনারা অনলাইনেও অনেক রিভিউ পাবেন। Plum এর one of best product. চালের গুঁড়ো, চাল ভেজানো স্কিনের জন্য এমনিতেই অনেক উপকারী।

৩০ ml এর দাম ভারতীয় টাকায় ৬৪৯ টাকা । অর্থাৎ ৪০ স্টিম।

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWYkgDRGimVUej6BECg7qRtYRA82QwrcYx6p28RoC2tjvKtWa2ZrDcQTNKTxfBYXGiFwkGFvBXpwcxFEXrPanqC.jpeg

আমি যে দামগুলো উল্লেখ করেছি, সেগুলোই নরমাল দাম। কিন্তু অফার অনুযায়ী এই দাম মাঝেমধ্যে কম হয়। যেমন এখনও কিছু কিছু অ্যাপসে অফার চলছে plum এর প্রোডাক্ট এর।

এই সবকটি প্রডাক্ট আমার সারা বছর চলতে থাকে। শীতকালের দিকে ময়েশ্চারাইজার আর বডি লোশন থেকেই। তবে মাঝেমধ্যে অতিরিক্ত গরম আমি ময়শ্চারাইজার আর বডি লোশন অ্যাভয়েড করি। এর পাশাপাশি কোনরকম অনুষ্ঠান বেসিসে আমি plum এর বডি অয়েল কিনে থাকি। বডি লোশনের বদলে বডি অয়েল আপনারা ব্যবহার করতে পারেন। কারণ এটা যেমন স্কিন হাইড্রেট রাখে। শীতকালে ড্রাই স্কিনএর সাথে ফাইট করে। এর সাথে একটা গ্লজিনেস আসে।তবে ফেসওয়াশ, ফেস মিস্ট, রাইস ওয়াটার সিরাম আর নাইট জেল আমার ডেলি লাইফের সঙ্গী।

আজ এখানেই শেষ করছি, পরের দিন অন্য কিছু নিয়ে হাজির হব।

Sort:  
Loading...
Loading...
 yesterday 

Plum কোম্পানির প্রোডাক্ট নিয়ে আপনি আগেও আমাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন আজকে বিভিন্ন প্রোডাক্ট এবং তার দাম কত পড়তে পারে সেটা নিয়ে আলোচনা করেছেন ইনশাল্লাহ যদি কখনো প্রয়োজন হয় অবশ্যই এখান থেকে পারচেজ করার চেষ্টা করব অসংখ্য ধন্যবাদ আপনাকে এই প্রোডাক্টগুলোর বিস্তারিত আলোচনা আমাদের সাথে শেয়ার করার জন্য ভালো থাকবেন।